রাজনৈতিক সংকটে টালমাটাল শ্রীলঙ্কায় রাজনীতিবিদদের একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর পদ থেকে রনিল বিক্রমাসিংহের পদত্যাগ এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেশটির পার্লামেন্টের স্পিকারকে দায়িত্ব গ্রহণের দাবি উঠেছে। তবে রনিল, চেয়েছেন যেকোনো মূল্যে আইন–শৃঙ্খলার উন্নতি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সরকারের যেসব মন্ত্রীরা সর্বদলীয় বৈঠকে সমবেত হয়েছিলেন, তাঁরা একটি সর্বদলীয় সরকার গঠন করে সেই সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরে সম্মত হয়েছেন।
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় থেকে বলা হয়েছে, পার্লামেন্টের সরকারি দল ও বিরোধী দলগুলো মিলেই সর্বদলীয় সরকার গঠন করা হবে। বৈঠকে রনিল স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্ধেনাকে বলেছেন একজন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে।
শ্রীলঙ্কায় একই ব্যক্তির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে কটাক্ষ করেছেন বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের বিষয়টি নিয়ে প্রেমাদাসা বলেছেন, ‘এটিই রাজাপক্ষের গণতন্ত্র।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাজিথ প্রেমাদাসা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন একই ব্যক্তির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার বিষয়টির কড়া সমালোচনা করেছেন।
আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশিত এই টুইটে সাজিথ প্রেমাদাসা বলেছেন, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রীর নিয়োগ একই সঙ্গে ‘প্রহসন’ এবং ‘ট্র্যাজেডি’। তিনি আরও বলেন, ‘এটিই রাজাপক্ষের গণতন্ত্রের ধরন।’
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার উপদেষ্টা রাম মানিক্কালিঙ্গাম বিবিসিকে বলেছেন, ‘শ্রীলঙ্কা একটি অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যেখানে একজন অনির্বাচিত ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কেবল তা-ই নয়, তিনি পার্লামেন্টেও তাঁর নিজ পদের জন্য নির্বাচিত হননি। আর এখন তিনি দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন।’
বিশ্লেষকদের ধারণা, এর মধ্য দিয়ে শ্রীলঙ্কা রাজনৈতিকভাবে আরও জটিল পরিস্থিতির মধ্যে পড়তে পারে।
রাজনৈতিক সংকটে টালমাটাল শ্রীলঙ্কায় রাজনীতিবিদদের একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর পদ থেকে রনিল বিক্রমাসিংহের পদত্যাগ এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেশটির পার্লামেন্টের স্পিকারকে দায়িত্ব গ্রহণের দাবি উঠেছে। তবে রনিল, চেয়েছেন যেকোনো মূল্যে আইন–শৃঙ্খলার উন্নতি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সরকারের যেসব মন্ত্রীরা সর্বদলীয় বৈঠকে সমবেত হয়েছিলেন, তাঁরা একটি সর্বদলীয় সরকার গঠন করে সেই সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরে সম্মত হয়েছেন।
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় থেকে বলা হয়েছে, পার্লামেন্টের সরকারি দল ও বিরোধী দলগুলো মিলেই সর্বদলীয় সরকার গঠন করা হবে। বৈঠকে রনিল স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্ধেনাকে বলেছেন একজন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে।
শ্রীলঙ্কায় একই ব্যক্তির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে কটাক্ষ করেছেন বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের বিষয়টি নিয়ে প্রেমাদাসা বলেছেন, ‘এটিই রাজাপক্ষের গণতন্ত্র।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাজিথ প্রেমাদাসা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন একই ব্যক্তির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার বিষয়টির কড়া সমালোচনা করেছেন।
আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশিত এই টুইটে সাজিথ প্রেমাদাসা বলেছেন, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রীর নিয়োগ একই সঙ্গে ‘প্রহসন’ এবং ‘ট্র্যাজেডি’। তিনি আরও বলেন, ‘এটিই রাজাপক্ষের গণতন্ত্রের ধরন।’
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার উপদেষ্টা রাম মানিক্কালিঙ্গাম বিবিসিকে বলেছেন, ‘শ্রীলঙ্কা একটি অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যেখানে একজন অনির্বাচিত ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কেবল তা-ই নয়, তিনি পার্লামেন্টেও তাঁর নিজ পদের জন্য নির্বাচিত হননি। আর এখন তিনি দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন।’
বিশ্লেষকদের ধারণা, এর মধ্য দিয়ে শ্রীলঙ্কা রাজনৈতিকভাবে আরও জটিল পরিস্থিতির মধ্যে পড়তে পারে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫