Ajker Patrika

শ্রীলঙ্কায় সংঘর্ষের মধ্যে ক্ষমতাসীন দলের এমপি নিহত

আপডেট : ০৯ মে ২০২২, ২২: ৩৪
শ্রীলঙ্কায় সংঘর্ষের মধ্যে ক্ষমতাসীন দলের এমপি নিহত

সরকার বিরোধীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের এক পার্লামেন্ট সদস্য (এমপি) নিহত হয়েছেন। আজ সোমবার শ্রীলঙ্কার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

আজ সকালে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষকে পদত্যাগ না করার আহ্বান জানিয়ে তাঁর সরকারি বাসভবন টেম্পল ট্রির বিপরীতে একটি বিক্ষোভ করে। 

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পরই তাঁরা টেম্পল ট্রির কাছে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত অন্তত ১৬ জনকে কলম্বো ন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়েছে। এ সময়ই এমপি আহত হন। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিত্তামবুয়া এলাকায় এমপি অমরাকীর্তিকে বহনকারী গাড়ির গতিরোধ করেন দুই ব্যক্তি। এমপি তখন এলোপাতাড়ি গুলি ছুড়েন। তিনি পাশের একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন। পরে ঘটনাস্থলে তাঁকে মৃত্যু অবস্থায় পাওয়া যায়।

এই ঘটনার পর প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে সাধারণ জনগণকে সংযম অবলম্বনের আহ্বান জানিয়ে একটি টুইট করেন। এপরপরই পদত্যাগের ঘোষণা দেন তিনি। 

মাহিন্দা রাজাপক্ষে টুইটে বলেন, ‘দেশে এখন অতি আবেগে সবাই ভাসছে। আমি আমাদের সাধারণ জনগণকে সংযম অবলম্বনের জন্য অনুরোধ করছি। মনে রাখবেন, সহিংসতা শুধু সহিংসতার জন্ম দেয়। আমরা যে অর্থনৈতিক সংকটের মধ্যে আছি তার একটি বাস্তবসম্মত সমাধান প্রয়োজন। এই প্রশাসন এই সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

মাহিন্দার টুইটের প্রতিক্রিয়ায় শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা লিখেছেন, ‘শুধু সহিংসতা আপনার সমর্থকদের দ্বারা সংঘটিত হয়েছে—ক্যাডার এবং গুন্ডারা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আক্রমণ করার আগে আপনার অফিসে এসেছিল।’ 

বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে শ্রীলঙ্কা ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটে পড়েছে। জ্বালানি, খাদ্য এবং ওষুধের মতো প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহে চরম ঘাটতি দেখা দিয়েছে। সরকার ও আইন প্রণেতাদের জরুরি সমাধান খোঁজার আহ্বান জানিয়ে কয়েকদিন ধরে দেশব্যাপী বিক্ষোভ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত