অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপপ্রবাহ আরও তীব্র হয়ে উঠেছে। দাবানলের ঝুঁকি বাড়তে থাকায় ভিক্টোরিয়া রাজ্যের কয়েকটি অঞ্চলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রোববার ভিক্টোরিয়া রাজ্যের কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছাতে পারে। রাজধানী মেলবোর্নে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস (১০০ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত বাড়ার পূর্বাভাস রয়েছে।
রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের মিলডুরা শহরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস (১০৭ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাতে পারে। স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ১০টায় তাপমাত্রা ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস (৯১ ডিগ্রি ফারেনহাইট) ছুঁয়েছে, যা জানুয়ারি মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রার থেকেও বেশি।
ব্যুরো অব মিটিওরলজির কর্মকর্তা মিরিয়াম ব্র্যাডবারি অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) টেলিভিশনকে জানান, আজ রোববার ভিক্টোরিয়াতে তাপমাত্রা শীর্ষে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আগুনের বিপৎসীমা আরও বেশি অঞ্চলে বাড়তে দেখা যাচ্ছে।
আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে ভিক্টোরিয়ার তিনটি অঞ্চলে এরই মধ্যে আগুন জ্বালানোতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব অঞ্চলে দাবানলের ঝুঁকি চরম পর্যায়ে রয়েছে। এ ছাড়া পশ্চিম অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস ও তাসমানিয়া রাজ্যগুলোতেও তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়।
সাধারণত এ সময় তীব্র তাপপ্রবাহ ও দাবানলের ঝুঁকিতে থাকে অস্ট্রেলিয়া। গত কিছু মৌসুমে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। তবে গত সপ্তাহে ভিক্টোরিয়ার গ্রাম্পিয়ান্স ন্যাশনাল পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দাবানলে অনেক বাড়িঘর ও কৃষিজমি পুড়ে যায়। এ কারণে আগুন জ্বালানোতে সতর্কতা জারি করেছে দেশটি।
এর আগে ২০১৯-২০ সালের ‘ব্ল্যাক সামার’ নামে অভিহিত দাবানলে অস্ট্রেলিয়ায় তুরস্কের আয়তন সমান এলাকা ধ্বংস হয়ে গিয়েছিল। প্রাণ হারিয়েছিলেন ৩৩ জন এবং মারা গিয়েছিল কোটি কোটি প্রাণী।
অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপপ্রবাহ আরও তীব্র হয়ে উঠেছে। দাবানলের ঝুঁকি বাড়তে থাকায় ভিক্টোরিয়া রাজ্যের কয়েকটি অঞ্চলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রোববার ভিক্টোরিয়া রাজ্যের কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছাতে পারে। রাজধানী মেলবোর্নে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস (১০০ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত বাড়ার পূর্বাভাস রয়েছে।
রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের মিলডুরা শহরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস (১০৭ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাতে পারে। স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ১০টায় তাপমাত্রা ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস (৯১ ডিগ্রি ফারেনহাইট) ছুঁয়েছে, যা জানুয়ারি মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রার থেকেও বেশি।
ব্যুরো অব মিটিওরলজির কর্মকর্তা মিরিয়াম ব্র্যাডবারি অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) টেলিভিশনকে জানান, আজ রোববার ভিক্টোরিয়াতে তাপমাত্রা শীর্ষে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আগুনের বিপৎসীমা আরও বেশি অঞ্চলে বাড়তে দেখা যাচ্ছে।
আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে ভিক্টোরিয়ার তিনটি অঞ্চলে এরই মধ্যে আগুন জ্বালানোতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব অঞ্চলে দাবানলের ঝুঁকি চরম পর্যায়ে রয়েছে। এ ছাড়া পশ্চিম অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস ও তাসমানিয়া রাজ্যগুলোতেও তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়।
সাধারণত এ সময় তীব্র তাপপ্রবাহ ও দাবানলের ঝুঁকিতে থাকে অস্ট্রেলিয়া। গত কিছু মৌসুমে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। তবে গত সপ্তাহে ভিক্টোরিয়ার গ্রাম্পিয়ান্স ন্যাশনাল পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দাবানলে অনেক বাড়িঘর ও কৃষিজমি পুড়ে যায়। এ কারণে আগুন জ্বালানোতে সতর্কতা জারি করেছে দেশটি।
এর আগে ২০১৯-২০ সালের ‘ব্ল্যাক সামার’ নামে অভিহিত দাবানলে অস্ট্রেলিয়ায় তুরস্কের আয়তন সমান এলাকা ধ্বংস হয়ে গিয়েছিল। প্রাণ হারিয়েছিলেন ৩৩ জন এবং মারা গিয়েছিল কোটি কোটি প্রাণী।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫