গেল মাসে উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে দেশটির একাধিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন জন ইল হো, ইউ জিন এবং কিম সু গিল। এর আগে গত এপ্রিলে তাদের নিষেধাজ্ঞার আওতায় আনার জন্য মনোনীত করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার ওই কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে মার্কিন নাগরিক বা ব্যবসা প্রতিষ্ঠান তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেন করতে পারবে না।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, একজন তাইওয়ান ও একজন সিঙ্গাপুরের নাগরিকসহ আটজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাঁরা সবাই উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত এবং ইতিমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞায় রয়েছেন।
এদিকে উত্তর কোরিয়ার ‘উসকানিমূলক’ কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় দেশটির তিনটি প্রতিষ্ঠান—কোরিয়া হেইগুমগাং ট্রেডিং, কোরিয়া নামগাং ট্রেডিং এবং লাজারাস গ্রুপের ও কিম সু ইল নামের এক ব্যক্তির সম্পদ জব্দ করছে জাপান। বিষয়টি জানিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানার মতো ক্ষমতাসম্পন্ন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। চলতি বছর সব মিলিয়ে অর্ধশতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটি।
গেল মাসে উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে দেশটির একাধিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন জন ইল হো, ইউ জিন এবং কিম সু গিল। এর আগে গত এপ্রিলে তাদের নিষেধাজ্ঞার আওতায় আনার জন্য মনোনীত করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার ওই কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে মার্কিন নাগরিক বা ব্যবসা প্রতিষ্ঠান তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেন করতে পারবে না।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, একজন তাইওয়ান ও একজন সিঙ্গাপুরের নাগরিকসহ আটজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাঁরা সবাই উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত এবং ইতিমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞায় রয়েছেন।
এদিকে উত্তর কোরিয়ার ‘উসকানিমূলক’ কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় দেশটির তিনটি প্রতিষ্ঠান—কোরিয়া হেইগুমগাং ট্রেডিং, কোরিয়া নামগাং ট্রেডিং এবং লাজারাস গ্রুপের ও কিম সু ইল নামের এক ব্যক্তির সম্পদ জব্দ করছে জাপান। বিষয়টি জানিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানার মতো ক্ষমতাসম্পন্ন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। চলতি বছর সব মিলিয়ে অর্ধশতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫