একটি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা ইরানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের করা ওই হামলা ঠেকিয়ে দিয়েছে। সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
হামলাটি এমন এক সময়ে হল, যখন ইসরায়েলের রাষ্ট্রপতি প্রথমবারের মতো দেশটিতে সফর করছেন।
এটি নিয়ে গত দুই সপ্তাহে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে তিনবার হামলা চালাল হুতি গোষ্ঠী। হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র আবুধাবিতে জুলফিকার ক্ষেপণাস্ত্র এবং দুবাইতে ড্রোন হামলার কথা স্বীকার করেছেন।
এর আগে, গত ১৭ জানুয়ারি হুতিদের হামলায় আবুধাবিতে তিনটি তেলবাহী ট্রাক বিস্ফোরণে তিনজন নিহত হন। আহত হন আরও ছয়জন। আবুধাবির শিল্প এলাকা মুসাফফাহে ড্রোন ও মিসাইল হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন ভারতীয় এবং একজন পাকিস্তানি নাগরিক ছিলেন।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত সৌদি নেতৃত্বাধীন জোটের অন্যতম অংশীদার। তারা ইয়েমেনের স্থানীয় নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে আসছে। সম্প্রতি তাদের প্রশিক্ষিত একটি দল যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে। অপরদিকে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইরানের মদদপুষ্ট। তাঁরা দীর্ঘদিন ধরেই ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটকে প্রতিহত করে আসছে। আরব আমিরাতে এই হামলা তারই প্রত্যুত্তর বলে মনে করা হচ্ছে।
এই হামলার ফলে ইরান ও ইউএইর মধ্যকার সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা বিশ্লেষকদের।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা ফের শুরু নিয়ে তোড়জোড় চলছে। এই সময়ে আরব আমিরাতের ওপর হুতি গোষ্ঠীর এই ড্রোন হামলা নতুন করে সংকট তৈরি করতে পারে। এটি ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুতিদের চলমান যুদ্ধকে আরও তীব্র করবে।
একটি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা ইরানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের করা ওই হামলা ঠেকিয়ে দিয়েছে। সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
হামলাটি এমন এক সময়ে হল, যখন ইসরায়েলের রাষ্ট্রপতি প্রথমবারের মতো দেশটিতে সফর করছেন।
এটি নিয়ে গত দুই সপ্তাহে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে তিনবার হামলা চালাল হুতি গোষ্ঠী। হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র আবুধাবিতে জুলফিকার ক্ষেপণাস্ত্র এবং দুবাইতে ড্রোন হামলার কথা স্বীকার করেছেন।
এর আগে, গত ১৭ জানুয়ারি হুতিদের হামলায় আবুধাবিতে তিনটি তেলবাহী ট্রাক বিস্ফোরণে তিনজন নিহত হন। আহত হন আরও ছয়জন। আবুধাবির শিল্প এলাকা মুসাফফাহে ড্রোন ও মিসাইল হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন ভারতীয় এবং একজন পাকিস্তানি নাগরিক ছিলেন।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত সৌদি নেতৃত্বাধীন জোটের অন্যতম অংশীদার। তারা ইয়েমেনের স্থানীয় নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে আসছে। সম্প্রতি তাদের প্রশিক্ষিত একটি দল যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে। অপরদিকে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইরানের মদদপুষ্ট। তাঁরা দীর্ঘদিন ধরেই ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটকে প্রতিহত করে আসছে। আরব আমিরাতে এই হামলা তারই প্রত্যুত্তর বলে মনে করা হচ্ছে।
এই হামলার ফলে ইরান ও ইউএইর মধ্যকার সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা বিশ্লেষকদের।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা ফের শুরু নিয়ে তোড়জোড় চলছে। এই সময়ে আরব আমিরাতের ওপর হুতি গোষ্ঠীর এই ড্রোন হামলা নতুন করে সংকট তৈরি করতে পারে। এটি ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুতিদের চলমান যুদ্ধকে আরও তীব্র করবে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫