‘পবিত্র গাছ’ ধরে নগ্ন ছবি তোলায় এক রুশ দম্পতিকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ থেকে বের করে দেওয়া হচ্ছে। কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, আলিনা ফজলিভা নামে এক রুশ নারী বালির তাবানান জেলার একটি মন্দিরে ৭০০ বছরের পুরোনো বটগাছ ধরে নগ্ন হয়ে ছবি তোলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই রুশ নারীর হাজার হাজার ফলোয়ার রয়েছে।
ছবিটি তুলেছিলেন ওই নারীর স্বামী আন্দ্রে ফাজলিভ। পরে সেটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়। পাহাড়, গাছ এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানগুলোকে বালিনিজ হিন্দু সংস্কৃতিতে পবিত্র বলে মনে করা হয়। এগুলোকে দেবতাদের বাড়ি বলে মনে করেন স্থানীয় হিন্দুরা।
এ নিয়ে শুক্রবার বালির ইমিগ্রেশন বিভাগের প্রধান জামরুলি মানিহুরুক বলেন, ‘তাঁরা উভয়ই স্থানীয় নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল নয় এমন কর্মকাণ্ড চালিয়েছেন বলে প্রমাণিত হয়েছে। সুতরাং তাঁদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে বের করে দেওয়া হবে।’
জামরুলি মানিহুরুক আরও বলেন, ‘স্বামী ও স্ত্রীকে কমপক্ষে ছয় মাসের জন্য ইন্দোনেশিয়া থেকেও নিষিদ্ধ করা হবে। পাশাপাশি স্থানীয় বিশ্বাস অনুসারে তাঁদের একটি শুদ্ধি অনুষ্ঠানে অংশ নিতে হবে।’
এদিকে এই ঘটনায় আলিনা ফাজলিভা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইংরেজি ও ইন্দোনেশিয়ান ভাষায় ক্ষমা চেয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘বড় ভুল করেছি। বালিতে অনেকগুলো পবিত্র স্থান রয়েছে। সেগুলোর সবগুলোতে এ সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। এসব স্থানকে সম্মান করা খুবই গুরুত্বপূর্ণ।’
বালির গভর্নর ওয়েয়ান কোস্টার জানিয়েছেন, তাঁর প্রশাসন এমন পর্যটকদের আর সহ্য করবে না।
‘পবিত্র গাছ’ ধরে নগ্ন ছবি তোলায় এক রুশ দম্পতিকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ থেকে বের করে দেওয়া হচ্ছে। কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, আলিনা ফজলিভা নামে এক রুশ নারী বালির তাবানান জেলার একটি মন্দিরে ৭০০ বছরের পুরোনো বটগাছ ধরে নগ্ন হয়ে ছবি তোলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই রুশ নারীর হাজার হাজার ফলোয়ার রয়েছে।
ছবিটি তুলেছিলেন ওই নারীর স্বামী আন্দ্রে ফাজলিভ। পরে সেটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়। পাহাড়, গাছ এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানগুলোকে বালিনিজ হিন্দু সংস্কৃতিতে পবিত্র বলে মনে করা হয়। এগুলোকে দেবতাদের বাড়ি বলে মনে করেন স্থানীয় হিন্দুরা।
এ নিয়ে শুক্রবার বালির ইমিগ্রেশন বিভাগের প্রধান জামরুলি মানিহুরুক বলেন, ‘তাঁরা উভয়ই স্থানীয় নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল নয় এমন কর্মকাণ্ড চালিয়েছেন বলে প্রমাণিত হয়েছে। সুতরাং তাঁদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে বের করে দেওয়া হবে।’
জামরুলি মানিহুরুক আরও বলেন, ‘স্বামী ও স্ত্রীকে কমপক্ষে ছয় মাসের জন্য ইন্দোনেশিয়া থেকেও নিষিদ্ধ করা হবে। পাশাপাশি স্থানীয় বিশ্বাস অনুসারে তাঁদের একটি শুদ্ধি অনুষ্ঠানে অংশ নিতে হবে।’
এদিকে এই ঘটনায় আলিনা ফাজলিভা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইংরেজি ও ইন্দোনেশিয়ান ভাষায় ক্ষমা চেয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘বড় ভুল করেছি। বালিতে অনেকগুলো পবিত্র স্থান রয়েছে। সেগুলোর সবগুলোতে এ সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। এসব স্থানকে সম্মান করা খুবই গুরুত্বপূর্ণ।’
বালির গভর্নর ওয়েয়ান কোস্টার জানিয়েছেন, তাঁর প্রশাসন এমন পর্যটকদের আর সহ্য করবে না।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫