অনলাইন ডেস্ক
ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভির।
ট্রাম্প বলেন, ‘বাস্তবে (যুদ্ধ) বিমান ভূপাতিত করা হয়েছে। পাঁচটা, পাঁচটা, চারটা বা পাঁচটা—তবে আমার মনে হয় পাঁচটা বিমান ভূপাতিত হয়েছিল।’ যদিও তিনি স্পষ্ট করে বলেননি, কোন দেশের যুদ্ধবিমান সেগুলো।
ট্রাম্পের এই বক্তব্যের পর ফের আলোচনায় এসেছে পাকিস্তানে চালানো ভারতের ‘অপারেশন সিঁদুর’। গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের ভূখণ্ডে এই অপারেশন চালায়। ওই হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। এর জেরে ৭ মে রাতে উভয় দেশের মধ্যে শুরু হয় বিমান, ক্ষেপণাস্ত্র ও স্থল হামলা,যা চলে টানা চার দিন।
পাকিস্তানের দাবি, তারা সংঘাতে ভারতের তিনটি রাফালসহ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং কয়েকজন ভারতীয় পাইলটকে আটক করেছে। তবে এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেনি ইসলামাবাদ। ভারত এখনো নির্দিষ্ট করে ক্ষয়ক্ষতির তথ্য না জানালেও দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান স্বীকার করেছেন, কিছু বিমান হারিয়েছে ভারত। তবে পাকিস্তানের ‘পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত’ করার দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন তিনি।
চৌহান বলেন, ‘প্রশ্ন হলো, বিমানের পতন নয়, বরং কেন সেগুলো ভূপাতিত হয়েছিল, সেটা গুরুত্বপূর্ণ। সংখ্যা নয়, কৌশল ছিল আসল।’ তিনি জানান, ভারত পরবর্তী পর্যায়ে পাকিস্তানের ভেতরে ৩০০ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত বিমানঘাঁটিতে নিখুঁত হামলা চালিয়েছে।
এদিকে রাফাল যুদ্ধবিমানের নির্মাতা ফরাসি কোম্পানি ড্যাসল্ট অ্যাভিয়েশনের চেয়ারম্যান এরিক ত্রাপিয়ের পাকিস্তানের দাবি নাকচ করে বলেন, ‘তাদের বক্তব্য সত্য নয়। পাকিস্তান বলছে তারা তিনটি রাফাল ভূপাতিত করেছে—এটা ভিত্তিহীন।’
এই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার কথা দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা অনেক যুদ্ধ থামিয়েছি। ভারত ও পাকিস্তানের মধ্যকার এই যুদ্ধও আমরা থামিয়েছি। তারা দুই পারমাণবিক শক্তিধর দেশ, যাদের মধ্যে সংঘাত বাড়ছিল। আমরা বলেছি, যুদ্ধ চালালে কোনো বাণিজ্যচুক্তি হবে না।’
তবে ট্রাম্পের এই বক্তব্য নাকচ করেছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, সংঘাতের অবসান হয়েছে পুরোপুরি দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে। কোনো বিদেশি শক্তি এতে হস্তক্ষেপ করেনি। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অপারেশন সিঁদুরের’ সময় তিন বাহিনী সমন্বিতভাবে ‘সন্ত্রাসী অবকাঠামো ও সামরিক স্থাপনায়’ হামলা চালায়। ১১ মে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সব পাইলট নিরাপদে দেশে ফিরে এসেছেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভির।
ট্রাম্প বলেন, ‘বাস্তবে (যুদ্ধ) বিমান ভূপাতিত করা হয়েছে। পাঁচটা, পাঁচটা, চারটা বা পাঁচটা—তবে আমার মনে হয় পাঁচটা বিমান ভূপাতিত হয়েছিল।’ যদিও তিনি স্পষ্ট করে বলেননি, কোন দেশের যুদ্ধবিমান সেগুলো।
ট্রাম্পের এই বক্তব্যের পর ফের আলোচনায় এসেছে পাকিস্তানে চালানো ভারতের ‘অপারেশন সিঁদুর’। গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের ভূখণ্ডে এই অপারেশন চালায়। ওই হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। এর জেরে ৭ মে রাতে উভয় দেশের মধ্যে শুরু হয় বিমান, ক্ষেপণাস্ত্র ও স্থল হামলা,যা চলে টানা চার দিন।
পাকিস্তানের দাবি, তারা সংঘাতে ভারতের তিনটি রাফালসহ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং কয়েকজন ভারতীয় পাইলটকে আটক করেছে। তবে এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেনি ইসলামাবাদ। ভারত এখনো নির্দিষ্ট করে ক্ষয়ক্ষতির তথ্য না জানালেও দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান স্বীকার করেছেন, কিছু বিমান হারিয়েছে ভারত। তবে পাকিস্তানের ‘পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত’ করার দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন তিনি।
চৌহান বলেন, ‘প্রশ্ন হলো, বিমানের পতন নয়, বরং কেন সেগুলো ভূপাতিত হয়েছিল, সেটা গুরুত্বপূর্ণ। সংখ্যা নয়, কৌশল ছিল আসল।’ তিনি জানান, ভারত পরবর্তী পর্যায়ে পাকিস্তানের ভেতরে ৩০০ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত বিমানঘাঁটিতে নিখুঁত হামলা চালিয়েছে।
এদিকে রাফাল যুদ্ধবিমানের নির্মাতা ফরাসি কোম্পানি ড্যাসল্ট অ্যাভিয়েশনের চেয়ারম্যান এরিক ত্রাপিয়ের পাকিস্তানের দাবি নাকচ করে বলেন, ‘তাদের বক্তব্য সত্য নয়। পাকিস্তান বলছে তারা তিনটি রাফাল ভূপাতিত করেছে—এটা ভিত্তিহীন।’
এই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার কথা দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা অনেক যুদ্ধ থামিয়েছি। ভারত ও পাকিস্তানের মধ্যকার এই যুদ্ধও আমরা থামিয়েছি। তারা দুই পারমাণবিক শক্তিধর দেশ, যাদের মধ্যে সংঘাত বাড়ছিল। আমরা বলেছি, যুদ্ধ চালালে কোনো বাণিজ্যচুক্তি হবে না।’
তবে ট্রাম্পের এই বক্তব্য নাকচ করেছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, সংঘাতের অবসান হয়েছে পুরোপুরি দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে। কোনো বিদেশি শক্তি এতে হস্তক্ষেপ করেনি। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অপারেশন সিঁদুরের’ সময় তিন বাহিনী সমন্বিতভাবে ‘সন্ত্রাসী অবকাঠামো ও সামরিক স্থাপনায়’ হামলা চালায়। ১১ মে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সব পাইলট নিরাপদে দেশে ফিরে এসেছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে