Ajker Patrika

কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারতে চায় বিজেপি! অভিযোগ এবার এমপির বিরুদ্ধে

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৫: ৪৯
কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারতে চায় বিজেপি! অভিযোগ এবার এমপির বিরুদ্ধে

ভারতের পাঞ্জাব রাজ্যে কৃষক বিক্ষোভে গাড়িচাপায় কমপক্ষে একজন আহত হয়েছেন। বিজেপির সংসদ সদস্য নায়াব সাইনির বিরুদ্ধে কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের আম্বালা শহরের কাছে নারায়ণগড় এলাকার একটি সরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। 

বিজেপির লোকসভার সংসদ সদস্য নায়াব সাইনি। এনডিটিভি জানায়, নায়াব সাইনি ও বিজেপির কিছু নেতাকর্মী একটি অনুষ্ঠানে যোগ দিতে আম্বালায় যাচ্ছিলেন। এর প্রতিবাদ জানান কৃষকেরা। তখনই গাড়িচাপার ঘটনা ঘটে। 

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশ রাজ্যে কৃষক বিক্ষোভে গাড়িচাপায় আটজন নিহত হন। এর মধ্যে চারজনই ছিলেন কৃষক। অভিযোগ উঠেছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আকাশ মিশ্রর গাড়ির চাপায় ওই আটজন মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত