গত মাসে ৯ হাজারেরও বেশি আফগানিস্তানের নাগরিক ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন। ইউরোপীয় আদমশুমারি ব্যুরো রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আফগানিস্তানের বার্তা সংস্থা খামা প্রেস। বার্তা সংস্থাটি বলছে, এটি কোনো একক দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে সর্বোচ্চসংখ্যক আবেদন।
ইউরোপীয় আদমশুমারি ব্যুরো জানিয়েছে, চলতি বছরের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোতে আশ্রয় নেওয়ার আগ্রহ গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে।
গত বৃহস্পতিবার ইউরোপীয় আদমশুমারি ব্যুরো তাদের মাসিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ফেব্রুয়ারি মাসেই ৭৬ হাজার ৫০০ মানুষ ইইউতে আশ্রয় চেয়ে আবেদনপত্র জমা দিয়েছে। এই সংখ্যাটি গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি। গত বছরের ফেব্রুয়ারিতে ৫৪ হাজার ৩৭০টি আবেদনপত্র জমা পড়েছিল।
ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, গত কয়েক বছর ধরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সবচেয়ে বেশি আশ্রয় চাইছেন সিরিয়া ও আফগানিস্তানের নাগরিকেরা। পরিসংখ্যান বলছে, ৭৭ শতাংশ আশ্রয়প্রার্থী স্পেন, জার্মানি, ফ্রান্স ও ইতালিতে আশ্রয় চেয়েছেন।
খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে শুধু জার্মানিই ২৫ হাজারের বেশি আশ্রয়প্রার্থীর আবেদন পেয়েছিল।
গত বৃহস্পতিবার প্রকাশিত ইউরোপীয় আদমশুমারি ব্যুরোর প্রতিবেদন বলছে, নতুন আশ্রয়প্রার্থীদের মধ্যে ২ হাজার ৭৪৫ জন অবিবাহিত নাবালক, যাদের মধ্যে ১ হাজার ২৫ জন আফগান নাগরিক।
গত মাসে ৯ হাজারেরও বেশি আফগানিস্তানের নাগরিক ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন। ইউরোপীয় আদমশুমারি ব্যুরো রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আফগানিস্তানের বার্তা সংস্থা খামা প্রেস। বার্তা সংস্থাটি বলছে, এটি কোনো একক দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে সর্বোচ্চসংখ্যক আবেদন।
ইউরোপীয় আদমশুমারি ব্যুরো জানিয়েছে, চলতি বছরের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোতে আশ্রয় নেওয়ার আগ্রহ গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে।
গত বৃহস্পতিবার ইউরোপীয় আদমশুমারি ব্যুরো তাদের মাসিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ফেব্রুয়ারি মাসেই ৭৬ হাজার ৫০০ মানুষ ইইউতে আশ্রয় চেয়ে আবেদনপত্র জমা দিয়েছে। এই সংখ্যাটি গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি। গত বছরের ফেব্রুয়ারিতে ৫৪ হাজার ৩৭০টি আবেদনপত্র জমা পড়েছিল।
ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, গত কয়েক বছর ধরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সবচেয়ে বেশি আশ্রয় চাইছেন সিরিয়া ও আফগানিস্তানের নাগরিকেরা। পরিসংখ্যান বলছে, ৭৭ শতাংশ আশ্রয়প্রার্থী স্পেন, জার্মানি, ফ্রান্স ও ইতালিতে আশ্রয় চেয়েছেন।
খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে শুধু জার্মানিই ২৫ হাজারের বেশি আশ্রয়প্রার্থীর আবেদন পেয়েছিল।
গত বৃহস্পতিবার প্রকাশিত ইউরোপীয় আদমশুমারি ব্যুরোর প্রতিবেদন বলছে, নতুন আশ্রয়প্রার্থীদের মধ্যে ২ হাজার ৭৪৫ জন অবিবাহিত নাবালক, যাদের মধ্যে ১ হাজার ২৫ জন আফগান নাগরিক।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে