শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পশ্চিম আফগানিস্তান। ভূমিকম্পে নিহত হয়েছেন ২৬ জন। এ ছাড়া আহত হয়েছেন চার জন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশের কাদিস জেলায় ভূমিকম্প হয়। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। এই ভূমিকম্পের দুই ঘণ্টা পর আরেকটি কম্পন অনুভূত হয়। সেটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯।
বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, কাদিস জেলায় বাড়ির ছাদ ধসে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন নারী ও চার শিশু রয়েছে।
মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে উল্লেখ করে বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, উদ্ধারকারী দল যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় ভারী বৃষ্টি হচ্ছিল। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আফগানিস্তানের জরুরিবিষয়ক মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের প্রধান মোল্লা সায়েক বলেন, ভূমিকম্পে সাত শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে মুকর জেলার বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রবল ভূমিকম্পে আফগানিস্তানে ২৮০ জনের মৃত্যু হয়েছিল। সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৫।
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পশ্চিম আফগানিস্তান। ভূমিকম্পে নিহত হয়েছেন ২৬ জন। এ ছাড়া আহত হয়েছেন চার জন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশের কাদিস জেলায় ভূমিকম্প হয়। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। এই ভূমিকম্পের দুই ঘণ্টা পর আরেকটি কম্পন অনুভূত হয়। সেটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯।
বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, কাদিস জেলায় বাড়ির ছাদ ধসে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন নারী ও চার শিশু রয়েছে।
মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে উল্লেখ করে বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, উদ্ধারকারী দল যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় ভারী বৃষ্টি হচ্ছিল। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আফগানিস্তানের জরুরিবিষয়ক মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের প্রধান মোল্লা সায়েক বলেন, ভূমিকম্পে সাত শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে মুকর জেলার বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রবল ভূমিকম্পে আফগানিস্তানে ২৮০ জনের মৃত্যু হয়েছিল। সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৫।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫