মালদ্বীপ তার নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন না আনলে ঋণ সংকটের উচ্চ ঝুঁকির মুখে আছে দেশটি। গতকাল বুধবার এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। ভারতের সঙ্গে সাম্প্রতিক বিরোধ এবং চীনের দিকে ঝুঁকে পড়া দক্ষিণ এশিয়ার দেশটি বিদেশি ঋণের কিস্তি পরিশোধের ব্যাপারে সংকটের মুখে পড়তে পারে বলে জানিয়েছে বৈশ্বিক এই ঋণদাতা সংস্থা।
মালদ্বীপের বৈদেশিক ঋণের বিশদ বিবরণ না দিলেও আইএমএফ বলেছে যে, মালদ্বীপের জন্য জরুরি ভিত্তিতে নীতি পরিবর্তনের প্রয়োজন রয়েছে। মালদ্বীপের অর্থনীতির পর্যালোচনার পর সংস্থাটি বলেছে, উল্লেখযোগ্য নীতিগত পরিবর্তন না আনলে সামগ্রিক রাজস্ব ঘাটতি এবং বিদেশি ঋণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এতে ঋণ পরিশোধ করতে না পারার উচ্চ ঝুঁকিতে পড়বে মালদ্বীপ।
দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সরকারের সঙ্গে ভারতের সাম্প্রতিক দ্বন্দ্ব এবং চীনের সঙ্গে সখ্যতা বৃদ্ধির মধ্যেই এই সতর্কবার্তা এল আইএমএফ থেকে। গত নভেম্বরে চীনপন্থী মোহাম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকেই বেইজিং মালদ্বীপের জন্য আরও তহবিল বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। গত মাসে বেইজিং সফরের পর মালদ্বীপের উন্নয়ন তহবিলের জন্য ‘নিঃস্বার্থ সহায়তা’ দেওয়ায় চীনকে ধন্যবাদ জানান মুইজ্জু।
পর্যটনের ওপর নির্ভর করে মালদ্বীপের অর্থনীতির প্রায় এক-তৃতীয়াংশ। করোনা মহামারির ধাক্কা সামনে উঠতে মালদ্বীপকে সাহায্য করেছিল পর্যটক খাত। বিমানবন্দর সম্প্রসারণ এবং হোটেল বৃদ্ধির মাধ্যমে প্রবৃদ্ধি বাড়ানোর পরিকল্পনা করছে মালদ্বীপ। এরই মধ্য আইএমএফ বলছে, পুরো পরিস্থিতি ঘিরে রেখেছে অনিশ্চয়তা ও ঝুঁকি।
মুইজ্জুর পরামর্শদাতা এবং মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন ২০১৮ সাল পর্যন্ত পাঁচ বছর দেশ শাসন করেছেন। সে সময়, নির্মাণ প্রকল্পের জন্য বেইজিং থেকে প্রচুর ধার নিয়েছিল মালদ্বীপ। মালদ্বীপের অর্থ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বিশ্বব্যাংক বলেছে, ২০২১ সালে চীনের থেকে নেওয়া ৩০০ কোটি ডলারেরও বেশি বৈদেশিক ঋণের ৪২ শতাংশই এখনো বকেয়া।
মালদ্বীপের নিকট অতীতে কোনো প্রেসিডেন্টই দায়িত্ব নিয়ে প্রথমে ভারতকে বাদ দিয়ে চীন সফরে যাননি। তবে এই রীতি ব্যতিক্রম ঘটিয়ে প্রথম রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি না গিয়ে বেইজিংয়ে গিয়েছিলেন মুইজ্জু। এরপর মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহারের জন্য সময় বেধে দেন তিনি। এসবের মধ্যে লাক্ষাদ্বীপকে কেন্দ্র করে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে মালদ্বীপের।
এরপর মালদ্বীপের পর্যটন এলাকাগুলো বয়কটের ডাক দেয় ভারতীয়রা। মূলত ভারতীয়দের বয়কটের পর থেকেই পর্যটন ব্যবসায় ধস নেমেছে মালদ্বীপের। ভারতীয় পর্যটকদের অনেকেই মালদ্বীপের পরিবর্তে দেশটির অভ্যন্তরীণ বিভিন্ন পর্যটন এলাকায় ভ্রমণ করছেন।
মালদ্বীপ তার নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন না আনলে ঋণ সংকটের উচ্চ ঝুঁকির মুখে আছে দেশটি। গতকাল বুধবার এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। ভারতের সঙ্গে সাম্প্রতিক বিরোধ এবং চীনের দিকে ঝুঁকে পড়া দক্ষিণ এশিয়ার দেশটি বিদেশি ঋণের কিস্তি পরিশোধের ব্যাপারে সংকটের মুখে পড়তে পারে বলে জানিয়েছে বৈশ্বিক এই ঋণদাতা সংস্থা।
মালদ্বীপের বৈদেশিক ঋণের বিশদ বিবরণ না দিলেও আইএমএফ বলেছে যে, মালদ্বীপের জন্য জরুরি ভিত্তিতে নীতি পরিবর্তনের প্রয়োজন রয়েছে। মালদ্বীপের অর্থনীতির পর্যালোচনার পর সংস্থাটি বলেছে, উল্লেখযোগ্য নীতিগত পরিবর্তন না আনলে সামগ্রিক রাজস্ব ঘাটতি এবং বিদেশি ঋণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এতে ঋণ পরিশোধ করতে না পারার উচ্চ ঝুঁকিতে পড়বে মালদ্বীপ।
দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সরকারের সঙ্গে ভারতের সাম্প্রতিক দ্বন্দ্ব এবং চীনের সঙ্গে সখ্যতা বৃদ্ধির মধ্যেই এই সতর্কবার্তা এল আইএমএফ থেকে। গত নভেম্বরে চীনপন্থী মোহাম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকেই বেইজিং মালদ্বীপের জন্য আরও তহবিল বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। গত মাসে বেইজিং সফরের পর মালদ্বীপের উন্নয়ন তহবিলের জন্য ‘নিঃস্বার্থ সহায়তা’ দেওয়ায় চীনকে ধন্যবাদ জানান মুইজ্জু।
পর্যটনের ওপর নির্ভর করে মালদ্বীপের অর্থনীতির প্রায় এক-তৃতীয়াংশ। করোনা মহামারির ধাক্কা সামনে উঠতে মালদ্বীপকে সাহায্য করেছিল পর্যটক খাত। বিমানবন্দর সম্প্রসারণ এবং হোটেল বৃদ্ধির মাধ্যমে প্রবৃদ্ধি বাড়ানোর পরিকল্পনা করছে মালদ্বীপ। এরই মধ্য আইএমএফ বলছে, পুরো পরিস্থিতি ঘিরে রেখেছে অনিশ্চয়তা ও ঝুঁকি।
মুইজ্জুর পরামর্শদাতা এবং মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন ২০১৮ সাল পর্যন্ত পাঁচ বছর দেশ শাসন করেছেন। সে সময়, নির্মাণ প্রকল্পের জন্য বেইজিং থেকে প্রচুর ধার নিয়েছিল মালদ্বীপ। মালদ্বীপের অর্থ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বিশ্বব্যাংক বলেছে, ২০২১ সালে চীনের থেকে নেওয়া ৩০০ কোটি ডলারেরও বেশি বৈদেশিক ঋণের ৪২ শতাংশই এখনো বকেয়া।
মালদ্বীপের নিকট অতীতে কোনো প্রেসিডেন্টই দায়িত্ব নিয়ে প্রথমে ভারতকে বাদ দিয়ে চীন সফরে যাননি। তবে এই রীতি ব্যতিক্রম ঘটিয়ে প্রথম রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি না গিয়ে বেইজিংয়ে গিয়েছিলেন মুইজ্জু। এরপর মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহারের জন্য সময় বেধে দেন তিনি। এসবের মধ্যে লাক্ষাদ্বীপকে কেন্দ্র করে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে মালদ্বীপের।
এরপর মালদ্বীপের পর্যটন এলাকাগুলো বয়কটের ডাক দেয় ভারতীয়রা। মূলত ভারতীয়দের বয়কটের পর থেকেই পর্যটন ব্যবসায় ধস নেমেছে মালদ্বীপের। ভারতীয় পর্যটকদের অনেকেই মালদ্বীপের পরিবর্তে দেশটির অভ্যন্তরীণ বিভিন্ন পর্যটন এলাকায় ভ্রমণ করছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে