জাপানের রাজধানী টোকিও এবং এর আশপাশের অঞ্চলের ৩ কোটি ৭০ লাখ বাসিন্দাকে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি নিভিয়ে রাখতে আহ্বান জানিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় সোমবার বিদ্যুতের ব্যবহার কমাতে এই আহ্বান জানানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাপান সরকার জানিয়েছে—ভয়াবহ দাবদাহ চলায় দেশটিতে বিদ্যুতের উৎপাদন হ্রাস পেতে পারে। ফলে, বিদ্যুতের চাহিদা বাড়তে পারে।
জাপানের অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে স্থানীয় সময় আজ সোমবার বিকেলে তীব্র দাবদাহের কারণে বিদ্যুতের চাহিদা বাড়তে পারে। এ অবস্থায় বিদ্যুতের চাহিদাও বাড়তে
পারে। তাই টোকিও এবং এর আশপাশের অঞ্চলের বাসিন্দাদের বৈদ্যুতিক বাতি ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে।
জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হিট স্ট্রোক এড়াতে লোকজন যেন তাপমাত্রা কমাতে এয়ারকন্ডিশনার এবং ফ্যান ব্যবহার নিশ্চিত করতে পারে এ জন্য জনগণের উচিত হবে অপ্রয়োজনীয় বাতি নিভিয়ে রাখা।
বিগত কয়েক সপ্তাহ ধরেই দেশটির আবহাওয়া কর্মকর্তারা সতর্ক আসছিলেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে বিদ্যুতের চাহিদা বাড়াতে পারে। এর আগের সপ্তাহের শেষ দিকে টোকিওর তাপমাত্র ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। টোকিওর উত্তর–পূর্বাঞ্চলের শহর ইসেসাকিতে তাপমাত্র উঠেছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। জুন মাসের এই তাপমাত্রা জাপানের ইতিহাসে সর্বোচ্চ।
জাপানে জুন মাসে গ্রীষ্মকালের শুরু হলেও সাধারণত তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকে। কিন্তু অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে এই মাসের তাপমাত্রা।
জাপানের রাজধানী টোকিও এবং এর আশপাশের অঞ্চলের ৩ কোটি ৭০ লাখ বাসিন্দাকে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি নিভিয়ে রাখতে আহ্বান জানিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় সোমবার বিদ্যুতের ব্যবহার কমাতে এই আহ্বান জানানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাপান সরকার জানিয়েছে—ভয়াবহ দাবদাহ চলায় দেশটিতে বিদ্যুতের উৎপাদন হ্রাস পেতে পারে। ফলে, বিদ্যুতের চাহিদা বাড়তে পারে।
জাপানের অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে স্থানীয় সময় আজ সোমবার বিকেলে তীব্র দাবদাহের কারণে বিদ্যুতের চাহিদা বাড়তে পারে। এ অবস্থায় বিদ্যুতের চাহিদাও বাড়তে
পারে। তাই টোকিও এবং এর আশপাশের অঞ্চলের বাসিন্দাদের বৈদ্যুতিক বাতি ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে।
জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হিট স্ট্রোক এড়াতে লোকজন যেন তাপমাত্রা কমাতে এয়ারকন্ডিশনার এবং ফ্যান ব্যবহার নিশ্চিত করতে পারে এ জন্য জনগণের উচিত হবে অপ্রয়োজনীয় বাতি নিভিয়ে রাখা।
বিগত কয়েক সপ্তাহ ধরেই দেশটির আবহাওয়া কর্মকর্তারা সতর্ক আসছিলেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে বিদ্যুতের চাহিদা বাড়াতে পারে। এর আগের সপ্তাহের শেষ দিকে টোকিওর তাপমাত্র ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। টোকিওর উত্তর–পূর্বাঞ্চলের শহর ইসেসাকিতে তাপমাত্র উঠেছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। জুন মাসের এই তাপমাত্রা জাপানের ইতিহাসে সর্বোচ্চ।
জাপানে জুন মাসে গ্রীষ্মকালের শুরু হলেও সাধারণত তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকে। কিন্তু অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে এই মাসের তাপমাত্রা।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫