অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার ২১ তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণে এক অভূতপূর্ব চিত্র দেখা যাচ্ছে। দেশটির বিভিন্ন অঞ্চলে চিরাচরিত ভোটকেন্দ্রের বাইরেও বেসবল স্টেডিয়াম, বারবিকিউ রেস্তোরাঁ এবং গাড়ি বিক্রির শোরুমের মতো বিচিত্র স্থানে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল ১১ টা) ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে, যা গত ২০২২ সালের নির্বাচনের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। যদিও বিশেষজ্ঞরা বলছেন, আগাম ভোটের হার কম হওয়ায় চূড়ান্ত ভোটদানের শতাংশ কিছুটা কম হতে পারে। তবে, বিকেল ৪টা পর্যন্ত ভোটদানের হার ৭১ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতির ইঙ্গিত মিলেছে। ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত।
দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশনের (এনইসি) তথ্য অনুযায়ী, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক—৪ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৮৭১ জন—ভোটার নিবন্ধিত হয়েছেন, যার মধ্যে ২ লাখ ৫৮ হাজার ২৫৪ জন প্রবাসী ভোটার। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে এবার ১ লাখ ৯৪ হাজার ১৭৯ জন বেশি যোগ্য ভোটার রয়েছেন।
দেশের জনসংখ্যা কমলেও, বয়স্ক জনগোষ্ঠীর কারণে যোগ্য ভোটারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবারের নির্বাচনে ৫০-এর কোঠায় থাকা ভোটারদের সংখ্যা সর্বাধিক–৮৬ লাখ ৮৩ হাজার ৩৬৯ জন, যা মোট ভোটারের ১৯ দশমিক ৬ শতাংশ। এরপরে রয়েছে ৬০-এর কোঠায় থাকা ভোটাররা (১৭.৭ শতাংশ), ৪০-এর কোঠায় থাকা ভোটাররা (১৭.২ শতাংশ) এবং ৭০ বা তার বেশি বয়সের ভোটাররা (১৫.৪ শতাংশ)।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ইউনহাপ জানিয়েছে, দেশজুড়ে হাজার হাজার ভোটকেন্দ্রে প্রায় ৩০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কোরীয় ন্যাশনাল পুলিশ এজেন্সি (কেএনপিএ) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টায় ভোটগ্রহণ শুরুর পর থেকে ২৮ হাজার ৯৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সর্বোচ্চ জরুরি নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখবে, যার অর্থ সব পুলিশ কর্মীকে প্রয়োজনে প্রস্তুত রাখা হবে।
উল্লেখ্য, ২০২২ সালের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে মোট ভোটদানের হার ছিল ৭৭ শতাংশ।
দক্ষিণ কোরিয়ার ২১ তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণে এক অভূতপূর্ব চিত্র দেখা যাচ্ছে। দেশটির বিভিন্ন অঞ্চলে চিরাচরিত ভোটকেন্দ্রের বাইরেও বেসবল স্টেডিয়াম, বারবিকিউ রেস্তোরাঁ এবং গাড়ি বিক্রির শোরুমের মতো বিচিত্র স্থানে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল ১১ টা) ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে, যা গত ২০২২ সালের নির্বাচনের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। যদিও বিশেষজ্ঞরা বলছেন, আগাম ভোটের হার কম হওয়ায় চূড়ান্ত ভোটদানের শতাংশ কিছুটা কম হতে পারে। তবে, বিকেল ৪টা পর্যন্ত ভোটদানের হার ৭১ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতির ইঙ্গিত মিলেছে। ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত।
দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশনের (এনইসি) তথ্য অনুযায়ী, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক—৪ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৮৭১ জন—ভোটার নিবন্ধিত হয়েছেন, যার মধ্যে ২ লাখ ৫৮ হাজার ২৫৪ জন প্রবাসী ভোটার। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে এবার ১ লাখ ৯৪ হাজার ১৭৯ জন বেশি যোগ্য ভোটার রয়েছেন।
দেশের জনসংখ্যা কমলেও, বয়স্ক জনগোষ্ঠীর কারণে যোগ্য ভোটারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবারের নির্বাচনে ৫০-এর কোঠায় থাকা ভোটারদের সংখ্যা সর্বাধিক–৮৬ লাখ ৮৩ হাজার ৩৬৯ জন, যা মোট ভোটারের ১৯ দশমিক ৬ শতাংশ। এরপরে রয়েছে ৬০-এর কোঠায় থাকা ভোটাররা (১৭.৭ শতাংশ), ৪০-এর কোঠায় থাকা ভোটাররা (১৭.২ শতাংশ) এবং ৭০ বা তার বেশি বয়সের ভোটাররা (১৫.৪ শতাংশ)।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ইউনহাপ জানিয়েছে, দেশজুড়ে হাজার হাজার ভোটকেন্দ্রে প্রায় ৩০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কোরীয় ন্যাশনাল পুলিশ এজেন্সি (কেএনপিএ) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টায় ভোটগ্রহণ শুরুর পর থেকে ২৮ হাজার ৯৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সর্বোচ্চ জরুরি নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখবে, যার অর্থ সব পুলিশ কর্মীকে প্রয়োজনে প্রস্তুত রাখা হবে।
উল্লেখ্য, ২০২২ সালের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে মোট ভোটদানের হার ছিল ৭৭ শতাংশ।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে