প্রতিনিধি, কলকাতা
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবাদ সংগ্রহ করতে এসে শহীদ হওয়া কলকাতার দুই সাংবাদিককে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানিয়েছে কলকাতা প্রেস ক্লাব। ক্লাবের অনুরোধ, মুক্তিযুদ্ধে ১৩ জন বাংলাদেশি শহীদ সাংবাদিকের সঙ্গে এই দুজনকেও যেন স্বীকৃতি দেওয়া হয়। এরা হলেন দীপক বন্দ্যোপাধ্যায় ও সুরজিত ঘোষাল।
দিল্লিতে বাংলাদেশি দূতাবাসে নিযুক্ত মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদের অভ্যর্থনা এবং কলকাতায় নিযুক্ত প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল ইসলামের বিদায় সংবর্ধনা উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর এ অনুরোধ করেন। তাঁর অনুরোধ, মুক্তিযুদ্ধের দুই ভারতীয় শহীদ সাংবাদিকের স্বীকৃতি দেওয়া উচিত। তাঁর মতে, ১৩ জন শহীদ বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে তাঁদের প্রতি সম্মান জানানোও জরুরি। বিষয়টি বাংলাদেশ সরকারের নজরে আনবেন বলেও উল্লেখ করেন স্নেহাশিস সুর।
জানা যায়, মুক্তিযুদ্ধের সময় কলকাতার দুই তরুণ সাংবাদিক দীপক বন্দ্যোপাধ্যায় ও সুরজিত ঘোষাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ কভার করতে ত্রিপুরার রাজধানী আগরতলা দিয়ে কুমিল্লায় প্রবেশ করেছিলেন। সেখানে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়লে তাঁদের হত্যা করা হয়। কিন্তু মুক্তিযুদ্ধের ৫০ বছর পরেও তাঁরা কোনো স্বীকৃতি পাননি।
ইতিমধ্যেই কলকাতা প্রেস ক্লাবে বসেছে এই দুই সাংবাদিকের স্মৃতি ফলক। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ কলকাতা প্রেস ক্লাবে এ ফলক উন্মোচন করেন। দুই ভারতীয় সাংবাদিকের স্বীকৃতির বিষয়ে প্রতিশ্রুতিও দিয়েছিলেন তথ্যমন্ত্রী। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাব তাঁদের সম্মান জানিয়ে একটি পুস্তিকা প্রকাশ করেছে।
বিদায়ী প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল বাংলাদেশের মুক্তিযুদ্ধে কলকাতা প্রেস ক্লাবের অবদানের কথা উল্লেখ করেন। এই প্রেসক্লাব থেকেই মুক্তিযুদ্ধের খবর বিদেশি মিডিয়ায় ছড়িয়ে পড়ত।
শাবান মাহমুদ আশা প্রকাশ করেন, ভারত ও বাংলাদেশের মৈত্রী আরও সুদৃঢ় হবে। সেই সঙ্গে উভয় দেশের সম্পর্কের উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবাদ সংগ্রহ করতে এসে শহীদ হওয়া কলকাতার দুই সাংবাদিককে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানিয়েছে কলকাতা প্রেস ক্লাব। ক্লাবের অনুরোধ, মুক্তিযুদ্ধে ১৩ জন বাংলাদেশি শহীদ সাংবাদিকের সঙ্গে এই দুজনকেও যেন স্বীকৃতি দেওয়া হয়। এরা হলেন দীপক বন্দ্যোপাধ্যায় ও সুরজিত ঘোষাল।
দিল্লিতে বাংলাদেশি দূতাবাসে নিযুক্ত মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদের অভ্যর্থনা এবং কলকাতায় নিযুক্ত প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল ইসলামের বিদায় সংবর্ধনা উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর এ অনুরোধ করেন। তাঁর অনুরোধ, মুক্তিযুদ্ধের দুই ভারতীয় শহীদ সাংবাদিকের স্বীকৃতি দেওয়া উচিত। তাঁর মতে, ১৩ জন শহীদ বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে তাঁদের প্রতি সম্মান জানানোও জরুরি। বিষয়টি বাংলাদেশ সরকারের নজরে আনবেন বলেও উল্লেখ করেন স্নেহাশিস সুর।
জানা যায়, মুক্তিযুদ্ধের সময় কলকাতার দুই তরুণ সাংবাদিক দীপক বন্দ্যোপাধ্যায় ও সুরজিত ঘোষাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ কভার করতে ত্রিপুরার রাজধানী আগরতলা দিয়ে কুমিল্লায় প্রবেশ করেছিলেন। সেখানে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়লে তাঁদের হত্যা করা হয়। কিন্তু মুক্তিযুদ্ধের ৫০ বছর পরেও তাঁরা কোনো স্বীকৃতি পাননি।
ইতিমধ্যেই কলকাতা প্রেস ক্লাবে বসেছে এই দুই সাংবাদিকের স্মৃতি ফলক। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ কলকাতা প্রেস ক্লাবে এ ফলক উন্মোচন করেন। দুই ভারতীয় সাংবাদিকের স্বীকৃতির বিষয়ে প্রতিশ্রুতিও দিয়েছিলেন তথ্যমন্ত্রী। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাব তাঁদের সম্মান জানিয়ে একটি পুস্তিকা প্রকাশ করেছে।
বিদায়ী প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল বাংলাদেশের মুক্তিযুদ্ধে কলকাতা প্রেস ক্লাবের অবদানের কথা উল্লেখ করেন। এই প্রেসক্লাব থেকেই মুক্তিযুদ্ধের খবর বিদেশি মিডিয়ায় ছড়িয়ে পড়ত।
শাবান মাহমুদ আশা প্রকাশ করেন, ভারত ও বাংলাদেশের মৈত্রী আরও সুদৃঢ় হবে। সেই সঙ্গে উভয় দেশের সম্পর্কের উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫