২০২৪ সালেই পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতের জনগণ দেশটির জাতীয় নির্বাচনে অংশ নেবেন। পৃথিবীর সবচেয়ে পুরোনো গণতন্ত্রের দেশ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনও অনুষ্ঠিত হবে আগামী বছর।
শুধু এ দুটি দেশই নয়, বাংলাদেশ সহ পৃথিবীর অর্ধেক মানুষ আগামী ১৮ মাসের মধ্যে নিজ নিজ দেশের জাতীয় নির্বাচনে ভোট দেবেন।
এ বিষয়ে ভারতীয় নিউজনাইন-লাইভের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি হলে, নির্বাচন হতে যাওয়া দেশগুলোর মধ্যে শুধু ভারতেই রয়েছে ১৪০ কোটির বেশি মানুষ। ২০২৪ সালের এপ্রিল এবং মে মাসে ভারতের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। একই বছরে ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নির্বাচন। দেশটিতে ৩৩ কোটির বেশি মানুষ বসবাস করেন।
প্রতিবেদনটিতে বাংলাদেশের জনসংখ্যা দেখানো হয়েছে ১৬ কোটি ৯০ লাখ। নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ জন্য আগামী অক্টোবরে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলেও জানিয়েছে কমিশন। তবে নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে দেশের রাজনীতিতে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে বিরোধী দল বিএনপি।
চলতি বছরের অক্টোবর মাসেই পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। অর্থনৈতিকভাবে চাপে থাকা ২৩ কোটি জনসংখ্যার এ দেশটিতে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিও ঘোলাটে। সম্প্রতি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল সারা দেশজুড়ে। নির্বাচনকে সামনে রেখে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দেশটিতে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া চলছে। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ দেবেন।
নির্বাচন অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়ও। ২০২৪ সালের জুনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)। শ্রীলঙ্কার সংসদে ইউএনপির প্রতিনিধি অনেক কম হলেও দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের নেতৃত্বে তারাই এখন সরকার পরিচালনা করছে। জন আক্রোশে পতনের মুখে গত বছরের মে মাসে রনিল বিক্রমাসিংহেকে দেশটির ২৬ তম প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেন তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। দেশটির জনসংখ্যা প্রায় ২ কোটি ২১ লাখ।
এ ছাড়া আগামী ১৮ মাসের মধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা দেশগুলোর মধ্যে জনসংখ্যার দিক দিয়ে এগিয়ে আছে ইন্দোনেশিয়া। ২৭ কোটি ৬০ লাখ জনসংখ্যার এই দেশটিতে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮ কোটি ৬৫ লাখ জনসংখ্যার দেশ ইরানেও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। একই বছরে প্রায় ৬ কোটি জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকা এবং ১০ কোটি ৪১ লাখ জনসংখ্যার দেশ মিশরেও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের ১০ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দিন ঠিক হয়েছে এশিয়ার ৬ কোটি ১০ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ কোরিয়ায়।
ইকুয়েডর, জিম্বাবুয়ে, গ্যাবন, মালদ্বীপ, সুইজারল্যান্ড, স্লোভাকিয়া, রুয়ান্ডা, লাইবেরিয়া, আর্জেন্টিনা, মালি, পোল্যান্ড, বেলারুশ, চিলি, তাইওয়ান, এলসালভাদর ও সেনেগালেও আগামী ৬ থেকে সাত মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে পাঁচ বছর অন্তর বিশ্বের বৃহত্তম ট্রান্সন্যাশনাল নির্বাচন হিসেবে পরিচিত ইউরোপীয় ইউনিয়নের সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে আগামী বছর। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোতে বসবাস করা নাগরিকেরা এই পার্লামেন্টের ৭০৫ জন সদস্যকে নির্বাচন করতে সরাসরি ভোট দেন। নির্বাচনের পর, ইউরোপীয় সংসদ ইউরোপীয় কমিশনের নতুন প্রধান নির্বাচন করে।
এসব হিসেব বলছে, আগামী ১৮ মাসের মধ্যে যেসব দেশের নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলোর সম্মিলিত জনসংখ্যা প্রায় ৩৭৬ কোটি ৮০ লাখ; যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৪৭ শতাংশ।
২০২৪ সালেই পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতের জনগণ দেশটির জাতীয় নির্বাচনে অংশ নেবেন। পৃথিবীর সবচেয়ে পুরোনো গণতন্ত্রের দেশ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনও অনুষ্ঠিত হবে আগামী বছর।
শুধু এ দুটি দেশই নয়, বাংলাদেশ সহ পৃথিবীর অর্ধেক মানুষ আগামী ১৮ মাসের মধ্যে নিজ নিজ দেশের জাতীয় নির্বাচনে ভোট দেবেন।
এ বিষয়ে ভারতীয় নিউজনাইন-লাইভের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি হলে, নির্বাচন হতে যাওয়া দেশগুলোর মধ্যে শুধু ভারতেই রয়েছে ১৪০ কোটির বেশি মানুষ। ২০২৪ সালের এপ্রিল এবং মে মাসে ভারতের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। একই বছরে ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নির্বাচন। দেশটিতে ৩৩ কোটির বেশি মানুষ বসবাস করেন।
প্রতিবেদনটিতে বাংলাদেশের জনসংখ্যা দেখানো হয়েছে ১৬ কোটি ৯০ লাখ। নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ জন্য আগামী অক্টোবরে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলেও জানিয়েছে কমিশন। তবে নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে দেশের রাজনীতিতে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে বিরোধী দল বিএনপি।
চলতি বছরের অক্টোবর মাসেই পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। অর্থনৈতিকভাবে চাপে থাকা ২৩ কোটি জনসংখ্যার এ দেশটিতে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিও ঘোলাটে। সম্প্রতি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল সারা দেশজুড়ে। নির্বাচনকে সামনে রেখে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দেশটিতে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া চলছে। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ দেবেন।
নির্বাচন অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়ও। ২০২৪ সালের জুনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)। শ্রীলঙ্কার সংসদে ইউএনপির প্রতিনিধি অনেক কম হলেও দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের নেতৃত্বে তারাই এখন সরকার পরিচালনা করছে। জন আক্রোশে পতনের মুখে গত বছরের মে মাসে রনিল বিক্রমাসিংহেকে দেশটির ২৬ তম প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেন তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। দেশটির জনসংখ্যা প্রায় ২ কোটি ২১ লাখ।
এ ছাড়া আগামী ১৮ মাসের মধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা দেশগুলোর মধ্যে জনসংখ্যার দিক দিয়ে এগিয়ে আছে ইন্দোনেশিয়া। ২৭ কোটি ৬০ লাখ জনসংখ্যার এই দেশটিতে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮ কোটি ৬৫ লাখ জনসংখ্যার দেশ ইরানেও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। একই বছরে প্রায় ৬ কোটি জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকা এবং ১০ কোটি ৪১ লাখ জনসংখ্যার দেশ মিশরেও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের ১০ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দিন ঠিক হয়েছে এশিয়ার ৬ কোটি ১০ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ কোরিয়ায়।
ইকুয়েডর, জিম্বাবুয়ে, গ্যাবন, মালদ্বীপ, সুইজারল্যান্ড, স্লোভাকিয়া, রুয়ান্ডা, লাইবেরিয়া, আর্জেন্টিনা, মালি, পোল্যান্ড, বেলারুশ, চিলি, তাইওয়ান, এলসালভাদর ও সেনেগালেও আগামী ৬ থেকে সাত মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে পাঁচ বছর অন্তর বিশ্বের বৃহত্তম ট্রান্সন্যাশনাল নির্বাচন হিসেবে পরিচিত ইউরোপীয় ইউনিয়নের সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে আগামী বছর। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোতে বসবাস করা নাগরিকেরা এই পার্লামেন্টের ৭০৫ জন সদস্যকে নির্বাচন করতে সরাসরি ভোট দেন। নির্বাচনের পর, ইউরোপীয় সংসদ ইউরোপীয় কমিশনের নতুন প্রধান নির্বাচন করে।
এসব হিসেব বলছে, আগামী ১৮ মাসের মধ্যে যেসব দেশের নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলোর সম্মিলিত জনসংখ্যা প্রায় ৩৭৬ কোটি ৮০ লাখ; যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৪৭ শতাংশ।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫