আজ ১৯ আগস্ট। আফগানিস্তানের ১০২তম স্বাধীনতা দিবস। ১৯১৯ সালের আজকের এই দিনে ব্রিটেনকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে দেশটি। এ বছর সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতিতে দিবসটি উদ্যাপন করা হচ্ছে। আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর আসাদাবাদে স্বাধীনতা দিবসের র্যালিতে গুলি চালিয়েছে তালেবান। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে বুধবার (১৮ আগস্ট) জালালাবাদে জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নেওয়া আফগানিদের ওপর গুলি চালায় তালেবান, এ ঘটনায় প্রাণ হারায় তিনজন।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আসাদাবাদে স্বাধীনতা দিবসের সমাবেশে আফগানিস্তানের জাতীয় পতাকা উড়ানো লোকজনের ওপর গুলি চালানো হয়েছে। বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সেলিমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তালেবানের গুলি নাকি গুলির কারণে আতঙ্কিত লোকজনের ছুটোছুটির সময় পদদলনে হতাহতের ঘটনা ঘটেছে সেটি এখনো পরিষ্কার নয়।
মোহাম্মদ সেলিম বলেন, ‘শত শত মানুষ রাস্তায় নেমে আসে। আমি প্রথমে আতঙ্কিত ছিলাম। আমি যেতে চাইনি। কিন্তু এক প্রতিবেশীর দেখাদেখি আমিও জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামি।’
উল্লেখ্য, বর্তমান পতাকা পরিবর্তন করে তালেবান তাদের ১৯৯৬ সালের পতাকা আবার ফিরিয়ে আনতে চাচ্ছে। কিন্তু অনেক আফগানি তা মেনে নিচ্ছেন না। মূলত এর প্রতিবাদেই তাঁরা রাস্তায় নেমেছেন।
আজ ১৯ আগস্ট। আফগানিস্তানের ১০২তম স্বাধীনতা দিবস। ১৯১৯ সালের আজকের এই দিনে ব্রিটেনকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে দেশটি। এ বছর সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতিতে দিবসটি উদ্যাপন করা হচ্ছে। আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর আসাদাবাদে স্বাধীনতা দিবসের র্যালিতে গুলি চালিয়েছে তালেবান। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে বুধবার (১৮ আগস্ট) জালালাবাদে জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নেওয়া আফগানিদের ওপর গুলি চালায় তালেবান, এ ঘটনায় প্রাণ হারায় তিনজন।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আসাদাবাদে স্বাধীনতা দিবসের সমাবেশে আফগানিস্তানের জাতীয় পতাকা উড়ানো লোকজনের ওপর গুলি চালানো হয়েছে। বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সেলিমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তালেবানের গুলি নাকি গুলির কারণে আতঙ্কিত লোকজনের ছুটোছুটির সময় পদদলনে হতাহতের ঘটনা ঘটেছে সেটি এখনো পরিষ্কার নয়।
মোহাম্মদ সেলিম বলেন, ‘শত শত মানুষ রাস্তায় নেমে আসে। আমি প্রথমে আতঙ্কিত ছিলাম। আমি যেতে চাইনি। কিন্তু এক প্রতিবেশীর দেখাদেখি আমিও জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামি।’
উল্লেখ্য, বর্তমান পতাকা পরিবর্তন করে তালেবান তাদের ১৯৯৬ সালের পতাকা আবার ফিরিয়ে আনতে চাচ্ছে। কিন্তু অনেক আফগানি তা মেনে নিচ্ছেন না। মূলত এর প্রতিবাদেই তাঁরা রাস্তায় নেমেছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫