দেশ ভ্রমণের সময় পর্যটকেরা যেন দূরবর্তী কাজ করতে পারেন সেই বিষয়টি মাথায় রেখে ভিসা নীতিমালা শিথিল করেছে নিউজিল্যান্ড। দেশটির পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, পর্যটকেরা ৯০ দিন পর্যন্ত নিউজিল্যান্ডে অবস্থানকালে বিদেশি নিয়োগকারীর জন্য দূরবর্তী কাজ করতে পারবেন। তবে এর বেশি দিন অবস্থান করলে কর সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে।
নিউজিল্যান্ড সরকার জানিয়েছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো দেশটিকে ‘ডিজিটাল নোমাড বা যাযাবরদের’ জন্য আরও আকর্ষণীয় করে তোলা। ডিজিটাল যাযাবর হলেন এমন ব্যক্তিরা, যারা ভ্রমণের মধ্যে থেকেও অনলাইনে দূরবর্তী কাজ করেন।
নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড বলেন, ‘এই পরিবর্তনের ফলে অনেক পর্যটক তাঁদের অবস্থানের সময় বাড়াতে পারবেন। এটি দেশের অর্থনীতিতে আরও বেশি অর্থের জোগান দেবে।’
সোমবার বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ড সরকারের এই পরিবর্তনটি সব ধরনের ভিসা, যেমন—পর্যটক ভিসা এবং দীর্ঘমেয়াদি ভিসায় পরিবার, সঙ্গী বা অভিভাবক পরিদর্শনে আসা ব্যক্তিদের জন্যও প্রযোজ্য হবে। তবে এ ক্ষেত্রে শুধুমাত্র বিদেশভিত্তিক দূরবর্তী কাজই অনুমোদিত হবে। যেসব ব্যক্তির কাজ নিউজিল্যান্ডে শারীরিক উপস্থিতি দাবি করে, তাঁদের যথাযথ ভিসা নিতে হবে। সরকারি তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডের পর্যটন শিল্প বছরে প্রায় ১১ বিলিয়ন ডলার আয় করে।
বিগত কয়েক বছরে অনেক দেশ ডিজিটাল নোমাডদের আকর্ষণ করার জন্য ভিসা প্রোগ্রাম চালু করেছে। এভাবে দূরে বসেও কাজ করার সুযোগ নিয়ে মানুষের ভ্রমণের আগ্রহ বাড়ছে।
২০১০-এর দশকে তরুণ কর্মীদের মধ্যে রুটিনময় জীবন থেকে মুক্তি পেতে এই ধারাটি জনপ্রিয় হয়ে ওঠে। কোভিড-১৯ মহামারি এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে। কারণ সেই সময় লকডাউনের কারণে দূরবর্তী কাজের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে।
জাপান, দক্ষিণ কোরিয়া, আবু ধাবি, দুবাই, ব্রাজিল, স্পেন এবং পর্তুগালের মতো দেশগুলো ডিজিটাল নোমাডদের জন্য ভিসা প্রোগ্রাম চালু করেছে।
তবে কিছু জায়গায় ডিজিটাল নোমাডদের উপস্থিতি বিতর্কেরও সৃষ্টি করেছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনেকে বলছেন, দূরবর্তী কর্মীদের আগমনে সেখানকার ব্যয়ের পরিমাণ অনেক বেড়ে গেছে।
স্পেন এবং গ্রিসের মতো দেশে ওভারট্যুরিজমের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ আরও তীব্র হয়ে উঠেছে।
দেশ ভ্রমণের সময় পর্যটকেরা যেন দূরবর্তী কাজ করতে পারেন সেই বিষয়টি মাথায় রেখে ভিসা নীতিমালা শিথিল করেছে নিউজিল্যান্ড। দেশটির পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, পর্যটকেরা ৯০ দিন পর্যন্ত নিউজিল্যান্ডে অবস্থানকালে বিদেশি নিয়োগকারীর জন্য দূরবর্তী কাজ করতে পারবেন। তবে এর বেশি দিন অবস্থান করলে কর সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে।
নিউজিল্যান্ড সরকার জানিয়েছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো দেশটিকে ‘ডিজিটাল নোমাড বা যাযাবরদের’ জন্য আরও আকর্ষণীয় করে তোলা। ডিজিটাল যাযাবর হলেন এমন ব্যক্তিরা, যারা ভ্রমণের মধ্যে থেকেও অনলাইনে দূরবর্তী কাজ করেন।
নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড বলেন, ‘এই পরিবর্তনের ফলে অনেক পর্যটক তাঁদের অবস্থানের সময় বাড়াতে পারবেন। এটি দেশের অর্থনীতিতে আরও বেশি অর্থের জোগান দেবে।’
সোমবার বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ড সরকারের এই পরিবর্তনটি সব ধরনের ভিসা, যেমন—পর্যটক ভিসা এবং দীর্ঘমেয়াদি ভিসায় পরিবার, সঙ্গী বা অভিভাবক পরিদর্শনে আসা ব্যক্তিদের জন্যও প্রযোজ্য হবে। তবে এ ক্ষেত্রে শুধুমাত্র বিদেশভিত্তিক দূরবর্তী কাজই অনুমোদিত হবে। যেসব ব্যক্তির কাজ নিউজিল্যান্ডে শারীরিক উপস্থিতি দাবি করে, তাঁদের যথাযথ ভিসা নিতে হবে। সরকারি তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডের পর্যটন শিল্প বছরে প্রায় ১১ বিলিয়ন ডলার আয় করে।
বিগত কয়েক বছরে অনেক দেশ ডিজিটাল নোমাডদের আকর্ষণ করার জন্য ভিসা প্রোগ্রাম চালু করেছে। এভাবে দূরে বসেও কাজ করার সুযোগ নিয়ে মানুষের ভ্রমণের আগ্রহ বাড়ছে।
২০১০-এর দশকে তরুণ কর্মীদের মধ্যে রুটিনময় জীবন থেকে মুক্তি পেতে এই ধারাটি জনপ্রিয় হয়ে ওঠে। কোভিড-১৯ মহামারি এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে। কারণ সেই সময় লকডাউনের কারণে দূরবর্তী কাজের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে।
জাপান, দক্ষিণ কোরিয়া, আবু ধাবি, দুবাই, ব্রাজিল, স্পেন এবং পর্তুগালের মতো দেশগুলো ডিজিটাল নোমাডদের জন্য ভিসা প্রোগ্রাম চালু করেছে।
তবে কিছু জায়গায় ডিজিটাল নোমাডদের উপস্থিতি বিতর্কেরও সৃষ্টি করেছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনেকে বলছেন, দূরবর্তী কর্মীদের আগমনে সেখানকার ব্যয়ের পরিমাণ অনেক বেড়ে গেছে।
স্পেন এবং গ্রিসের মতো দেশে ওভারট্যুরিজমের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ আরও তীব্র হয়ে উঠেছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে