মিয়ানমারে ‘মৌন ধর্মঘট’-এ অংশগ্রহণকারীদের জেলে নেওয়ার হুমকি দিয়েছে ক্ষমতা দখলকারী জান্তা সরকার। মঙ্গলবার সামরিক বাহিনী কর্তৃক নির্বাচিত সরকার হটিয়ে ক্যু করে ক্ষমতা দখলের এক বছর পূর্তিতে এই ‘মৌন ধর্মঘট’ শুরু হয়। এমন এক সময়ে এই হুমকি দেওয়া হলো, যখন দেশটির ওপর মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডা নতুন করে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
আন্দোলনকারীদের একজন নান লিন রয়টার্সকে বলেন, ‘আমাদের ভাগ্য ভালো হলে হয়তো গ্রেপ্তার হয়ে বাকি জীবন জেলেই কাটবে। আর কপাল খারাপ হলে আমাদের হত্যাও করা হতে পারে।’ তাঁর আশা, এই ‘মৌন ধর্মঘট’ সামরিক জান্তাকে একটি বার্তা দেবে।
এদিকে মঙ্গলবার জান্তাবিরোধী আন্দোলনকারীরা জনগণকে ঘরে থাকতে এবং ব্যবসায়ীদের তাঁদের ব্যবসা বন্ধ রাখতে আহ্বান জানিয়েছেন।
জান্তা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে দেশটির জান্তা সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে, জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং দেশটিতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা আরও ছয় মাসের জন্য বাড়িয়েছেন।
এর আগে, ২০২০ সালে নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) কারচুপি করে জয়লাভ করেছে এমন অভিযোগ এনে সু চি ও দলটির অন্যান্য নেতাকে আটক করে ক্ষমতা দখল করে নেয় জান্তা সরকার। এর পর থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।
সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর সামরিক জান্তার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ হয় মিয়ানমারজুড়ে। রাস্তায় নেমে আসে লাখো মানুষ। সে সময় দেশটির সরকারনিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েক শ মানুষকে হত্যা করে।
মিয়ানমারে ‘মৌন ধর্মঘট’-এ অংশগ্রহণকারীদের জেলে নেওয়ার হুমকি দিয়েছে ক্ষমতা দখলকারী জান্তা সরকার। মঙ্গলবার সামরিক বাহিনী কর্তৃক নির্বাচিত সরকার হটিয়ে ক্যু করে ক্ষমতা দখলের এক বছর পূর্তিতে এই ‘মৌন ধর্মঘট’ শুরু হয়। এমন এক সময়ে এই হুমকি দেওয়া হলো, যখন দেশটির ওপর মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডা নতুন করে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
আন্দোলনকারীদের একজন নান লিন রয়টার্সকে বলেন, ‘আমাদের ভাগ্য ভালো হলে হয়তো গ্রেপ্তার হয়ে বাকি জীবন জেলেই কাটবে। আর কপাল খারাপ হলে আমাদের হত্যাও করা হতে পারে।’ তাঁর আশা, এই ‘মৌন ধর্মঘট’ সামরিক জান্তাকে একটি বার্তা দেবে।
এদিকে মঙ্গলবার জান্তাবিরোধী আন্দোলনকারীরা জনগণকে ঘরে থাকতে এবং ব্যবসায়ীদের তাঁদের ব্যবসা বন্ধ রাখতে আহ্বান জানিয়েছেন।
জান্তা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে দেশটির জান্তা সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে, জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং দেশটিতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা আরও ছয় মাসের জন্য বাড়িয়েছেন।
এর আগে, ২০২০ সালে নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) কারচুপি করে জয়লাভ করেছে এমন অভিযোগ এনে সু চি ও দলটির অন্যান্য নেতাকে আটক করে ক্ষমতা দখল করে নেয় জান্তা সরকার। এর পর থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।
সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর সামরিক জান্তার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ হয় মিয়ানমারজুড়ে। রাস্তায় নেমে আসে লাখো মানুষ। সে সময় দেশটির সরকারনিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েক শ মানুষকে হত্যা করে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫