অনলাইন ডেস্ক
দেশজুড়ে নাগরিকদের সরাসরি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং। জনগণের সার্বভৌমত্ব ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থাকে এগিয়ে নিতে তিনি ‘পাবলিক রেফারেল সিস্টেম’ নামে এই অভিনব উদ্যোগ চালু করেছেন।
বুধবার (১১ জুন) যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, নতুন উদ্যোগে ১০ থেকে ১৬ জুনের মধ্যে মন্ত্রিসভার সদস্য, উপমন্ত্রী বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রধানদের জন্য প্রার্থী সুপারিশ করতে পারবেন ১৪ বছর বা এর বেশি বয়সী দক্ষিণ কোরিয়ার যে কোনো নাগরিক। এ ক্ষেত্রে প্রার্থীদের নাম, যোগাযোগের তথ্য, দক্ষতার ক্ষেত্র ও মনোনয়নের কারণসহ প্রয়োজনীয় তথ্য জমা দেওয়া যাবে প্রেসিডেন্টের সোশ্যাল মিডিয়া, ইমেইল অথবা কর্মী ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। চাইলে নিজেকেও মনোনয়ন দেওয়া যাবে।
১০ জুন ফেসবুক পোস্টে প্রেসিডেন্ট লি লিখেছেন, ‘সত্যিকারের গণতন্ত্র শুরু হয় যখন নাগরিকেরা তাদের সার্বভৌমত্ব চর্চা করে, অংশ নেয় এবং পরিবর্তন আনে।’
জানা গেছে, সাধারণ মানুষের সুপারিশে প্রাপ্ত মনোনয়নগুলো জাতীয় মানবসম্পদ ডেটাবেইসে সংরক্ষণ করা হবে এবং একটি অভ্যন্তরীণ যাচাই প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। এই যাচাই প্রক্রিয়ায় সিভিল সার্ভিস শৃঙ্খলা বিভাগের সচিব ও উন্মুক্ত মূল্যায়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকবে।
এই উদ্যোগটি ছিল প্রেসিডেন্ট লির নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনে সরাসরি প্রশ্ন করার পরিকল্পনাও এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নাগরিকের পরামর্শ থেকে।
এদিকে ১০ জুন অর্থনীতি, পররাষ্ট্র ও শিল্পখাতে ছয়জন নতুন উপমন্ত্রী নিয়োগ দিয়েছেন লি জে মিয়ং—যা তাঁর প্রস্তাবিত পাবলিক রেফারেল সিস্টেমের বাইরেই হয়েছে। উপমন্ত্রীর ক্ষেত্রে সংসদীয় শুনানির প্রয়োজন পড়ে না।
উল্লেখ্য, প্রেসিডেন্ট লি বর্তমানে অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের নিয়োগ দেওয়া মন্ত্রীদের সঙ্গেই কাজ করছেন। ইউন গত ডিসেম্বরে মার্শাল ল’ ঘোষণা করার চেষ্টা করায় সাংবিধানিক আদালত তাঁকে অপসারণ করে।
দেশজুড়ে নাগরিকদের সরাসরি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং। জনগণের সার্বভৌমত্ব ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থাকে এগিয়ে নিতে তিনি ‘পাবলিক রেফারেল সিস্টেম’ নামে এই অভিনব উদ্যোগ চালু করেছেন।
বুধবার (১১ জুন) যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, নতুন উদ্যোগে ১০ থেকে ১৬ জুনের মধ্যে মন্ত্রিসভার সদস্য, উপমন্ত্রী বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রধানদের জন্য প্রার্থী সুপারিশ করতে পারবেন ১৪ বছর বা এর বেশি বয়সী দক্ষিণ কোরিয়ার যে কোনো নাগরিক। এ ক্ষেত্রে প্রার্থীদের নাম, যোগাযোগের তথ্য, দক্ষতার ক্ষেত্র ও মনোনয়নের কারণসহ প্রয়োজনীয় তথ্য জমা দেওয়া যাবে প্রেসিডেন্টের সোশ্যাল মিডিয়া, ইমেইল অথবা কর্মী ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। চাইলে নিজেকেও মনোনয়ন দেওয়া যাবে।
১০ জুন ফেসবুক পোস্টে প্রেসিডেন্ট লি লিখেছেন, ‘সত্যিকারের গণতন্ত্র শুরু হয় যখন নাগরিকেরা তাদের সার্বভৌমত্ব চর্চা করে, অংশ নেয় এবং পরিবর্তন আনে।’
জানা গেছে, সাধারণ মানুষের সুপারিশে প্রাপ্ত মনোনয়নগুলো জাতীয় মানবসম্পদ ডেটাবেইসে সংরক্ষণ করা হবে এবং একটি অভ্যন্তরীণ যাচাই প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। এই যাচাই প্রক্রিয়ায় সিভিল সার্ভিস শৃঙ্খলা বিভাগের সচিব ও উন্মুক্ত মূল্যায়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকবে।
এই উদ্যোগটি ছিল প্রেসিডেন্ট লির নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনে সরাসরি প্রশ্ন করার পরিকল্পনাও এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নাগরিকের পরামর্শ থেকে।
এদিকে ১০ জুন অর্থনীতি, পররাষ্ট্র ও শিল্পখাতে ছয়জন নতুন উপমন্ত্রী নিয়োগ দিয়েছেন লি জে মিয়ং—যা তাঁর প্রস্তাবিত পাবলিক রেফারেল সিস্টেমের বাইরেই হয়েছে। উপমন্ত্রীর ক্ষেত্রে সংসদীয় শুনানির প্রয়োজন পড়ে না।
উল্লেখ্য, প্রেসিডেন্ট লি বর্তমানে অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের নিয়োগ দেওয়া মন্ত্রীদের সঙ্গেই কাজ করছেন। ইউন গত ডিসেম্বরে মার্শাল ল’ ঘোষণা করার চেষ্টা করায় সাংবিধানিক আদালত তাঁকে অপসারণ করে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে