আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি আবাসিক হোটেলে বন্ধুকধারীরা হামলা করেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরের দিকে এই হামলা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
কাবুল পুলিশপ্রধানের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে কাবুলের বাণিজ্যিক এলাকা শের-ই-নাওয়ে একটি হোটেলে এই হামলা হয়েছে। হোটেলটিতে অনেক বেসামরিক মানুষ ছিলেন।
হোটেলের কাছে থাকা একজন প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেছেন, ‘বন্দুকধারীরা হোটেলটিতে অতর্কিত হামলা চালায়। এরপর বন্দুকযুদ্ধ শুরু হয়ে যায়।’
এদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মোজাহিদ এক টুইটার পোস্টে বলেছেন, ‘ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। তারা হোটেলের অতিথিদের নিরাপদে সরিয়ে নিয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। তবে এই হামলায় তিনজন নিহত হয়েছেন।’
এই হামলায় কোনো বিদেশি নাগরিক নিহত হননি বলেও জানিয়েছেন জাবিউল্লাহ মোজাহিদ। তবে প্রাণভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে দুই বিদেশি নাগরিক আহত হয়েছেন।
তবে নিহত তিনজনই হামলাকারী ছিলেন বলে দাবি করেছে তালেবান। কর্তৃপক্ষ বলেছে, তিন হামলাকারী তালেবান নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন।
কাবুলের একজন সাংবাদিক ঘটনাটির একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন। ভিডিওটি যাচাই করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোটেলের একটি তলা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। এ ছাড়া এক ব্যক্তিকে হোটেলের জানালা দিয়ে লাফ দিতে দেখা গেছে। তিনি সম্ভবত হামলা থেকে বাঁচতে জানালা দিয়ে লাফ দিয়েছিলেন।
তালেবান সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হোটেলটির নাম ‘লংগান হোটেল’। আবাসিক এই হোটেলে বেশির ভাগ চীনা ও অন্যান্য বিদেশিরা থাকেন।
একজন প্রত্যক্ষদর্শী টুইটারে বলেছেন, হামলার পর নিকটস্থ হাসপাতালে আহত অবস্থায় ২১ জনকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া হাসপাতালে যাওয়ার পথে আহত তিনজন মারা গেছেন।
মাত্র এক দিন আগেই চীনা রাষ্ট্রদূত নিরাপত্তা ইস্যু নিয়ে আফগান উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলেছেন। তিনি চীনা দূতাবাসের আরও সুরক্ষা দেওয়ার আহ্বান জানান তালেবান সরকারের কাছে। এর পরই এই হামলার ঘটনা ঘটল।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, হামলাটি একটি চীনা গেস্টহাউসের কাছে ঘটেছে এবং কাবুলে তাদের দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
গত কয়েক মাসে আফগানিস্তানে বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে এ মাসের শুরুতে পাকিস্তান দূতাবাসে হামলা ও গত সেপ্টেম্বরে রুশ দূতাবাসে আত্মঘাতী হামলার ঘটনা রয়েছে। দুটি হামলারই দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি আবাসিক হোটেলে বন্ধুকধারীরা হামলা করেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরের দিকে এই হামলা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
কাবুল পুলিশপ্রধানের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে কাবুলের বাণিজ্যিক এলাকা শের-ই-নাওয়ে একটি হোটেলে এই হামলা হয়েছে। হোটেলটিতে অনেক বেসামরিক মানুষ ছিলেন।
হোটেলের কাছে থাকা একজন প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেছেন, ‘বন্দুকধারীরা হোটেলটিতে অতর্কিত হামলা চালায়। এরপর বন্দুকযুদ্ধ শুরু হয়ে যায়।’
এদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মোজাহিদ এক টুইটার পোস্টে বলেছেন, ‘ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। তারা হোটেলের অতিথিদের নিরাপদে সরিয়ে নিয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। তবে এই হামলায় তিনজন নিহত হয়েছেন।’
এই হামলায় কোনো বিদেশি নাগরিক নিহত হননি বলেও জানিয়েছেন জাবিউল্লাহ মোজাহিদ। তবে প্রাণভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে দুই বিদেশি নাগরিক আহত হয়েছেন।
তবে নিহত তিনজনই হামলাকারী ছিলেন বলে দাবি করেছে তালেবান। কর্তৃপক্ষ বলেছে, তিন হামলাকারী তালেবান নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন।
কাবুলের একজন সাংবাদিক ঘটনাটির একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন। ভিডিওটি যাচাই করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোটেলের একটি তলা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। এ ছাড়া এক ব্যক্তিকে হোটেলের জানালা দিয়ে লাফ দিতে দেখা গেছে। তিনি সম্ভবত হামলা থেকে বাঁচতে জানালা দিয়ে লাফ দিয়েছিলেন।
তালেবান সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হোটেলটির নাম ‘লংগান হোটেল’। আবাসিক এই হোটেলে বেশির ভাগ চীনা ও অন্যান্য বিদেশিরা থাকেন।
একজন প্রত্যক্ষদর্শী টুইটারে বলেছেন, হামলার পর নিকটস্থ হাসপাতালে আহত অবস্থায় ২১ জনকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া হাসপাতালে যাওয়ার পথে আহত তিনজন মারা গেছেন।
মাত্র এক দিন আগেই চীনা রাষ্ট্রদূত নিরাপত্তা ইস্যু নিয়ে আফগান উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলেছেন। তিনি চীনা দূতাবাসের আরও সুরক্ষা দেওয়ার আহ্বান জানান তালেবান সরকারের কাছে। এর পরই এই হামলার ঘটনা ঘটল।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, হামলাটি একটি চীনা গেস্টহাউসের কাছে ঘটেছে এবং কাবুলে তাদের দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
গত কয়েক মাসে আফগানিস্তানে বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে এ মাসের শুরুতে পাকিস্তান দূতাবাসে হামলা ও গত সেপ্টেম্বরে রুশ দূতাবাসে আত্মঘাতী হামলার ঘটনা রয়েছে। দুটি হামলারই দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে