কিন্ডারগার্টেন এবং প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি, আরবিসহ সব বিদেশি ভাষা শেখানো নিষিদ্ধ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএয়ের প্রতিবেদন অনুসারে, ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের মাসুদ তেহরানি-ফারজাদ বলেছেন, ‘কিন্ডারগার্টেন, নার্সারি এবং প্রাথমিক বিদ্যালয়ে বিদেশি ভাষা শেখানো নিষিদ্ধ করা হয়েছে। কারণ, এ বয়সেই শিশুদের মধ্যে ইরানি নাগরিকের পরিচয় গড়ে ওঠে।’
তিনি আরও বলেন, ‘বিদেশি ভাষা শিক্ষার ওপর নিষেধাজ্ঞার আওতায় শুধু ইংরেজি নয়, আরবিসহ অন্য ভাষাগুলোও পড়বে।’
ইসলামি প্রজাতন্ত্র ইরানে ২০১৮ সালেই প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষা নিষিদ্ধ করা হয়েছিল। কেবল মাধ্যমিক পর্যায় থেকে বিদ্যালয়গুলোতে ইংরেজি পড়ানো হয়। ইরানের সরকারি ভাষা ফারসি। আরবির বেশ শক্ত প্রভাব রয়েছে ফারসির ওপর। সে সঙ্গে, ফরাসি এবং ইংরেজি শব্দও ঢুকে গেছে ফারসির মধ্যে।
‘ইংরেজি ভাষার একচেটিয়া আধিপত্য’ দূর করতে ২০২২ সালের জুনে ইরানের শিক্ষা মন্ত্রণালয় সারা দেশের বিদ্যালয়গুলোতে পরীক্ষামূলকভাবে ফরাসি ভাষা শেখানোর ইঙ্গিত দিয়েছিল। এরপর সেপ্টেম্বরে ইরানের সরকার ইরানি এবং দ্বৈত নাগরিকত্ব থাকা অধিবাসীদের ক্ষেত্রে আন্তর্জাতিক পাঠ্যক্রমের বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করে। সে সময় ইরানি শিশুদের দেশের পাঠ্যক্রম অনুসরণ করার বাধ্যবাধকতার কথা বলেছিল শিক্ষা মন্ত্রণালয়।
এই সিদ্ধান্তের ফলে ফরাসি ও জার্মান প্রতিষ্ঠানসহ তেহরানের বেশ কিছু আন্তর্জাতিক বিদ্যালয়ে ছাত্রদের সংখ্যা হঠাৎ করে কমে যায়।
কিন্ডারগার্টেন এবং প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি, আরবিসহ সব বিদেশি ভাষা শেখানো নিষিদ্ধ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএয়ের প্রতিবেদন অনুসারে, ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের মাসুদ তেহরানি-ফারজাদ বলেছেন, ‘কিন্ডারগার্টেন, নার্সারি এবং প্রাথমিক বিদ্যালয়ে বিদেশি ভাষা শেখানো নিষিদ্ধ করা হয়েছে। কারণ, এ বয়সেই শিশুদের মধ্যে ইরানি নাগরিকের পরিচয় গড়ে ওঠে।’
তিনি আরও বলেন, ‘বিদেশি ভাষা শিক্ষার ওপর নিষেধাজ্ঞার আওতায় শুধু ইংরেজি নয়, আরবিসহ অন্য ভাষাগুলোও পড়বে।’
ইসলামি প্রজাতন্ত্র ইরানে ২০১৮ সালেই প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষা নিষিদ্ধ করা হয়েছিল। কেবল মাধ্যমিক পর্যায় থেকে বিদ্যালয়গুলোতে ইংরেজি পড়ানো হয়। ইরানের সরকারি ভাষা ফারসি। আরবির বেশ শক্ত প্রভাব রয়েছে ফারসির ওপর। সে সঙ্গে, ফরাসি এবং ইংরেজি শব্দও ঢুকে গেছে ফারসির মধ্যে।
‘ইংরেজি ভাষার একচেটিয়া আধিপত্য’ দূর করতে ২০২২ সালের জুনে ইরানের শিক্ষা মন্ত্রণালয় সারা দেশের বিদ্যালয়গুলোতে পরীক্ষামূলকভাবে ফরাসি ভাষা শেখানোর ইঙ্গিত দিয়েছিল। এরপর সেপ্টেম্বরে ইরানের সরকার ইরানি এবং দ্বৈত নাগরিকত্ব থাকা অধিবাসীদের ক্ষেত্রে আন্তর্জাতিক পাঠ্যক্রমের বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করে। সে সময় ইরানি শিশুদের দেশের পাঠ্যক্রম অনুসরণ করার বাধ্যবাধকতার কথা বলেছিল শিক্ষা মন্ত্রণালয়।
এই সিদ্ধান্তের ফলে ফরাসি ও জার্মান প্রতিষ্ঠানসহ তেহরানের বেশ কিছু আন্তর্জাতিক বিদ্যালয়ে ছাত্রদের সংখ্যা হঠাৎ করে কমে যায়।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫