নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি অ্যালান গাড়ি দুর্ঘটনার ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর পদত্যাগ করেছেন। আজ সোমবার তিনি পদত্যাগ করেন। এর আগে গতকাল রোববার মদ্যপ অবস্থায় ওই দুর্ঘটনা ঘটিয়েছিলেন অ্যালান। যুক্তরাজ্যভিত্তিক বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি দুর্ঘটনার ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর সোমবার পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি অ্যালান। আর এর মাধ্যমে নির্বাচনী বছরে ভোটের আগে মন্ত্রিসভা ছেড়ে দেওয়া মন্ত্রীর তালিকায় চতুর্থ স্থানে যুক্ত হলো তাঁর নাম।
রয়টার্স বলছে, রোববার নিউজিল্যান্ডের জাতীয় রাজধানী ওয়েলিংটনে একটি সড়ক দুর্ঘটনার জন্য বিচারমন্ত্রী কিরি অ্যালানকে হেফাজতে নেয় পুলিশ। আর এর পরই দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেন, কিরি অ্যালান তাৎক্ষণিকভাবে তার সমস্ত দপ্তর থেকে পদত্যাগ করেছেন।
হিপকিন্স এক সংবাদ সম্মেলনে বলেন, অ্যালানের বিরুদ্ধে মোটরগাড়ির বেপরোয়া ব্যবহার এবং একজন পুলিশ অফিসারের সঙ্গে যেতে অস্বীকার করার অভিযোগ আনা হয়েছে। অ্যালানের ‘মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সাম্প্রতিক ইস্যু আমলে নেওয়া হয়েছে। তবে এই সমস্যাগুলোর মধ্যে কিছু গতকাল চরমে পৌঁছছে।’
অ্যালান এক বিবৃতিতে বলেছেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে, আমি বেশ কয়েকটি ব্যক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছি। আমি সেগুলো ঠিকমতো মোকাবিলা করার জন্য সময় নিয়েছিলাম। আমার বিশ্বাস ছিল, একজন মন্ত্রী হওয়ার চাপের পাশাপাশি আমি সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারব। তবে আমার গতকালের কর্মকাণ্ড দেখিয়েছে যে, আমি ঠিক নেই।’
কিরি অ্যালানকে অবশ্য একবার পূর্ববর্তী প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। তবে অ্যালান সে সময় বলেছিলেন, রাজনীতিতে নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে তিনি কিছুটা সময় নেবেন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে জেসিন্ডা আরডার্ন সরে দাঁড়ানোর পর ক্রিস হিপকিন্স নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হন। আগামী ১৪ অক্টোবর দেশটিতে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি অ্যালান গাড়ি দুর্ঘটনার ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর পদত্যাগ করেছেন। আজ সোমবার তিনি পদত্যাগ করেন। এর আগে গতকাল রোববার মদ্যপ অবস্থায় ওই দুর্ঘটনা ঘটিয়েছিলেন অ্যালান। যুক্তরাজ্যভিত্তিক বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি দুর্ঘটনার ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর সোমবার পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি অ্যালান। আর এর মাধ্যমে নির্বাচনী বছরে ভোটের আগে মন্ত্রিসভা ছেড়ে দেওয়া মন্ত্রীর তালিকায় চতুর্থ স্থানে যুক্ত হলো তাঁর নাম।
রয়টার্স বলছে, রোববার নিউজিল্যান্ডের জাতীয় রাজধানী ওয়েলিংটনে একটি সড়ক দুর্ঘটনার জন্য বিচারমন্ত্রী কিরি অ্যালানকে হেফাজতে নেয় পুলিশ। আর এর পরই দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেন, কিরি অ্যালান তাৎক্ষণিকভাবে তার সমস্ত দপ্তর থেকে পদত্যাগ করেছেন।
হিপকিন্স এক সংবাদ সম্মেলনে বলেন, অ্যালানের বিরুদ্ধে মোটরগাড়ির বেপরোয়া ব্যবহার এবং একজন পুলিশ অফিসারের সঙ্গে যেতে অস্বীকার করার অভিযোগ আনা হয়েছে। অ্যালানের ‘মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সাম্প্রতিক ইস্যু আমলে নেওয়া হয়েছে। তবে এই সমস্যাগুলোর মধ্যে কিছু গতকাল চরমে পৌঁছছে।’
অ্যালান এক বিবৃতিতে বলেছেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে, আমি বেশ কয়েকটি ব্যক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছি। আমি সেগুলো ঠিকমতো মোকাবিলা করার জন্য সময় নিয়েছিলাম। আমার বিশ্বাস ছিল, একজন মন্ত্রী হওয়ার চাপের পাশাপাশি আমি সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারব। তবে আমার গতকালের কর্মকাণ্ড দেখিয়েছে যে, আমি ঠিক নেই।’
কিরি অ্যালানকে অবশ্য একবার পূর্ববর্তী প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। তবে অ্যালান সে সময় বলেছিলেন, রাজনীতিতে নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে তিনি কিছুটা সময় নেবেন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে জেসিন্ডা আরডার্ন সরে দাঁড়ানোর পর ক্রিস হিপকিন্স নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হন। আগামী ১৪ অক্টোবর দেশটিতে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে