আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও শতাধিক। এই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দেশটির পাকতিকা প্রদেশে এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রদেশের কর্মকর্তাদের বরাতে বিবিসির প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, ভূমিকম্পে ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশ খোস্তের রাজধানী খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে বলে জানা গেছে। রয়টার্সের বরাত দিয়ে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
বিবিসি বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত ব্যক্তিদের পাশাপাশি ধ্বংসস্তূপ এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের দৃশ্য উঠে এসেছে।
প্রদেশটির সরকারের মুখপাত্র বিলাল করিমী এক টুইট বার্তায় বলেছেন, দুর্ভাগ্যক্রমে গতকাল মঙ্গলবার রাতে প্রদেশের চারটি জেলায় মারাত্মক ভূমিকম্প হয়েছে। এতে শতাধিক হতাহতের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েক ডজন বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
এই মুখপাত্র বলেছেন, ‘আরও বিপর্যয় এড়াতে আমরা সমস্ত সাহায্য সংস্থাকে অবিলম্বে ওই এলাকায় সাহায্য পাঠাতে অনুরোধ করছি।’
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটি মঙ্গলবার দিবাগত রাতে আঘাত হানে। এটি ছিল ৬.১ মাত্রার ভূমিকম্প এবং প্রায় ৫১ কিলোমিটার গভীরে।
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও শতাধিক। এই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দেশটির পাকতিকা প্রদেশে এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রদেশের কর্মকর্তাদের বরাতে বিবিসির প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, ভূমিকম্পে ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশ খোস্তের রাজধানী খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে বলে জানা গেছে। রয়টার্সের বরাত দিয়ে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
বিবিসি বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত ব্যক্তিদের পাশাপাশি ধ্বংসস্তূপ এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের দৃশ্য উঠে এসেছে।
প্রদেশটির সরকারের মুখপাত্র বিলাল করিমী এক টুইট বার্তায় বলেছেন, দুর্ভাগ্যক্রমে গতকাল মঙ্গলবার রাতে প্রদেশের চারটি জেলায় মারাত্মক ভূমিকম্প হয়েছে। এতে শতাধিক হতাহতের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েক ডজন বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
এই মুখপাত্র বলেছেন, ‘আরও বিপর্যয় এড়াতে আমরা সমস্ত সাহায্য সংস্থাকে অবিলম্বে ওই এলাকায় সাহায্য পাঠাতে অনুরোধ করছি।’
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটি মঙ্গলবার দিবাগত রাতে আঘাত হানে। এটি ছিল ৬.১ মাত্রার ভূমিকম্প এবং প্রায় ৫১ কিলোমিটার গভীরে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫