ভিক্ষাবৃত্তি অনেক দেশেই নিষিদ্ধ। কোনো কোনো দেশে ভিক্ষুকদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানও পরিচালনা করা হয়। সাম্প্রতিক একটি পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন দেশে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ ভাগই পাকিস্তানি।
আজ বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’-এর বরাত দিয়ে দ্য ইকোনমিক টাইমস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার প্রবাসী পাকিস্তানিদের জন্য নিবেদিত একটি স্থায়ী সিনেট কমিটিকে অবহিত করা হয় যে, পাকিস্তান থেকে বিদেশে পাড়ি জমানো ভিক্ষুকের সংখ্যা দিন দিন বাড়ছে। আর এমনটি ঘটছে মূলত মানব পাচারের মধ্য দিয়ে।
দেশের বাইরে যাওয়া দক্ষ ও অদক্ষ শ্রমিকের বিষয়ে একটি আলোচনায় সিনেট প্যানেলের কাছে ভিক্ষুকদের বিষয়টি অবহিত করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জুলফিকার হায়দার। বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘বিদেশের মাটিতে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ ভাগই পাকিস্তান বংশোদ্ভূত।’
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের অনেক ভিক্ষুকই হজ কিংবা মাজার জিয়ারতের কারণ দেখিয়ে ভিসা সংগ্রহ করে সৌদি আরব, ইরান ও ইরাকে প্রবেশ করেন। এসব দেশে ভিক্ষুক ছাড়াও সম্প্রতি পুণ্যস্থানগুলোর আশপাশ থেকে গ্রেপ্তার করা পকেটমারদের বেশির ভাগই পাকিস্তানি।
জুলফিকার হায়দার জানান, কিছুদিন ধরে এ ধরনের প্রতারকেরা জাপানকে নতুন সহজ গন্তব্য হিসেবে বেছে নিচ্ছে।
দেশের রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসী দক্ষ কর্মীদের প্রশংসা করে জুলফিকার জানান, সৌদি আরব বর্তমানে অদক্ষ কর্মীর চেয়ে দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে বেশি জোর দিয়েছে। আর পাকিস্তানে ৫০ হাজার ইঞ্জিনিয়ার বেকার বসে আছে।
ভিক্ষাবৃত্তি অনেক দেশেই নিষিদ্ধ। কোনো কোনো দেশে ভিক্ষুকদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানও পরিচালনা করা হয়। সাম্প্রতিক একটি পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন দেশে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ ভাগই পাকিস্তানি।
আজ বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’-এর বরাত দিয়ে দ্য ইকোনমিক টাইমস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার প্রবাসী পাকিস্তানিদের জন্য নিবেদিত একটি স্থায়ী সিনেট কমিটিকে অবহিত করা হয় যে, পাকিস্তান থেকে বিদেশে পাড়ি জমানো ভিক্ষুকের সংখ্যা দিন দিন বাড়ছে। আর এমনটি ঘটছে মূলত মানব পাচারের মধ্য দিয়ে।
দেশের বাইরে যাওয়া দক্ষ ও অদক্ষ শ্রমিকের বিষয়ে একটি আলোচনায় সিনেট প্যানেলের কাছে ভিক্ষুকদের বিষয়টি অবহিত করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জুলফিকার হায়দার। বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘বিদেশের মাটিতে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ ভাগই পাকিস্তান বংশোদ্ভূত।’
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের অনেক ভিক্ষুকই হজ কিংবা মাজার জিয়ারতের কারণ দেখিয়ে ভিসা সংগ্রহ করে সৌদি আরব, ইরান ও ইরাকে প্রবেশ করেন। এসব দেশে ভিক্ষুক ছাড়াও সম্প্রতি পুণ্যস্থানগুলোর আশপাশ থেকে গ্রেপ্তার করা পকেটমারদের বেশির ভাগই পাকিস্তানি।
জুলফিকার হায়দার জানান, কিছুদিন ধরে এ ধরনের প্রতারকেরা জাপানকে নতুন সহজ গন্তব্য হিসেবে বেছে নিচ্ছে।
দেশের রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসী দক্ষ কর্মীদের প্রশংসা করে জুলফিকার জানান, সৌদি আরব বর্তমানে অদক্ষ কর্মীর চেয়ে দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে বেশি জোর দিয়েছে। আর পাকিস্তানে ৫০ হাজার ইঞ্জিনিয়ার বেকার বসে আছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে