রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বৈঠকে ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু প্রাধান্য পাবে বলে জানিয়েছে ক্রেমলিন। বিবিসির প্রতিবেদনে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার উজবেকিস্তানে এই দুই শীর্ষ নেতার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে সাইডলাইন বৈঠক করবেন পুতিন ও সি। দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হবে ১৫ সেপ্টেম্বর।
ইউরেশিয়াভুক্ত দেশগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাবিষয়ক জোট এসসিও। ২০০১ সালে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্যোগে গড়ে ওঠে আঞ্চলিক জোটটি।
চীনা প্রেসিডেন্ট সি করোনা মহামারি শুরুর পর এই প্রথমবার আন্তর্জাতিক সফরে যাচ্ছেন। তিন দিনের সফরের প্রথম দিন বুধবার (১৪ সেপ্টেম্বর) কাজাখস্তান যাবেন তিনি। এরপর ১৫ ও ১৬ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন সি। আর এই বৈঠকের ফাঁকে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর।
তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছেন সি চিনপিং। এতে বিশ্বশক্তি হিসেবে মস্কোর সমর্থন যথেষ্ট গুরুত্ব বহন করে।
অন্যদিকে ইউক্রেন যুদ্ধ শুরু করায় রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের বৈরী সম্পর্ক এখন প্রকট। উদ্ভূত পরিস্থিতিতে পুতিন ভারত, পাকিস্তান, তুরস্ক ও ইরানের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। তবে চীনের নেতার সঙ্গে পুতিনের বৈঠক ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ বলে জানিয়েছেন ক্রেমলিনের পররাষ্ট্রনীতির মুখপাত্র ইউরি উশাকভ।
ক্রেমলিনের দাবি, রাশিয়া কেন ইউক্রেনে সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে সে বিষয়টি ভালো করেই অনুধাবন করতে পারে চীন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বৈঠকে ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু প্রাধান্য পাবে বলে জানিয়েছে ক্রেমলিন। বিবিসির প্রতিবেদনে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার উজবেকিস্তানে এই দুই শীর্ষ নেতার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে সাইডলাইন বৈঠক করবেন পুতিন ও সি। দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হবে ১৫ সেপ্টেম্বর।
ইউরেশিয়াভুক্ত দেশগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাবিষয়ক জোট এসসিও। ২০০১ সালে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্যোগে গড়ে ওঠে আঞ্চলিক জোটটি।
চীনা প্রেসিডেন্ট সি করোনা মহামারি শুরুর পর এই প্রথমবার আন্তর্জাতিক সফরে যাচ্ছেন। তিন দিনের সফরের প্রথম দিন বুধবার (১৪ সেপ্টেম্বর) কাজাখস্তান যাবেন তিনি। এরপর ১৫ ও ১৬ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন সি। আর এই বৈঠকের ফাঁকে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর।
তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছেন সি চিনপিং। এতে বিশ্বশক্তি হিসেবে মস্কোর সমর্থন যথেষ্ট গুরুত্ব বহন করে।
অন্যদিকে ইউক্রেন যুদ্ধ শুরু করায় রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের বৈরী সম্পর্ক এখন প্রকট। উদ্ভূত পরিস্থিতিতে পুতিন ভারত, পাকিস্তান, তুরস্ক ও ইরানের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। তবে চীনের নেতার সঙ্গে পুতিনের বৈঠক ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ বলে জানিয়েছেন ক্রেমলিনের পররাষ্ট্রনীতির মুখপাত্র ইউরি উশাকভ।
ক্রেমলিনের দাবি, রাশিয়া কেন ইউক্রেনে সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে সে বিষয়টি ভালো করেই অনুধাবন করতে পারে চীন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫