অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া ৭১ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। আজ সোমবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই চুক্তি স্বাক্ষর করেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এই চুক্তি অস্ট্রেলিয়ার সঙ্গে কোনো এশীয় দেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি। এ ছাড়া এই চুক্তি অস্ট্রেলিয়া এবং চীনের মধ্যে নতুন করে ভাবনা বাড়াবে।
এই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার হানভা কোম্পানি অস্ট্রেলিয়ান আর্মিকে আর্টিলারি অস্ত্র, যুদ্ধযান ও রাডার সরবরাহ করবে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ‘আমি মনে করি কোরিয়ান প্রতিরক্ষা শিল্পের যথেষ্ট সক্ষমতা রয়েছে। নতুন প্রতিরক্ষা চুক্তি অস্ট্রেলিয়ায় ৩০০ জনের কাজের সুযোগ তৈরি করবে।’
স্কট মরিসন আরও বলেন, ‘এটি অস্ট্রেলিয়ার জন্য প্রতিরক্ষা শিল্পের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ আমরা আমাদের সার্বভৌম সক্ষমতা তৈরি করে চলেছি। এই যাত্রায় কোরিয়া একটি গুরুত্বপূর্ণ অংশীদার।’
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন বলেন, তাঁর অস্ট্রেলিয়া পরিদর্শন কোরিয়ার জাতীয় স্বার্থ এবং এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে চীনের সঙ্গেও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। কারণ চীন উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মুন জে ইন বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সম্পর্কের ব্যাপারে বদ্ধপরিকর।’
উল্লেখ্য, করোনা মহামারি শুরুর পর মুন জে ইন প্রথম বিদেশি নেতা হিসেবে সর্বপ্রথম অস্ট্রেলিয়ায় চার দিনের সফরে রয়েছেন।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া ৭১ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। আজ সোমবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই চুক্তি স্বাক্ষর করেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এই চুক্তি অস্ট্রেলিয়ার সঙ্গে কোনো এশীয় দেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি। এ ছাড়া এই চুক্তি অস্ট্রেলিয়া এবং চীনের মধ্যে নতুন করে ভাবনা বাড়াবে।
এই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার হানভা কোম্পানি অস্ট্রেলিয়ান আর্মিকে আর্টিলারি অস্ত্র, যুদ্ধযান ও রাডার সরবরাহ করবে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ‘আমি মনে করি কোরিয়ান প্রতিরক্ষা শিল্পের যথেষ্ট সক্ষমতা রয়েছে। নতুন প্রতিরক্ষা চুক্তি অস্ট্রেলিয়ায় ৩০০ জনের কাজের সুযোগ তৈরি করবে।’
স্কট মরিসন আরও বলেন, ‘এটি অস্ট্রেলিয়ার জন্য প্রতিরক্ষা শিল্পের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ আমরা আমাদের সার্বভৌম সক্ষমতা তৈরি করে চলেছি। এই যাত্রায় কোরিয়া একটি গুরুত্বপূর্ণ অংশীদার।’
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন বলেন, তাঁর অস্ট্রেলিয়া পরিদর্শন কোরিয়ার জাতীয় স্বার্থ এবং এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে চীনের সঙ্গেও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। কারণ চীন উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মুন জে ইন বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সম্পর্কের ব্যাপারে বদ্ধপরিকর।’
উল্লেখ্য, করোনা মহামারি শুরুর পর মুন জে ইন প্রথম বিদেশি নেতা হিসেবে সর্বপ্রথম অস্ট্রেলিয়ায় চার দিনের সফরে রয়েছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫