ঢাকা: সংক্রমণ নিয়ন্ত্রণে হো চি মিন শহরের সব বাসিন্দাদের করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ভিয়েতনামে নতুন বিধিনিষেধও আরোপ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হো চি মিন শহরের নতুন ক্লাস্টার হয়ে উঠেছে। সম্প্রতি ওই মিশনের সঙ্গে সংশ্লিষ্ট ১২৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, ভিয়েতনামের হো চি মিন এক কোটি ৩০ লাখ মানুষ বাস করেন। শহরটিতে প্রতিদিন এক লাখ করে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার। এই হিসেবে হো চি মিন শহরের সব বাসিন্দা পরীক্ষা শেষ করতে চার মাসের মতো সময় লেগে যেতে পারে।
এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ভিয়েতনামে ১৫ দিনের নতুন বিধিনিষেধও আরোপ করা হয়েছে। যা আজ সোমবার থেকে শুরু হবে। দোকান, রেস্তোরাঁ এবং সকল ধরনের ধর্মীয় কর্মকাণ্ড বন্ধ থাকবে। ১০ জনের বেশি মানুষ জড়ো হয় এমন ইভেন্টগুলো নিষিদ্ধ থাকবে।
ভিয়েতনামে করোনার একটি ধরন শনাক্ত করা হয়েছে যেটি যুক্তরাজ্য এবং ভারতের ধরনের সংমিশ্রণ। এই ধরনটির নাম দেওয়া হয়েছে ‘হাইব্রিড’ কোভিড। বিশেষজ্ঞরা বলছেন, করোনার এই ধরনটি আগের সবগুলোর চেয়ে বেশি বিপজ্জনক এবং এটি দ্রুত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।
ভিয়েতনামে এ পর্যন্ত সাত হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশিই চলতি বছরের এপ্রিলের শেষের দিক থেকে শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৭ জন।
ঢাকা: সংক্রমণ নিয়ন্ত্রণে হো চি মিন শহরের সব বাসিন্দাদের করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ভিয়েতনামে নতুন বিধিনিষেধও আরোপ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হো চি মিন শহরের নতুন ক্লাস্টার হয়ে উঠেছে। সম্প্রতি ওই মিশনের সঙ্গে সংশ্লিষ্ট ১২৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, ভিয়েতনামের হো চি মিন এক কোটি ৩০ লাখ মানুষ বাস করেন। শহরটিতে প্রতিদিন এক লাখ করে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার। এই হিসেবে হো চি মিন শহরের সব বাসিন্দা পরীক্ষা শেষ করতে চার মাসের মতো সময় লেগে যেতে পারে।
এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ভিয়েতনামে ১৫ দিনের নতুন বিধিনিষেধও আরোপ করা হয়েছে। যা আজ সোমবার থেকে শুরু হবে। দোকান, রেস্তোরাঁ এবং সকল ধরনের ধর্মীয় কর্মকাণ্ড বন্ধ থাকবে। ১০ জনের বেশি মানুষ জড়ো হয় এমন ইভেন্টগুলো নিষিদ্ধ থাকবে।
ভিয়েতনামে করোনার একটি ধরন শনাক্ত করা হয়েছে যেটি যুক্তরাজ্য এবং ভারতের ধরনের সংমিশ্রণ। এই ধরনটির নাম দেওয়া হয়েছে ‘হাইব্রিড’ কোভিড। বিশেষজ্ঞরা বলছেন, করোনার এই ধরনটি আগের সবগুলোর চেয়ে বেশি বিপজ্জনক এবং এটি দ্রুত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।
ভিয়েতনামে এ পর্যন্ত সাত হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশিই চলতি বছরের এপ্রিলের শেষের দিক থেকে শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৭ জন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫