আজকের পত্রিকা ডেস্ক
আবার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উনের উপস্থিতিতে গত বৃহস্পতিবার এই পরীক্ষা চালানো হয়। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এর আগে তারা যত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, তার মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী।
দক্ষিণ কোরিয়া ও জাপানি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি ৮৬ মিনিট উড্ডয়নের পর সাগরে গিয়ে পড়ে। কোনো ক্ষেপণাস্ত্র এত দীর্ঘ সময় ধরে ওড়ার রেকর্ড এটি প্রথম।
এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া। সেটি ৭৩ মিনিট উড়ে প্রায় এক হাজার কিলোমিটার পাড়ি দিয়েছিল। এবারের ক্ষেপণাস্ত্রটি কিছু ঊর্ধ্বমুখী করে পরীক্ষার জন্য ছোড়া হয়েছে। তাতে এটি প্রায় সাত হাজার কিলোমিটার পর্যন্ত উড়ে গেছে। এর অর্থ হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র যদি আরও নিচু করে ছোড়া হতো, তাহলে আরও বেশি পথ অতিক্রম করত।
জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এই পরীক্ষা এমন সময়ে চালানো হয়েছে, যখন দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। দক্ষিণ কোরিয়া আগেই সতর্ক করেছিল, যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন ঘনিয়ে আসার সময়টিকে কাজে লাগিয়ে উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘এই পরীক্ষার মাধ্যমে শত্রুদের প্রতি আমাদের জবাব দেওয়ার ইচ্ছা প্রতিফলিত হয়েছে। আমি জোর দিয়ে বলতে চাই, পারমাণবিক অস্ত্র শক্তিশালী করার জন্য আমাদের যে পদক্ষেপ, তার কখনো পরিবর্তন হবে না।’ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘যথাযথ সামরিক পদক্ষেপ’ হিসেবেও বর্ণনা করেন তিনি।
আবার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উনের উপস্থিতিতে গত বৃহস্পতিবার এই পরীক্ষা চালানো হয়। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এর আগে তারা যত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, তার মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী।
দক্ষিণ কোরিয়া ও জাপানি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি ৮৬ মিনিট উড্ডয়নের পর সাগরে গিয়ে পড়ে। কোনো ক্ষেপণাস্ত্র এত দীর্ঘ সময় ধরে ওড়ার রেকর্ড এটি প্রথম।
এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া। সেটি ৭৩ মিনিট উড়ে প্রায় এক হাজার কিলোমিটার পাড়ি দিয়েছিল। এবারের ক্ষেপণাস্ত্রটি কিছু ঊর্ধ্বমুখী করে পরীক্ষার জন্য ছোড়া হয়েছে। তাতে এটি প্রায় সাত হাজার কিলোমিটার পর্যন্ত উড়ে গেছে। এর অর্থ হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র যদি আরও নিচু করে ছোড়া হতো, তাহলে আরও বেশি পথ অতিক্রম করত।
জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এই পরীক্ষা এমন সময়ে চালানো হয়েছে, যখন দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। দক্ষিণ কোরিয়া আগেই সতর্ক করেছিল, যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন ঘনিয়ে আসার সময়টিকে কাজে লাগিয়ে উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘এই পরীক্ষার মাধ্যমে শত্রুদের প্রতি আমাদের জবাব দেওয়ার ইচ্ছা প্রতিফলিত হয়েছে। আমি জোর দিয়ে বলতে চাই, পারমাণবিক অস্ত্র শক্তিশালী করার জন্য আমাদের যে পদক্ষেপ, তার কখনো পরিবর্তন হবে না।’ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘যথাযথ সামরিক পদক্ষেপ’ হিসেবেও বর্ণনা করেন তিনি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে