ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি প্রাথমিক স্কুলের বাইরে ভয়াবহ বোমা হামলায় নিহত শিক্ষার্থীদের দাফন সম্পন্ন হয়েছে। গত শনিবারের ওই হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই ছিল স্কুলছাত্রী । যারা স্কুল থেকে বের হওয়ার পরই বিস্ফোরণে নিহত হয়।
এই বিস্ফোরণের জন্য তালেবানকে দায়ী করেছে আফগানিস্তান সরকার। তবে জঙ্গিগোষ্ঠী তালেবান এই হামলার দায় অস্বীকার করেছে।
কী কারণে এই হামলা চালানো হলো, তা এখনো জানা যায়নি। শনিবার পশ্চিম কাবুলের সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধুষ্যিত এলাকায় হামলা চালানো হয়। এটি শিয়া মুসলিমদের একটি সম্প্রদায় ।
এই হামলাকে ভয়ংকর হামলা বলে আখ্যায়িত করে টুইট করেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। টুইট বার্তায় তিনি বলেন, কাবুলের স্কুলে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
বিবিসির প্রতিবেদনে বলা হয় , প্রথম মরদেহটি কাবুলের 'মারটায়ার্স সিমেট্রি'তে দাফন হয়। এই কবরস্থানটিতে হাজারা সম্প্রদায়ের মানুষেরাই তাঁদের দাফন সম্পন্ন করে থাকেন।
একজন বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘হামলার পর আমি দ্রুত ঘটনাস্থলে যাই। মরদেহগুলো স্কুলছাত্রীদের ছিল। একটির ওপর আরেকটি মরদেহ পড়ে ছিল।’
এই ভয়াবহ বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়ার জাহরা নামের এক বালিকা সাংবাদিকদের বলে, ‘আমার বান্ধবীর মৃত্যু হয়েছে। সেখানে একটির পর একটি বিস্ফোরণ হচ্ছিল।’ অনেকে চিৎকার করছিল তখন।
আফগান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কাবুলে শনিবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১৫০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, হামলাটি এমন সময় চালানো হলো যখন ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা নিয়ে ব্যস্ত ছিলেন স্থানীয়রা।
এদিকে গতকাল রোববার তালেবানের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের অস্ত্রবিরতি ঘোষণা করা হয়েছে।
ঠিক এক বছর আগে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্থানীয় হাসপাতালের প্রসূতি বিভাগে বোমা হামলা চালানো হয়েছিল। ওই হামলার নারী এবং শিশুসহ ২৪ জন নিহত হয়েছিলেন।
ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি প্রাথমিক স্কুলের বাইরে ভয়াবহ বোমা হামলায় নিহত শিক্ষার্থীদের দাফন সম্পন্ন হয়েছে। গত শনিবারের ওই হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই ছিল স্কুলছাত্রী । যারা স্কুল থেকে বের হওয়ার পরই বিস্ফোরণে নিহত হয়।
এই বিস্ফোরণের জন্য তালেবানকে দায়ী করেছে আফগানিস্তান সরকার। তবে জঙ্গিগোষ্ঠী তালেবান এই হামলার দায় অস্বীকার করেছে।
কী কারণে এই হামলা চালানো হলো, তা এখনো জানা যায়নি। শনিবার পশ্চিম কাবুলের সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধুষ্যিত এলাকায় হামলা চালানো হয়। এটি শিয়া মুসলিমদের একটি সম্প্রদায় ।
এই হামলাকে ভয়ংকর হামলা বলে আখ্যায়িত করে টুইট করেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। টুইট বার্তায় তিনি বলেন, কাবুলের স্কুলে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
বিবিসির প্রতিবেদনে বলা হয় , প্রথম মরদেহটি কাবুলের 'মারটায়ার্স সিমেট্রি'তে দাফন হয়। এই কবরস্থানটিতে হাজারা সম্প্রদায়ের মানুষেরাই তাঁদের দাফন সম্পন্ন করে থাকেন।
একজন বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘হামলার পর আমি দ্রুত ঘটনাস্থলে যাই। মরদেহগুলো স্কুলছাত্রীদের ছিল। একটির ওপর আরেকটি মরদেহ পড়ে ছিল।’
এই ভয়াবহ বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়ার জাহরা নামের এক বালিকা সাংবাদিকদের বলে, ‘আমার বান্ধবীর মৃত্যু হয়েছে। সেখানে একটির পর একটি বিস্ফোরণ হচ্ছিল।’ অনেকে চিৎকার করছিল তখন।
আফগান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কাবুলে শনিবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১৫০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, হামলাটি এমন সময় চালানো হলো যখন ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা নিয়ে ব্যস্ত ছিলেন স্থানীয়রা।
এদিকে গতকাল রোববার তালেবানের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের অস্ত্রবিরতি ঘোষণা করা হয়েছে।
ঠিক এক বছর আগে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্থানীয় হাসপাতালের প্রসূতি বিভাগে বোমা হামলা চালানো হয়েছিল। ওই হামলার নারী এবং শিশুসহ ২৪ জন নিহত হয়েছিলেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫