মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির জোহোর এলাকার সেনাইয়ে এই ঘটনা ঘটে। কুকুরের ওপর নির্যাতন চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সে ভিডিও দেখে ৪৫ বছর বয়সী ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।
মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি কুকুর নির্যাতনের ১৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি একটি কুকুরকে তাড়া করে অজ্ঞাত একটি শক্ত বস্তু দিয়ে আঘাত করছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ঘটনাটি গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৯ মিনিটে সেনাই এলাকার একটি দোকানে ঘটে।
পুলিশ জানায়, কুকুরটি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। স্থানীয় এক ব্যক্তি এর যত্ন নিচ্ছেন।
কুলাই জেলা পুলিশের প্রধান এসিপি তান সেন লি বলেন, ‘পুলিশ একটি ভাইরাল ভিডিওতে কুকুরের ওপর নির্যাতনের ঘটনা দেখেছে। আপডেটইনফো ১১ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মালিক ভিডিওটি আপলোড করেছেন।’
এক বিবৃতিতে এসিপি জানান, স্থানীয় এক ব্যক্তির রিপোর্ট পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। দণ্ডবিধির ধারা ১১৭ অনুসারে অভিযুক্ত ব্যক্তিকে রিমান্ডে নিতে কুলাই ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
এই ঘটনায় দণ্ডবিধির ধারা ৪২৮ এবং প্রাণী কল্যাণ আইন ২০১৫-এর ধারা ২৯ (১) (ক) এর আওতায় তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি তিন বছর কারাদণ্ড ও জরিমানা হতে পারে। আইন অনুযায়ী এ অপরাধে ২০ হাজার রিঙ্গিত থেকে ১ লাখ রিঙ্গিত পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির জোহোর এলাকার সেনাইয়ে এই ঘটনা ঘটে। কুকুরের ওপর নির্যাতন চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সে ভিডিও দেখে ৪৫ বছর বয়সী ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।
মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি কুকুর নির্যাতনের ১৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি একটি কুকুরকে তাড়া করে অজ্ঞাত একটি শক্ত বস্তু দিয়ে আঘাত করছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ঘটনাটি গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৯ মিনিটে সেনাই এলাকার একটি দোকানে ঘটে।
পুলিশ জানায়, কুকুরটি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। স্থানীয় এক ব্যক্তি এর যত্ন নিচ্ছেন।
কুলাই জেলা পুলিশের প্রধান এসিপি তান সেন লি বলেন, ‘পুলিশ একটি ভাইরাল ভিডিওতে কুকুরের ওপর নির্যাতনের ঘটনা দেখেছে। আপডেটইনফো ১১ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মালিক ভিডিওটি আপলোড করেছেন।’
এক বিবৃতিতে এসিপি জানান, স্থানীয় এক ব্যক্তির রিপোর্ট পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। দণ্ডবিধির ধারা ১১৭ অনুসারে অভিযুক্ত ব্যক্তিকে রিমান্ডে নিতে কুলাই ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
এই ঘটনায় দণ্ডবিধির ধারা ৪২৮ এবং প্রাণী কল্যাণ আইন ২০১৫-এর ধারা ২৯ (১) (ক) এর আওতায় তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি তিন বছর কারাদণ্ড ও জরিমানা হতে পারে। আইন অনুযায়ী এ অপরাধে ২০ হাজার রিঙ্গিত থেকে ১ লাখ রিঙ্গিত পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে