চীনের সিচুয়ান প্রদেশে প্রবল বৃষ্টিপাতের কারণে রাতারাতি ৪৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
গ্লোবাল টাইমস জানিয়েছে, সিচুয়ান প্রদেশের চেংডু, গুয়াংইয়ুয়ান এবং গারজে তিব্বতসহ সাতটি শহর ও এর আশপাশের এলাকায় গত শনিবার থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ সপ্তাহের শেষে সিচুয়ান শহর ও এর আশপাশের এলাকা এবং চেংডুর উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়বে। এ ছাড়া মিয়ানয়াং, ইয়াআন, গুয়াংইয়ুয়ান, দেয়াং, আবা ও গারজে এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
স্থানীয় সময় শনিবার বিকেল ৫টা থেকে রোববার সকাল সাড়ে ৭টা পর্যন্ত চেংডুর শিলিং স্নো মাউন্টেন স্কি রিসোর্টে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, যা ১৬৫ দশমিক ১ মিলিমিটারে পৌঁছেছে। চীনের কেন্দ্রীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়ে রোববার সকাল থেকে এ এলাকায় ‘নীল সতর্কতা’ জারি করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ক্রমশ বাড়তে থাকা উচ্চ তাপমাত্রা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়িয়েছে। তীব্র খরার কারণে সিচুয়ানসহ এসব এলাকার মাটি শক্ত হয়ে ফেটে গেছে। এখন ভারী বৃষ্টিপাতের কারণে কাদা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা দেখা দিয়েছে।
এদিকে দেশটির ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার (এনএমসি) রোববার সকালে পূর্ব সিচুয়ানসহ দেশের আরও কিছু এলাকায় উচ্চ তাপমাত্রার জন্য ‘হলুদ সতর্কতা’ জারি করেছে। সেখানে এখন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি।
ছয় দশকের মধ্যে চীনে বর্তমানে সবচেয়ে খারাপ তাপপ্রবাহ চলছে। অস্বাভাবিক তাপপ্রবাহ দেশটির অর্থনৈতিক চ্যালেঞ্জকে আরও গভীর করছে। চীনা কর্মকর্তারা বলেছেন, চলতি বছরে দেশটি ৫ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা মিস করতে পারে। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য দশমিক ৪ শতাংশে নেমে এসেছে।
ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছে, চীনের এগারোটি প্রদেশে বর্তমানে ১০৪ ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রার জন্য সতর্কতা জারি করা হয়েছে।
চীনের সিচুয়ান প্রদেশে প্রবল বৃষ্টিপাতের কারণে রাতারাতি ৪৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
গ্লোবাল টাইমস জানিয়েছে, সিচুয়ান প্রদেশের চেংডু, গুয়াংইয়ুয়ান এবং গারজে তিব্বতসহ সাতটি শহর ও এর আশপাশের এলাকায় গত শনিবার থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ সপ্তাহের শেষে সিচুয়ান শহর ও এর আশপাশের এলাকা এবং চেংডুর উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়বে। এ ছাড়া মিয়ানয়াং, ইয়াআন, গুয়াংইয়ুয়ান, দেয়াং, আবা ও গারজে এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
স্থানীয় সময় শনিবার বিকেল ৫টা থেকে রোববার সকাল সাড়ে ৭টা পর্যন্ত চেংডুর শিলিং স্নো মাউন্টেন স্কি রিসোর্টে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, যা ১৬৫ দশমিক ১ মিলিমিটারে পৌঁছেছে। চীনের কেন্দ্রীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়ে রোববার সকাল থেকে এ এলাকায় ‘নীল সতর্কতা’ জারি করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ক্রমশ বাড়তে থাকা উচ্চ তাপমাত্রা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়িয়েছে। তীব্র খরার কারণে সিচুয়ানসহ এসব এলাকার মাটি শক্ত হয়ে ফেটে গেছে। এখন ভারী বৃষ্টিপাতের কারণে কাদা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা দেখা দিয়েছে।
এদিকে দেশটির ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার (এনএমসি) রোববার সকালে পূর্ব সিচুয়ানসহ দেশের আরও কিছু এলাকায় উচ্চ তাপমাত্রার জন্য ‘হলুদ সতর্কতা’ জারি করেছে। সেখানে এখন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি।
ছয় দশকের মধ্যে চীনে বর্তমানে সবচেয়ে খারাপ তাপপ্রবাহ চলছে। অস্বাভাবিক তাপপ্রবাহ দেশটির অর্থনৈতিক চ্যালেঞ্জকে আরও গভীর করছে। চীনা কর্মকর্তারা বলেছেন, চলতি বছরে দেশটি ৫ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা মিস করতে পারে। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য দশমিক ৪ শতাংশে নেমে এসেছে।
ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছে, চীনের এগারোটি প্রদেশে বর্তমানে ১০৪ ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রার জন্য সতর্কতা জারি করা হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫