আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে ফিরেছেন দেশটির পুলিশ বাহিনীর সদস্যরা। গত রোববার কর্মকর্তারা এমনটি জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের সরকার উৎখাত হওয়ার পর থেকে পুলিশ সদস্যরা তাঁদের দায়িত্ব থেকে সরে যান।
দুজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গত শনিবার তাঁরা কাজে ফিরেছেন। তালেবান কমান্ডাররাই তাঁদের ফোন দিয়েছেন।
গত রোববার কাবুল বিমানবন্দরের পরিস্থিতি সরেজমিনে দেখতে যান এএফপির একজন প্রতিবেদক। তিনি সেখানে অভ্যন্তরীণ টার্মিনালসহ বিমানবন্দরের বাইরের বেশ কয়েকটি প্রধান প্রধান ভবনের পাশে চেক পয়েন্টে পুলিশ সদস্যদের টহল দিতে দেখতে পান।
নাম প্রকাশ না করার শর্তে আফগান পুলিশের একজন সদস্য বলেন, `আমি দুই সপ্তাহ পরে কাজে ফিরেছি। আমাকে তালেবান কমান্ডাররা ফোন দিয়ে কাজে ফিরতে বলেছেন।'
আরেক পুলিশ কর্মকর্তা বলেন, `একজন সিনিয়র তালেবান কমান্ডারের কাছ থেকে কাজে যোগ দেওয়ার আহ্বান পেয়ে আমি এখানে এসেছি। গতকাল খুব ভালো দিন ছিল। মানুষকে আবারও সেবা করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক বাহিনী গত ৩০ আগস্ট পর্যন্ত কাবুল থেকে দুই সপ্তাহের অভিযানে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়। বিশৃঙ্খলপূর্ণভাবে লোকজনকে সরিয়ে নেওয়ার পর কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ধ্বংসস্তূপে পরিণত হয়, বন্ধ হয়ে যায় সব ধরনের বিমানের চলাচল। সাবেক আফগান সরকারের পক্ষ হয়ে যাঁরা কাজ করেছেন, তাঁদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান।
সম্প্রতি কাতার এয়ারওয়েজ চলতি সপ্তাহে কাবুল থেকে চার্টার ফ্লাইট পরিচালনা করেছে, যার মধ্যে ২৫০ জন বিদেশি নাগরিক ছিল। গত সপ্তাহে আফগানিস্তানে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে।
এএফপি জানিয়েছে, সোমবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান কাবুলে পৌঁছানোর পর সেখান থেকে যাত্রী নিয়ে ইসলামাবাদে ফিরে গেছে। খুব শিগগিরই পাকিস্তান ইসলামাবাদ থেকে কাবুলের ফ্লাইট চালু করবে বলে জানা গেছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে ফিরেছেন দেশটির পুলিশ বাহিনীর সদস্যরা। গত রোববার কর্মকর্তারা এমনটি জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের সরকার উৎখাত হওয়ার পর থেকে পুলিশ সদস্যরা তাঁদের দায়িত্ব থেকে সরে যান।
দুজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গত শনিবার তাঁরা কাজে ফিরেছেন। তালেবান কমান্ডাররাই তাঁদের ফোন দিয়েছেন।
গত রোববার কাবুল বিমানবন্দরের পরিস্থিতি সরেজমিনে দেখতে যান এএফপির একজন প্রতিবেদক। তিনি সেখানে অভ্যন্তরীণ টার্মিনালসহ বিমানবন্দরের বাইরের বেশ কয়েকটি প্রধান প্রধান ভবনের পাশে চেক পয়েন্টে পুলিশ সদস্যদের টহল দিতে দেখতে পান।
নাম প্রকাশ না করার শর্তে আফগান পুলিশের একজন সদস্য বলেন, `আমি দুই সপ্তাহ পরে কাজে ফিরেছি। আমাকে তালেবান কমান্ডাররা ফোন দিয়ে কাজে ফিরতে বলেছেন।'
আরেক পুলিশ কর্মকর্তা বলেন, `একজন সিনিয়র তালেবান কমান্ডারের কাছ থেকে কাজে যোগ দেওয়ার আহ্বান পেয়ে আমি এখানে এসেছি। গতকাল খুব ভালো দিন ছিল। মানুষকে আবারও সেবা করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক বাহিনী গত ৩০ আগস্ট পর্যন্ত কাবুল থেকে দুই সপ্তাহের অভিযানে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়। বিশৃঙ্খলপূর্ণভাবে লোকজনকে সরিয়ে নেওয়ার পর কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ধ্বংসস্তূপে পরিণত হয়, বন্ধ হয়ে যায় সব ধরনের বিমানের চলাচল। সাবেক আফগান সরকারের পক্ষ হয়ে যাঁরা কাজ করেছেন, তাঁদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান।
সম্প্রতি কাতার এয়ারওয়েজ চলতি সপ্তাহে কাবুল থেকে চার্টার ফ্লাইট পরিচালনা করেছে, যার মধ্যে ২৫০ জন বিদেশি নাগরিক ছিল। গত সপ্তাহে আফগানিস্তানে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে।
এএফপি জানিয়েছে, সোমবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান কাবুলে পৌঁছানোর পর সেখান থেকে যাত্রী নিয়ে ইসলামাবাদে ফিরে গেছে। খুব শিগগিরই পাকিস্তান ইসলামাবাদ থেকে কাবুলের ফ্লাইট চালু করবে বলে জানা গেছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে