অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডে তীব্র ঝড় ও বজ্রপাতে ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪০ বছর বয়সী এক নারী ঝড়ের তোড়ে ডুবে মারা যান। আজ বুধবার ২৭ অস্ট্রেলিয়ার পূর্ব সমুদ্রতীরে জীবিতদের উদ্ধারকাজ চলবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বিগত কয়েক দিনে ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ড রাজ্যে আঘাত হেনেছে তীব্র ঝড়, সঙ্গে ছিল বজ্রপাত। নৌযান তলিয়ে যাওয়া, আকস্মিক বন্যা এবং কংক্রিটের তৈরি বিদ্যুৎ সরবরাহের পাইপ ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। আবহাওয়া দপ্তর সতর্ক করে বলছে যে, কুইন্সল্যান্ডের উপকূলীয় অঞ্চলগুলোতে এখনো ‘ভয়াবহ’ ঝড়, ‘জীবনঘাতী’ বন্যা ও ‘তীব্র’ শিলাবৃষ্টির ঝুঁকি রয়েছে।
কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী ব্রিসবেন থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে গতকাল মঙ্গলবার জিমপি শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বন্যার পানির তোড়ে ভেসে যান তিন নারী। তাদের মধ্যে একজন বেঁচে গেছেন। মারা গেছেন ৪০ বছর বয়সী এক নারী। অপর নারীকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের ডেপুটি কমিশনার কেভিন ওয়ালশ বলেছেন, আজ বুধবার সারা দিন ধরেই উদ্ধার তৎপরতা চালানো হবে।
ব্রিসবেনের কাছে সাগরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে পানিতে পড়ে যান ১১ ব্যক্তি। তাদের মধ্যে দুজন ডুবে মারা গেছেন। আটজনকে জীবিত উদ্ধার করা গেছে। নিখোঁজ রয়েছেন একজন।
পুলিশ কমিশনার ক্যাটরিনা ক্যারল জানান, ব্রিসবেনের উপকণ্ঠে বন্যার পানিতে নিখোঁজ হওয়ার পরে ৯ বছর বয়সী এক মেয়ের লাশ পাওয়া গেছে। কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে একটি গাছ পড়ে ৫৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
জরুরি পরিষেবাবিষয়ক প্রতিষ্ঠান এনার্জেক্স বলেছে যে, তারা রাজ্যের ৮০ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। বিদ্যুতের বেশ কয়েকটি ভেঙে যাওয়া খুঁটির ছবি সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করেছে তারা।
এদিকে ভিক্টোরিয়ায় মঙ্গলবার সন্ধ্যায় মেলবোর্ন থেকে ৩৫০ কিলোমিটার পূর্বে বুচানে একটি আঞ্চলিক ক্যাম্প আকস্মিক বন্যায় ভেসে যাওয়ার পর এক নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। মেলবোর্ন থেকে ১৮০ কিলোমিটার পূর্বে ক্যারিঙ্গালে একটি গাছের ডাল পড়ে নিহত হয়েছেন এক ব্যক্তি।
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডে তীব্র ঝড় ও বজ্রপাতে ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪০ বছর বয়সী এক নারী ঝড়ের তোড়ে ডুবে মারা যান। আজ বুধবার ২৭ অস্ট্রেলিয়ার পূর্ব সমুদ্রতীরে জীবিতদের উদ্ধারকাজ চলবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বিগত কয়েক দিনে ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ড রাজ্যে আঘাত হেনেছে তীব্র ঝড়, সঙ্গে ছিল বজ্রপাত। নৌযান তলিয়ে যাওয়া, আকস্মিক বন্যা এবং কংক্রিটের তৈরি বিদ্যুৎ সরবরাহের পাইপ ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। আবহাওয়া দপ্তর সতর্ক করে বলছে যে, কুইন্সল্যান্ডের উপকূলীয় অঞ্চলগুলোতে এখনো ‘ভয়াবহ’ ঝড়, ‘জীবনঘাতী’ বন্যা ও ‘তীব্র’ শিলাবৃষ্টির ঝুঁকি রয়েছে।
কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী ব্রিসবেন থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে গতকাল মঙ্গলবার জিমপি শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বন্যার পানির তোড়ে ভেসে যান তিন নারী। তাদের মধ্যে একজন বেঁচে গেছেন। মারা গেছেন ৪০ বছর বয়সী এক নারী। অপর নারীকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের ডেপুটি কমিশনার কেভিন ওয়ালশ বলেছেন, আজ বুধবার সারা দিন ধরেই উদ্ধার তৎপরতা চালানো হবে।
ব্রিসবেনের কাছে সাগরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে পানিতে পড়ে যান ১১ ব্যক্তি। তাদের মধ্যে দুজন ডুবে মারা গেছেন। আটজনকে জীবিত উদ্ধার করা গেছে। নিখোঁজ রয়েছেন একজন।
পুলিশ কমিশনার ক্যাটরিনা ক্যারল জানান, ব্রিসবেনের উপকণ্ঠে বন্যার পানিতে নিখোঁজ হওয়ার পরে ৯ বছর বয়সী এক মেয়ের লাশ পাওয়া গেছে। কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে একটি গাছ পড়ে ৫৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
জরুরি পরিষেবাবিষয়ক প্রতিষ্ঠান এনার্জেক্স বলেছে যে, তারা রাজ্যের ৮০ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। বিদ্যুতের বেশ কয়েকটি ভেঙে যাওয়া খুঁটির ছবি সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করেছে তারা।
এদিকে ভিক্টোরিয়ায় মঙ্গলবার সন্ধ্যায় মেলবোর্ন থেকে ৩৫০ কিলোমিটার পূর্বে বুচানে একটি আঞ্চলিক ক্যাম্প আকস্মিক বন্যায় ভেসে যাওয়ার পর এক নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। মেলবোর্ন থেকে ১৮০ কিলোমিটার পূর্বে ক্যারিঙ্গালে একটি গাছের ডাল পড়ে নিহত হয়েছেন এক ব্যক্তি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২২ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২২ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২২ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২২ দিন আগে