Ajker Patrika

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ৪৬ জনই আফগান

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ৪৬ জনই আফগান

প্রতিবছরের মতো এবারও বিশ্বের ১০০ জন প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এই তালিকার প্রায় অর্ধেকই আফগানিস্তানের নাগরিক। বিবিসির ওয়েবসাইটে আজ মঙ্গলবার তালিকাটি প্রকাশ করা হয়। 

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, যেসব নারী সমাজ ও সংস্কৃতিকে নতুন করে আবিষ্কারে এবং বিশ্বকে এগিয়ে নিতে বিভিন্ন ক্ষেত্র ও অবস্থান থেকে অগ্রণী ভূমিকা পালন করছেন, তাঁদের মধ্য থেকে ওই ১০০ জনকে বেছে নেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন নোবেলজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাই, সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী ফিয়াম নাওমি মাতা’আফার মতো ব্যক্তিরা। 

এবারের তালিকার উল্লেখযোগ্য দিক হলো, ওই ১০০ প্রভাবশালী নারীর প্রায় অর্ধেকই আফগানিস্তানের নাগরিক। দেশটির ৪৬ জন নারী এ তালিকায় ঠাঁই পেয়েছেন। তালেবানশাসিত আফগানিস্তানে নিরাপত্তার কথা ভেবে তালিকায় ওই নারীদের বেশ কয়েকজনের ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। দেওয়া হয়নি তাঁদের ছবিও। গত আগস্টে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে নারীদের অগ্রযাত্রা থমকে গেছে। উচ্চমাধ্যমিকে মেয়েদের ভর্তি নিষিদ্ধ করেছে তালেবান সরকার। শুধু তা-ই নয়, নারীবিষয়ক মন্ত্রণালয় বিলুপ্ত করা হয়েছে, কর্মস্থলেও বাধার মুখে পড়ছেন নারীরা। 

বিবিসি জানায়, বিশ্বের ১০০ প্রভাবশালী নারী নির্বাচনে প্রথমে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস নেটওয়ার্ক বিশ্বজুড়ে সমাজ ও জীবনে প্রভাব সৃষ্টিকারী নারীদের নামের বড় একটি তালিকা তৈরি করে। এ ক্ষেত্রে বিগত ১২ মাসে সংবাদ শিরোনাম হয়েছেন অথবা গুরুত্বপূর্ণ ঘটনাবলিতে প্রভাব সৃষ্টি করেছেন এবং অনুপ্রেরণাদায়ী কাজ করেছেন এমন নারীদের বাছাই করা হয়। এরপর প্রতিবছরের প্রতিপাদ্য অনুসারে তালিকা প্রণয়ন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘নতুন করে শুরু’। 

তালিকায় থাকা আফগান নারীদের মধ্যে শুরুতেই রয়েছে কবি লিমা আফশিদের নাম। এরপর রয়েছেন সমাজকর্মী ও রাজনীতিক মুকাদাসা আহমাদজাই। এ ছাড়া চিত্রশিল্পী, অভিনয়শিল্পী, দার্শনিক, অধিকারকর্মী, চলচ্চিত্র নির্মাতা, পুলিশ সদস্যসহ নানা শ্রেণি-পেশার নারী রয়েছেন। তালিকায় আফগানিস্তানের পর সংখ্যার বিচারে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। এই দেশ থেকে জনপ্রতিনিধিসহ ছয়জন নারীকে বাছাই করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে উদ্যোক্তাসহ পাঁচ নারী তালিকায় রয়েছেন। পাকিস্তান থেকে মালালা ইউসুফজাইসহ তিনজন রয়েছেন। ভারত থেকে রয়েছেন অটিজম অধিকারকর্মী মুগদা কালরা ও মানবাধিকারকর্মী মানজুলা প্রদীপ। 

এ ছাড়া চীন, কানাডা, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, মেক্সিকো, তুরস্ক, ব্রাজিল, আয়ারল্যান্ড, নাইজেরিয়া, কোস্টারিকা, সোমালিয়া, ইন্দোনেশিয়া, মিসর, ক্যামেরুন, চিলি, সামোয়া, ইথিওপিয়া, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি, আর্জেন্টিনা, পোল্যান্ড, মিয়ানমার, চীন, নামিবিয়া, ম্যাকাউ, অস্ট্রেলিয়া ও তুর্কমেনিস্তানের নাগরিকেরাও রয়েছেন বিবিসির ১০০ প্রভাবশালী নারীর এই তালিকায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত