অনলাইন ডেস্ক
ফাঁস হওয়া এক ফোনালাপের জেরে মারাত্মক রাজনৈতিক চাপের মুখে পড়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। এই ফোনালাপে তিনি কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ব্যক্তিগতভাবে সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা করেন। ফোনালাপ ফাঁসের পর পেতংতার্নের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে এবং এর জেরে তাঁর নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম প্রধান শরিক দল জোট ত্যাগ করেছে।
আজ বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, ফোনালাপে হুন সেনকে ‘চাচা’ সম্বোধন করে পেতংতার্ন থাই সেনাবাহিনীর একজন শীর্ষ কমান্ডারকে তুচ্ছভাবে উপস্থাপন করেন। ফোনালাপে তিনি বলেন, ‘সেই সেনা কমান্ডার শুধু কুল দেখাতে চায়, তাঁর কথাগুলো কাজে আসে না।’ এই বক্তব্য থাইল্যান্ডের সেনাবাহিনীর রাজনৈতিক প্রভাবকে হেয় করার অভিযোগে সমালোচনার জন্ম দিয়েছে।
৩৮ বছর বয়সী পেতংতার্ন আজ এক বিবৃতিতে বলেছেন, ‘কম্বোডিয়ার এক নেতার সঙ্গে আমার কথোপকথনের অডিও ফাঁস হওয়ায় জনমনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’
পেতংতার্নের নেতৃত্বাধীন জোট সরকারের দ্বিতীয় বৃহত্তম দল ভুমজাইথাই গতকাল বুধবার জোট ছাড়ার ঘোষণা দেয়। এর ফলে সংসদে সরকারের অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। আরও দুটি শরিক দল আজকের মধ্যে বৈঠক করে জোটে থাকা, না-থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।
ফাঁস হওয়া অডিও প্রসঙ্গে হুন সেন জানান, তিনি এটি ৮০ জন রাজনীতিবিদের সঙ্গে শেয়ার করেছিলেন এবং তাঁদের একজন এটি ফাঁস করেছেন। পরে হুন সেন নিজেই ১৭ মিনিটের পুরো অডিও তাঁর ফেসবুকে প্রকাশ করেন।
পেতংতার্ন ক্ষমতায় এসেছেন মাত্র ১০ মাস আগে, গত বছরের আগস্টে। তাঁর আগের প্রধানমন্ত্রী শ্রেত্তা থাভিসিনকে মন্ত্রিসভা গঠনের নিয়ম লঙ্ঘনের অভিযোগে দেশটির সাংবিধানিক আদালত সরিয়ে দিয়েছিলেন। পেতংতার্ন দেশটির ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী এবং দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন তাঁর ফুফু ইংলাক সিনাওয়াত্রা।
পেতংতার্ন থাই রাজনীতির বিতর্কিত চরিত্র থাকসিন সিনাওয়াত্রার কন্যা। থাকসিন ১৫ বছর নির্বাসনে থাকার পর গত বছর থাইল্যান্ডে ফিরেছেন। হুন সেনের সঙ্গে থাকসিনের বন্ধুত্ব বহু দশক পুরোনো। তাঁরা একে অপরকে ‘ঈশ্বরভ্রাতা’ বলে ডেকে থাকেন।
থাই পররাষ্ট্র মন্ত্রণালয় কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে একটি চিঠি দিয়ে জানিয়েছে, তারা এই ফাঁস হওয়া ব্যক্তিগত ফোনালাপ নিয়ে গভীর হতাশা প্রকাশ করছে। চিঠিতে বলা হয়, দুই নেতার পারস্পরিক আস্থা ও সম্মান প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্কের মূল ভিত্তি এবং এই ফাঁস উভয় পক্ষের মধ্যে সদিচ্ছায় বিরোধ নিষ্পত্তির চেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
এদিকে গত মে মাসে সীমান্তে সংঘর্ষে এক কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার পর থেকে দেশ দুটির সম্পর্কে চরম উত্তেজনার সূত্রপাত হয়। এর পরিপ্রেক্ষিতে কম্বোডিয়া থাইল্যান্ড থেকে ফলমূল, বিদ্যুৎ, ইন্টারনেটসহ বিভিন্ন পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে এবং থাই নাটক ও সিনেমাও সম্প্রচার নিষিদ্ধ করেছে। দুই দেশ একে অপরের ওপর সীমান্ত নিয়ন্ত্রণ আরোপ করেছে।
এই সীমান্ত বিরোধ শত বছরের পুরোনো, যার সূচনা ফরাসি ঔপনিবেশিক আমলে আঁকা সীমান্তরেখা নিয়ে। এখন এই পুরোনো দ্বন্দ্ব আরও একবার দুই দেশের মধ্যে সংকটের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
ফাঁস হওয়া এক ফোনালাপের জেরে মারাত্মক রাজনৈতিক চাপের মুখে পড়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। এই ফোনালাপে তিনি কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ব্যক্তিগতভাবে সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা করেন। ফোনালাপ ফাঁসের পর পেতংতার্নের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে এবং এর জেরে তাঁর নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম প্রধান শরিক দল জোট ত্যাগ করেছে।
আজ বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, ফোনালাপে হুন সেনকে ‘চাচা’ সম্বোধন করে পেতংতার্ন থাই সেনাবাহিনীর একজন শীর্ষ কমান্ডারকে তুচ্ছভাবে উপস্থাপন করেন। ফোনালাপে তিনি বলেন, ‘সেই সেনা কমান্ডার শুধু কুল দেখাতে চায়, তাঁর কথাগুলো কাজে আসে না।’ এই বক্তব্য থাইল্যান্ডের সেনাবাহিনীর রাজনৈতিক প্রভাবকে হেয় করার অভিযোগে সমালোচনার জন্ম দিয়েছে।
৩৮ বছর বয়সী পেতংতার্ন আজ এক বিবৃতিতে বলেছেন, ‘কম্বোডিয়ার এক নেতার সঙ্গে আমার কথোপকথনের অডিও ফাঁস হওয়ায় জনমনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’
পেতংতার্নের নেতৃত্বাধীন জোট সরকারের দ্বিতীয় বৃহত্তম দল ভুমজাইথাই গতকাল বুধবার জোট ছাড়ার ঘোষণা দেয়। এর ফলে সংসদে সরকারের অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। আরও দুটি শরিক দল আজকের মধ্যে বৈঠক করে জোটে থাকা, না-থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।
ফাঁস হওয়া অডিও প্রসঙ্গে হুন সেন জানান, তিনি এটি ৮০ জন রাজনীতিবিদের সঙ্গে শেয়ার করেছিলেন এবং তাঁদের একজন এটি ফাঁস করেছেন। পরে হুন সেন নিজেই ১৭ মিনিটের পুরো অডিও তাঁর ফেসবুকে প্রকাশ করেন।
পেতংতার্ন ক্ষমতায় এসেছেন মাত্র ১০ মাস আগে, গত বছরের আগস্টে। তাঁর আগের প্রধানমন্ত্রী শ্রেত্তা থাভিসিনকে মন্ত্রিসভা গঠনের নিয়ম লঙ্ঘনের অভিযোগে দেশটির সাংবিধানিক আদালত সরিয়ে দিয়েছিলেন। পেতংতার্ন দেশটির ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী এবং দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন তাঁর ফুফু ইংলাক সিনাওয়াত্রা।
পেতংতার্ন থাই রাজনীতির বিতর্কিত চরিত্র থাকসিন সিনাওয়াত্রার কন্যা। থাকসিন ১৫ বছর নির্বাসনে থাকার পর গত বছর থাইল্যান্ডে ফিরেছেন। হুন সেনের সঙ্গে থাকসিনের বন্ধুত্ব বহু দশক পুরোনো। তাঁরা একে অপরকে ‘ঈশ্বরভ্রাতা’ বলে ডেকে থাকেন।
থাই পররাষ্ট্র মন্ত্রণালয় কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে একটি চিঠি দিয়ে জানিয়েছে, তারা এই ফাঁস হওয়া ব্যক্তিগত ফোনালাপ নিয়ে গভীর হতাশা প্রকাশ করছে। চিঠিতে বলা হয়, দুই নেতার পারস্পরিক আস্থা ও সম্মান প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্কের মূল ভিত্তি এবং এই ফাঁস উভয় পক্ষের মধ্যে সদিচ্ছায় বিরোধ নিষ্পত্তির চেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
এদিকে গত মে মাসে সীমান্তে সংঘর্ষে এক কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার পর থেকে দেশ দুটির সম্পর্কে চরম উত্তেজনার সূত্রপাত হয়। এর পরিপ্রেক্ষিতে কম্বোডিয়া থাইল্যান্ড থেকে ফলমূল, বিদ্যুৎ, ইন্টারনেটসহ বিভিন্ন পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে এবং থাই নাটক ও সিনেমাও সম্প্রচার নিষিদ্ধ করেছে। দুই দেশ একে অপরের ওপর সীমান্ত নিয়ন্ত্রণ আরোপ করেছে।
এই সীমান্ত বিরোধ শত বছরের পুরোনো, যার সূচনা ফরাসি ঔপনিবেশিক আমলে আঁকা সীমান্তরেখা নিয়ে। এখন এই পুরোনো দ্বন্দ্ব আরও একবার দুই দেশের মধ্যে সংকটের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে