মালয়েশিয়ান একজন পুলিশ সদস্য এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে মারা গেছেন গতকাল শুক্রবার বিকেলে। পাইওনিয়ার অ্যাডভেঞ্চারের পরিচালক নিভেশ কারকির সূত্রে নেপালি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টইমস জানিয়েছে, নিহত পর্বতারোহীর নাম এস্কান্দার বিন আমপান ইয়াকুব।
আমপান ইয়াকুব ৮৭৪৯ মিটার উচ্চতায় অবস্থিত সাউথ সামিটে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। কারকি আরও জানান, উদ্ধারকারীদের একটি দল তাঁকে নামিয়ে আনতে শুরু করে। ৪ নম্বর ক্যাম্পে নামানোর পথে তাঁর মৃত্যু হয়। এই মুহূর্তে সাউথ কোলে আছে তাঁর মৃতদেহ। এটি নিচের ক্যাম্পে নামানোর চেষ্টা চলছে।
এই মৌসুমে এভারেস্ট অভিযানে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে গত বৃহস্পতিবার জুয়েবিন চেন নামের ৫২ বছরের এক চীনা পর্বতারোহী এভারেস্টের চূড়ায় ওঠার পথে সাউথ সামিটের কাছে মৃত্যুবরণ করেন। এদিকে সুজানে লিওপোলদিনা নামের এক ভারতীয় নারী অভিযাত্রী, যিনি বেস ক্যাম্পে অসুস্থ হয়ে পড়েছিলেন, বৃহস্পতিবার সকালে মারা যান লুকলাতে। ভোর সোয়া পাঁচটার দিকে লুকলার হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা যান তিনি।
এদিকে গত ১৭ মে সাউথ কোলে অসুস্থ হয়ে মারা যান মলদোভার পর্বতারোহী ভিকটর ব্রিনজা। ১৬ মে ৩ নম্বর ক্যাম্পের কাছে ইয়েলো ব্যান্ডে শেষ নিশ্বাস ত্যাগ করেন পূর্বা শেরপা। এদিকে ১ মে ক্যাম্প ২-এ মারা যান ৬৯ বছর বয়স্ক আমেরিকার চিকিৎসক জোনাথন সুগারম্যান।
এর আগে এপ্রিলের ১২ তারিখ বেস ক্যাম্পের ওপরে তুষারধসে চাপা পড়ে মারা যান দাওয়া তসেরি শেরপা, পেমবা তেনজিং শেরপা ও লাকপা রিতা শেরপা।
হিমালয়ান ডেটাবেইস ও নেপালের কর্মকর্তাদের সূত্রে জানা যায় ১৯৫৩ সালে স্যার এডমন্ড হিলারি ও শেরপা তেনজিং নোরগে প্রথমবার এভারেস্ট জয়ের পর এ পর্যন্ত ১১ হাজার বারের বেশি এভারেস্ট জয় হয়েছে। আর পৃথিবীর সর্বোচ্চ চূড়া জয়ের চেষ্টা করতে গিয়ে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৩২০ জন।
মালয়েশিয়ান একজন পুলিশ সদস্য এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে মারা গেছেন গতকাল শুক্রবার বিকেলে। পাইওনিয়ার অ্যাডভেঞ্চারের পরিচালক নিভেশ কারকির সূত্রে নেপালি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টইমস জানিয়েছে, নিহত পর্বতারোহীর নাম এস্কান্দার বিন আমপান ইয়াকুব।
আমপান ইয়াকুব ৮৭৪৯ মিটার উচ্চতায় অবস্থিত সাউথ সামিটে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। কারকি আরও জানান, উদ্ধারকারীদের একটি দল তাঁকে নামিয়ে আনতে শুরু করে। ৪ নম্বর ক্যাম্পে নামানোর পথে তাঁর মৃত্যু হয়। এই মুহূর্তে সাউথ কোলে আছে তাঁর মৃতদেহ। এটি নিচের ক্যাম্পে নামানোর চেষ্টা চলছে।
এই মৌসুমে এভারেস্ট অভিযানে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে গত বৃহস্পতিবার জুয়েবিন চেন নামের ৫২ বছরের এক চীনা পর্বতারোহী এভারেস্টের চূড়ায় ওঠার পথে সাউথ সামিটের কাছে মৃত্যুবরণ করেন। এদিকে সুজানে লিওপোলদিনা নামের এক ভারতীয় নারী অভিযাত্রী, যিনি বেস ক্যাম্পে অসুস্থ হয়ে পড়েছিলেন, বৃহস্পতিবার সকালে মারা যান লুকলাতে। ভোর সোয়া পাঁচটার দিকে লুকলার হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা যান তিনি।
এদিকে গত ১৭ মে সাউথ কোলে অসুস্থ হয়ে মারা যান মলদোভার পর্বতারোহী ভিকটর ব্রিনজা। ১৬ মে ৩ নম্বর ক্যাম্পের কাছে ইয়েলো ব্যান্ডে শেষ নিশ্বাস ত্যাগ করেন পূর্বা শেরপা। এদিকে ১ মে ক্যাম্প ২-এ মারা যান ৬৯ বছর বয়স্ক আমেরিকার চিকিৎসক জোনাথন সুগারম্যান।
এর আগে এপ্রিলের ১২ তারিখ বেস ক্যাম্পের ওপরে তুষারধসে চাপা পড়ে মারা যান দাওয়া তসেরি শেরপা, পেমবা তেনজিং শেরপা ও লাকপা রিতা শেরপা।
হিমালয়ান ডেটাবেইস ও নেপালের কর্মকর্তাদের সূত্রে জানা যায় ১৯৫৩ সালে স্যার এডমন্ড হিলারি ও শেরপা তেনজিং নোরগে প্রথমবার এভারেস্ট জয়ের পর এ পর্যন্ত ১১ হাজার বারের বেশি এভারেস্ট জয় হয়েছে। আর পৃথিবীর সর্বোচ্চ চূড়া জয়ের চেষ্টা করতে গিয়ে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৩২০ জন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে