মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনা কর্মকর্তাদের সঙ্গে দুই দিনের সফরের প্রথম দিন শেষ করেছেন। বেইজিংয়ে গতকাল রোববারের দুই দেশের কূটনীতিকেরা খুব সরাসরি এবং স্পষ্টভাবে বিরোধের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এ সময় দুই দেশের নেতারা বিভিন্ন বিষয়েই সূক্ষ্ম মতবিরোধ করেছেন। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা গতকাল রোববার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়ে বলেন, চীনের সঙ্গে পুনরায় কূটনৈতিক সুসম্পর্ক গড়ে তুলতে যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে। এটি এখন প্রথম ধাপে রয়েছে। সামনে আরও আলোচনার দ্বার উন্মোচন করতে কাজ করছে।
রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গাংয়ের সঙ্গে ৮ ঘণ্টা বৈঠক করেছেন, যা শিডিউলের চেয়ে ১ ঘণ্টা বেশি ছিল। গত কয়েক মাসের বরফ-শীতল সম্পর্কের মাথায় এই বৈঠক পরিস্থিতিকে কিছুটা স্বাভাবিক করবে। তবে যুক্তরাষ্ট্রের এ সফরে তেমন কিছু অর্জনের প্রতাশা নেই বলে ধারণা করছেন অনেকেই।
এদিকে আজ সোমবার আবার বৈঠকে বসেছেন ব্লিঙ্কেন ও চীনের কমিউনিস্ট পার্টির বৈদেশিক মিশনের প্রধান ওয়াং। মিটিং শুরুর আগে তাঁরা নীরবেই করমর্দন করে কক্ষে প্রবেশ করেন। তবে ব্লিঙ্কেনের এই সফরে চীনের কূটনৈতিক নেতাদের বেশ উৎফুল্ল দেখা গেছে প্রথম দিন থেকেই। আজকের আলোচনায় বিশেষ বিষয়ে গুরত্ব দেওয়ার কথা রয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গাং কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফর করার কথা রয়েছে। তবে এই সফরে তিনি দুই দেশের মধ্যে আরও বাণিজ্যিক ফ্লাইট চালুর বিষয় নিয়ে কথা বলবেন, ভূ-রাজনীতি নয়।
চীন সরকারের সাবেক সিনিয়র উপদেষ্টা এবং বর্তমানে চীন ও বিশ্বায়ন কেন্দ্রের প্রধান ওয়াং হুইয়াও বলেন, ‘আমি মনে করি না যে সোনালি অতীতে ফিরে যাওয়া সম্ভব। তবে আমরা সম্ভবত এক নতুন স্বাভাবিক দুনিয়ায় প্রবেশ করেছি। যেখানে উভয় দেশ একে অপরকে পরিবর্তনের চেষ্টা করে না। বরং শান্তিপূর্ণ সহাবস্থানের উপায় খুঁজে বের করে।’
এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ওয়াশিংটনের সঙ্গে ১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এটিই সর্বনিম্ন পর্যায়ে বলে বর্ণনা করেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনা কর্মকর্তাদের সঙ্গে দুই দিনের সফরের প্রথম দিন শেষ করেছেন। বেইজিংয়ে গতকাল রোববারের দুই দেশের কূটনীতিকেরা খুব সরাসরি এবং স্পষ্টভাবে বিরোধের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এ সময় দুই দেশের নেতারা বিভিন্ন বিষয়েই সূক্ষ্ম মতবিরোধ করেছেন। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা গতকাল রোববার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়ে বলেন, চীনের সঙ্গে পুনরায় কূটনৈতিক সুসম্পর্ক গড়ে তুলতে যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে। এটি এখন প্রথম ধাপে রয়েছে। সামনে আরও আলোচনার দ্বার উন্মোচন করতে কাজ করছে।
রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গাংয়ের সঙ্গে ৮ ঘণ্টা বৈঠক করেছেন, যা শিডিউলের চেয়ে ১ ঘণ্টা বেশি ছিল। গত কয়েক মাসের বরফ-শীতল সম্পর্কের মাথায় এই বৈঠক পরিস্থিতিকে কিছুটা স্বাভাবিক করবে। তবে যুক্তরাষ্ট্রের এ সফরে তেমন কিছু অর্জনের প্রতাশা নেই বলে ধারণা করছেন অনেকেই।
এদিকে আজ সোমবার আবার বৈঠকে বসেছেন ব্লিঙ্কেন ও চীনের কমিউনিস্ট পার্টির বৈদেশিক মিশনের প্রধান ওয়াং। মিটিং শুরুর আগে তাঁরা নীরবেই করমর্দন করে কক্ষে প্রবেশ করেন। তবে ব্লিঙ্কেনের এই সফরে চীনের কূটনৈতিক নেতাদের বেশ উৎফুল্ল দেখা গেছে প্রথম দিন থেকেই। আজকের আলোচনায় বিশেষ বিষয়ে গুরত্ব দেওয়ার কথা রয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গাং কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফর করার কথা রয়েছে। তবে এই সফরে তিনি দুই দেশের মধ্যে আরও বাণিজ্যিক ফ্লাইট চালুর বিষয় নিয়ে কথা বলবেন, ভূ-রাজনীতি নয়।
চীন সরকারের সাবেক সিনিয়র উপদেষ্টা এবং বর্তমানে চীন ও বিশ্বায়ন কেন্দ্রের প্রধান ওয়াং হুইয়াও বলেন, ‘আমি মনে করি না যে সোনালি অতীতে ফিরে যাওয়া সম্ভব। তবে আমরা সম্ভবত এক নতুন স্বাভাবিক দুনিয়ায় প্রবেশ করেছি। যেখানে উভয় দেশ একে অপরকে পরিবর্তনের চেষ্টা করে না। বরং শান্তিপূর্ণ সহাবস্থানের উপায় খুঁজে বের করে।’
এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ওয়াশিংটনের সঙ্গে ১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এটিই সর্বনিম্ন পর্যায়ে বলে বর্ণনা করেছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২২ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২২ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২২ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২৩ দিন আগে