ঢাকা: করোনা পরিস্থিতিতে গত বছরের মতো এবারও হজ করার সুযোগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার মহামারি করোনাভাইরাসের উদ্বেগজনক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে।
দেশটির মন্ত্রিপরিষদ বিভাগের বরাত দিয়ে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার অনেক মানুষের কাছেই হজ জীবনের অন্যতম আকাঙ্ক্ষিত বিষয়। কোটা পদ্ধতির কারণে দেশটির অনেককেই হজযাত্রায় অংশ নিতে গড়ে প্রায় ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।
এক বিবৃতিতে দেশটির ধর্মমন্ত্রী ইয়াকুত চোলিল কওমাস বলেন, মহামারি ও নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, এ বছরও নাগরিকদের হজ করার সুযোগ দেওয়া হবে না। এ ছাড়া সৌদি আরবও এখনো পর্যন্ত বিদেশিদের হজ করতে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। তিনি আরও বলেন, শুধু ইন্দোনেশিয়াই নয়, কোনো দেশই এখনো পর্যন্ত হজের কোটা বরাদ্দ পায়নি। কারণ এখনো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। যাঁরা এ বছর হজে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছেন তাঁরা আগামী বছর যেতে পারবেন।
এদিকে করোনা মহামারি নিয়ন্ত্রণে আসায় ১১টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। দেশগুলো হলো-সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স ও জাপান। গত রোববার থেকেই দেশগুলোর পর্যটকেরা কোয়ারেন্টিন বিধি মেনে উপসাগরীয় দেশটিতে প্রবেশ করতে পারছেন।
উল্লেখ্য, করোনায় এ পর্যন্ত ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৩৭ হাজার ১২৬ জন। এর মধ্যে মারা গেছেন ৫১ হাজার ৯৫ জন।
ঢাকা: করোনা পরিস্থিতিতে গত বছরের মতো এবারও হজ করার সুযোগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার মহামারি করোনাভাইরাসের উদ্বেগজনক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে।
দেশটির মন্ত্রিপরিষদ বিভাগের বরাত দিয়ে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার অনেক মানুষের কাছেই হজ জীবনের অন্যতম আকাঙ্ক্ষিত বিষয়। কোটা পদ্ধতির কারণে দেশটির অনেককেই হজযাত্রায় অংশ নিতে গড়ে প্রায় ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।
এক বিবৃতিতে দেশটির ধর্মমন্ত্রী ইয়াকুত চোলিল কওমাস বলেন, মহামারি ও নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, এ বছরও নাগরিকদের হজ করার সুযোগ দেওয়া হবে না। এ ছাড়া সৌদি আরবও এখনো পর্যন্ত বিদেশিদের হজ করতে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। তিনি আরও বলেন, শুধু ইন্দোনেশিয়াই নয়, কোনো দেশই এখনো পর্যন্ত হজের কোটা বরাদ্দ পায়নি। কারণ এখনো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। যাঁরা এ বছর হজে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছেন তাঁরা আগামী বছর যেতে পারবেন।
এদিকে করোনা মহামারি নিয়ন্ত্রণে আসায় ১১টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। দেশগুলো হলো-সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স ও জাপান। গত রোববার থেকেই দেশগুলোর পর্যটকেরা কোয়ারেন্টিন বিধি মেনে উপসাগরীয় দেশটিতে প্রবেশ করতে পারছেন।
উল্লেখ্য, করোনায় এ পর্যন্ত ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৩৭ হাজার ১২৬ জন। এর মধ্যে মারা গেছেন ৫১ হাজার ৯৫ জন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫