মালয়েশিয়ার একটি হোটেলে ৩৯ বছর বয়সী এক ইন্দোনেশীয় নারীর রক্তমাখা লাশ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক বাংলাদেশি তরুণকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। পুলিশ দাবি করেছে, ঈর্ষার বশবর্তী হয়ে ওই তরুণ ভুক্তভোগীকে হত্যা করে থাকতে পারেন। মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার পুচংয়ের তামান মাওয়ার এলাকার একটি হোটেলের কামরা থেকে ৩৯ বছর বয়সী ওই ইন্দোনেশীয় নারীর রক্তমাখা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনাকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। পুলিশ এরই মধ্যে সন্দেহভাজন হিসেবে এক বাংলাদেশি নির্মাণশ্রমিককে গ্রেপ্তার করেছে।
সেরদাং জেলার পুলিশপ্রধান এসিপি এএ আনবালাগান জানিয়েছেন, ২৩ বছর বয়সী ওই সন্দেহভাজনকে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পুত্রজায়া থেকে আটক করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদেই বাংলাদেশি ওই যুবক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।
গত সপ্তাহের মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে পুচংয়ের তামান মাওয়ার একটি হোটেল কামরায় এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন কর্মচারীরা। তাঁরা সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নারীর মৃতদেহ উদ্ধার করে। তাঁর দেহে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন ছিল, যা তাঁকে হত্যা করা হয়েছে—এই সন্দেহকে আরও জোরালো করে।
পুলিশ জানিয়েছে, নিহত নারী এবং সন্দেহভাজনের মধ্যে পূর্বপরিচয় ছিল। আনবালাগান বলেন, ‘সন্দেহভাজন তাঁর অপরাধ স্বীকার করেছে এবং জানিয়েছে যে ঈর্ষার বশবর্তী হয়েই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে এটি শুধুই তাঁর বক্তব্য। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’
ঘটনার পর থেকে পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনকে ১০ জানুয়ারি পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। এ সময়ে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করা হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সন্দেহ করছে, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত হতে পারে।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজনের মানসিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। ঘটনার পেছনে প্রেমঘটিত কোনো বিরোধ ছিল কি না বা অন্য কোনো জটিল সম্পর্ক জড়িত ছিল কি না, সেটাও দেখা হচ্ছে।
এলাকাবাসী এবং হোটেল কর্তৃপক্ষ পুরো ঘটনায় আতঙ্কিত। তারা এ ধরনের সহিংস ঘটনার নিন্দা জানিয়েছে এবং দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের প্রতিটি ধাপ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে এবং অগ্রগতির বিষয়ে যথাসময়ে সংবাদমাধ্যমকে জানানো হবে।
ইন্দোনেশীয় নারীর এই মর্মান্তিক মৃত্যু এবং বাংলাদেশি শ্রমিকের স্বীকারোক্তি এখন পুলিশের তদন্তের কেন্দ্রে। পুরো ঘটনাটি ঘিরে রহস্যের জাল ছড়িয়ে পড়লেও, আশা করা হচ্ছে দ্রুতই প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে।
মালয়েশিয়ার একটি হোটেলে ৩৯ বছর বয়সী এক ইন্দোনেশীয় নারীর রক্তমাখা লাশ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক বাংলাদেশি তরুণকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। পুলিশ দাবি করেছে, ঈর্ষার বশবর্তী হয়ে ওই তরুণ ভুক্তভোগীকে হত্যা করে থাকতে পারেন। মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার পুচংয়ের তামান মাওয়ার এলাকার একটি হোটেলের কামরা থেকে ৩৯ বছর বয়সী ওই ইন্দোনেশীয় নারীর রক্তমাখা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনাকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। পুলিশ এরই মধ্যে সন্দেহভাজন হিসেবে এক বাংলাদেশি নির্মাণশ্রমিককে গ্রেপ্তার করেছে।
সেরদাং জেলার পুলিশপ্রধান এসিপি এএ আনবালাগান জানিয়েছেন, ২৩ বছর বয়সী ওই সন্দেহভাজনকে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পুত্রজায়া থেকে আটক করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদেই বাংলাদেশি ওই যুবক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।
গত সপ্তাহের মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে পুচংয়ের তামান মাওয়ার একটি হোটেল কামরায় এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন কর্মচারীরা। তাঁরা সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নারীর মৃতদেহ উদ্ধার করে। তাঁর দেহে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন ছিল, যা তাঁকে হত্যা করা হয়েছে—এই সন্দেহকে আরও জোরালো করে।
পুলিশ জানিয়েছে, নিহত নারী এবং সন্দেহভাজনের মধ্যে পূর্বপরিচয় ছিল। আনবালাগান বলেন, ‘সন্দেহভাজন তাঁর অপরাধ স্বীকার করেছে এবং জানিয়েছে যে ঈর্ষার বশবর্তী হয়েই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে এটি শুধুই তাঁর বক্তব্য। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’
ঘটনার পর থেকে পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনকে ১০ জানুয়ারি পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। এ সময়ে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করা হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সন্দেহ করছে, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত হতে পারে।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজনের মানসিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। ঘটনার পেছনে প্রেমঘটিত কোনো বিরোধ ছিল কি না বা অন্য কোনো জটিল সম্পর্ক জড়িত ছিল কি না, সেটাও দেখা হচ্ছে।
এলাকাবাসী এবং হোটেল কর্তৃপক্ষ পুরো ঘটনায় আতঙ্কিত। তারা এ ধরনের সহিংস ঘটনার নিন্দা জানিয়েছে এবং দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের প্রতিটি ধাপ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে এবং অগ্রগতির বিষয়ে যথাসময়ে সংবাদমাধ্যমকে জানানো হবে।
ইন্দোনেশীয় নারীর এই মর্মান্তিক মৃত্যু এবং বাংলাদেশি শ্রমিকের স্বীকারোক্তি এখন পুলিশের তদন্তের কেন্দ্রে। পুরো ঘটনাটি ঘিরে রহস্যের জাল ছড়িয়ে পড়লেও, আশা করা হচ্ছে দ্রুতই প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে