আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির তালেবান সরকার। গতকাল রোববার আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘প্রতিবেশী দেশের আগ্রাসী হামলা সহ্য করা হবে না।’ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের মৃত্যুবার্ষিকীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ও মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এসব কথা বলেন। স্মরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে রাজধানী কাবুলে। ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘আমরা বিশ্ব এবং আমাদের প্রতিবেশী উভয়ের থেকেই সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। এর স্পষ্ট উদাহরণ হচ্ছে আমাদের ভূখণ্ড কুনারে তাদের (পাকিস্তানের) আক্রমণ। আমরা এই আগ্রাসন আর সহ্য করব না। বহুদিন ধরে এ ধরনের হামলা সহ্য করেছি। আর নয়। এত দিন জাতীয় স্বার্থে সহ্য করেছি, কিন্তু এ ধরনের হামলা যদি বারবার ঘটতেই থাকে, পরের বার আমরা আর সহ্য করব না।’
গত গত ১৬ এপ্রিল আফগানিস্তানের খোস্ত এবং কুনার প্রদেশে বিমান হামলা হয়েছে। এতে ৩৬ জন মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, এদের মধ্যে ২০ জন শিশুও রয়েছে। তালেবান সরকার অভিযোগ করে বলেছে, এ হামলা করেছে পাকিস্তান। তখন আফগান সরকার এ হামলার প্রতিবাদ জানাতে আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছিল। এরপরই গতকাল রোববার সরকারের একজন শীর্ষ কর্মকর্তার পক্ষ থেকে কড়া প্রতিবাদ এল।
পাকিস্তান অবশ্য এ হামলার দায় স্বীকার করেনি। বরং আফগানিস্তানকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ বলে অভিহিত করেছে।
এদিকে তালেবান মন্ত্রীর কড়া মন্তব্যের পর পাকিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, দুই দেশের মধ্যে শান্তি রক্ষা করতে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে। আফগানিস্তান ও পাকিস্তান ভাইয়ের মতো দুটি দেশ। সন্ত্রাসবাদ দুই দেশের জন্যই একটি গুরুতর হুমকি এবং দেশ দুটি দীর্ঘদিন ধরেই এ সমস্যায় ভুগছে। আফগানিস্তানের মাটিতে সন্ত্রাসীদের রুখতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির তালেবান সরকার। গতকাল রোববার আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘প্রতিবেশী দেশের আগ্রাসী হামলা সহ্য করা হবে না।’ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের মৃত্যুবার্ষিকীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ও মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এসব কথা বলেন। স্মরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে রাজধানী কাবুলে। ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘আমরা বিশ্ব এবং আমাদের প্রতিবেশী উভয়ের থেকেই সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। এর স্পষ্ট উদাহরণ হচ্ছে আমাদের ভূখণ্ড কুনারে তাদের (পাকিস্তানের) আক্রমণ। আমরা এই আগ্রাসন আর সহ্য করব না। বহুদিন ধরে এ ধরনের হামলা সহ্য করেছি। আর নয়। এত দিন জাতীয় স্বার্থে সহ্য করেছি, কিন্তু এ ধরনের হামলা যদি বারবার ঘটতেই থাকে, পরের বার আমরা আর সহ্য করব না।’
গত গত ১৬ এপ্রিল আফগানিস্তানের খোস্ত এবং কুনার প্রদেশে বিমান হামলা হয়েছে। এতে ৩৬ জন মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, এদের মধ্যে ২০ জন শিশুও রয়েছে। তালেবান সরকার অভিযোগ করে বলেছে, এ হামলা করেছে পাকিস্তান। তখন আফগান সরকার এ হামলার প্রতিবাদ জানাতে আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছিল। এরপরই গতকাল রোববার সরকারের একজন শীর্ষ কর্মকর্তার পক্ষ থেকে কড়া প্রতিবাদ এল।
পাকিস্তান অবশ্য এ হামলার দায় স্বীকার করেনি। বরং আফগানিস্তানকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ বলে অভিহিত করেছে।
এদিকে তালেবান মন্ত্রীর কড়া মন্তব্যের পর পাকিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, দুই দেশের মধ্যে শান্তি রক্ষা করতে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে। আফগানিস্তান ও পাকিস্তান ভাইয়ের মতো দুটি দেশ। সন্ত্রাসবাদ দুই দেশের জন্যই একটি গুরুতর হুমকি এবং দেশ দুটি দীর্ঘদিন ধরেই এ সমস্যায় ভুগছে। আফগানিস্তানের মাটিতে সন্ত্রাসীদের রুখতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫