লোহিতসাগরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের আক্রমণাত্মক কার্যকলাপে রাশ টানতে ইরানের সঙ্গে কথা বলেছে চীন। আন্তর্জাতিক পরিমণ্ডলে কথিত, হুতিদের সবচেয়ে বড় মদদদাতা ইরান। আর তাই গোষ্ঠীটির লাগাম টেনে ধরতে ইরানকে চাপ দিয়েছে বেইজিং। ইরানের চারটি সূত্র ও একজন কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি জানিয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ লোহিতসাগর। কিন্তু গাজায় ইসরায়েলি হামলা শুরুর কয়েক দিন পর এই জলপথে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলার ঘোষণা দেয় ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতি। এমনকি তারা বেশ কয়েকটি জাহাজে হামলাও চালায়।
এরপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি পশ্চিমা ও আরব দেশ এই জলপথে সক্রিয় নৌ-টহল শুরু করে এবং ইয়েমেনের মাটিতে হুতিদের একাধিক লক্ষ্যবস্তুতে কয়েক দফা হামলাও চালায়। কিন্তু তাতেই হুতিদের আক্রমণ পুরোপুরি ঠেকানো যায়নি। গোষ্ঠীটি আরও তীব্রভাবে এই জলপথের পশ্চিমা বাণিজ্যিক জাহাজগুলোতে হামলার ঘোষণা দিয়েছে।
বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে ইরানি সূত্রগুলো জানিয়েছে, চীনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা তাদের সমপর্যায়ের ইরানি কর্মকর্তাদের সঙ্গে হুতিদের লাগাম টেনে ধরার বিষয়টি নিয়ে কথা বলেছেন। ইরান লাগাম টেনে ধরতে ব্যর্থ হলে চীনের সঙ্গে ইরানের বাণিজ্যও হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে বেইজিং।
সূত্রগুলো জানিয়েছে, লোহিতসাগরে হুতি আক্রমণ ও ইরানের সঙ্গে চীনের বাণিজ্যের বিষয়টি নিয়ে সম্প্রতি বেইজিং ও তেহরানে বেশ কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘মূলত চীন (ইরানকে) বলেছে, “আমাদের স্বার্থ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা তেহরানের সঙ্গে আমাদের ব্যবসায়ও প্রভাব ফেলবে। তাই হুতিদের সংযম দেখাতে বলুন”।’
তবে হুতিদের লাগাম টানতে না পারলে ইরান-চীন বাণিজ্য কীভাবে এবং কোন কোন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে, সে বিষয়ে চীনারা কোনো মন্তব্য করেনি। ইরানি সূত্রও এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। তবে ইরানের সঙ্গে চীনের বাণিজ্যের বড় একটি অংশই হলো অপরিশোধিত তেল কেনাবেচা।
বিগত কয়েক দশক ধরেই ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। দেশটির তেল পরিশোধনাগারগুলো গত বছর ইরানের অপরিশোধিত তেলের মোট ৯০ শতাংশই একা কিনেছে। তবে চীনের মোট জ্বালানি তেলের চাহিদার এটি মাত্র ১০ শতাংশ।
ইরানি সূত্রগুলো জানিয়েছে, বেইজিং স্পষ্ট করে বলেছে, চীনের সঙ্গে যুক্ত কোনো জাহাজে আঘাত করা হলে বা চীনের স্বার্থ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে বেইজিং তেহরানের প্রতি খুবই হতাশ হবে। ইরানের এক কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, চীন ইরানের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু গাজা, লেবানন, সিরিয়া, ইরাকের বিভিন্ন গোষ্ঠী এবং ইয়েমেনের হুতিদের ওপর ইরানের নিয়ন্ত্রণ আঞ্চলিক জোট ও বিভিন্ন বিষয়ে তেহরানের ভূমিকাকে ওজনদার করে তুলেছে।
লোহিতসাগরে হুতি হামলা নিয়ে তেহরান-বেইজিং আলোচনার বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে বলেছে, ‘চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোর আন্তরিক বন্ধু। এই অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা এগিয়ে নিতে এবং অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘আমরা দৃঢ়ভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের কৌশলগত স্বাধীনতা জোরদার করতে এবং আঞ্চলিক নিরাপত্তা সমস্যা সমাধানে একত্র করতে ও সহযোগিতার জন্য উন্মুখ হয়ে আছি।’ তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
লোহিতসাগরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের আক্রমণাত্মক কার্যকলাপে রাশ টানতে ইরানের সঙ্গে কথা বলেছে চীন। আন্তর্জাতিক পরিমণ্ডলে কথিত, হুতিদের সবচেয়ে বড় মদদদাতা ইরান। আর তাই গোষ্ঠীটির লাগাম টেনে ধরতে ইরানকে চাপ দিয়েছে বেইজিং। ইরানের চারটি সূত্র ও একজন কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি জানিয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ লোহিতসাগর। কিন্তু গাজায় ইসরায়েলি হামলা শুরুর কয়েক দিন পর এই জলপথে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলার ঘোষণা দেয় ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতি। এমনকি তারা বেশ কয়েকটি জাহাজে হামলাও চালায়।
এরপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি পশ্চিমা ও আরব দেশ এই জলপথে সক্রিয় নৌ-টহল শুরু করে এবং ইয়েমেনের মাটিতে হুতিদের একাধিক লক্ষ্যবস্তুতে কয়েক দফা হামলাও চালায়। কিন্তু তাতেই হুতিদের আক্রমণ পুরোপুরি ঠেকানো যায়নি। গোষ্ঠীটি আরও তীব্রভাবে এই জলপথের পশ্চিমা বাণিজ্যিক জাহাজগুলোতে হামলার ঘোষণা দিয়েছে।
বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে ইরানি সূত্রগুলো জানিয়েছে, চীনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা তাদের সমপর্যায়ের ইরানি কর্মকর্তাদের সঙ্গে হুতিদের লাগাম টেনে ধরার বিষয়টি নিয়ে কথা বলেছেন। ইরান লাগাম টেনে ধরতে ব্যর্থ হলে চীনের সঙ্গে ইরানের বাণিজ্যও হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে বেইজিং।
সূত্রগুলো জানিয়েছে, লোহিতসাগরে হুতি আক্রমণ ও ইরানের সঙ্গে চীনের বাণিজ্যের বিষয়টি নিয়ে সম্প্রতি বেইজিং ও তেহরানে বেশ কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘মূলত চীন (ইরানকে) বলেছে, “আমাদের স্বার্থ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা তেহরানের সঙ্গে আমাদের ব্যবসায়ও প্রভাব ফেলবে। তাই হুতিদের সংযম দেখাতে বলুন”।’
তবে হুতিদের লাগাম টানতে না পারলে ইরান-চীন বাণিজ্য কীভাবে এবং কোন কোন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে, সে বিষয়ে চীনারা কোনো মন্তব্য করেনি। ইরানি সূত্রও এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। তবে ইরানের সঙ্গে চীনের বাণিজ্যের বড় একটি অংশই হলো অপরিশোধিত তেল কেনাবেচা।
বিগত কয়েক দশক ধরেই ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। দেশটির তেল পরিশোধনাগারগুলো গত বছর ইরানের অপরিশোধিত তেলের মোট ৯০ শতাংশই একা কিনেছে। তবে চীনের মোট জ্বালানি তেলের চাহিদার এটি মাত্র ১০ শতাংশ।
ইরানি সূত্রগুলো জানিয়েছে, বেইজিং স্পষ্ট করে বলেছে, চীনের সঙ্গে যুক্ত কোনো জাহাজে আঘাত করা হলে বা চীনের স্বার্থ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে বেইজিং তেহরানের প্রতি খুবই হতাশ হবে। ইরানের এক কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, চীন ইরানের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু গাজা, লেবানন, সিরিয়া, ইরাকের বিভিন্ন গোষ্ঠী এবং ইয়েমেনের হুতিদের ওপর ইরানের নিয়ন্ত্রণ আঞ্চলিক জোট ও বিভিন্ন বিষয়ে তেহরানের ভূমিকাকে ওজনদার করে তুলেছে।
লোহিতসাগরে হুতি হামলা নিয়ে তেহরান-বেইজিং আলোচনার বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে বলেছে, ‘চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোর আন্তরিক বন্ধু। এই অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা এগিয়ে নিতে এবং অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘আমরা দৃঢ়ভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের কৌশলগত স্বাধীনতা জোরদার করতে এবং আঞ্চলিক নিরাপত্তা সমস্যা সমাধানে একত্র করতে ও সহযোগিতার জন্য উন্মুখ হয়ে আছি।’ তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২৩ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২৩ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২৩ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২৩ দিন আগে