দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের নববর্ষ উপলক্ষে ১ হাজার ৬০০ জন বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে জান্তা সরকার। নববর্ষ উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার শত শত বন্দীর আত্মীয়রা কারাগারের সামনে ভিড় করেছেন। তবে যাদের মুক্তি দেওয়া হচ্ছে তাঁদের মধ্যে জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীরা রয়েছেন কিনা সেটি নিশ্চিত নয়। গত বছর বন্দীদের বার্ষিক সাধারণ ক্ষমা ঘোষণায় ২৩ হাজার বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। গত বছরের তুলনায় এবারের সংখ্যা খুবই কম।
স্থানীয় সাংবাদিকের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এখনো পর্যন্ত রাজনৈতিক কোনো বন্দী কারাগার থেকে মুক্তি পাননি।
জান্তা সরকারের রাষ্ট্রীয় সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল অং লিন ডুয়ে স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, মানুষের মাঝে আনন্দ আনতে এবং মানবিক উদ্বেগ নিরসনের অংশ হিসেবে ৪২ জন বিদেশিসহ এক হাজার ৬১৯ জনকে মুক্তি দেওয়া হবে।
দেশটির বেসরকারি সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারসের (এএপিপি) তথ্যমতে, জান্তাবিরোধী আন্দোলনে কমপক্ষে ১৩ হাজার ২৮২ জন গ্রেপ্তার হয়েছেন এবং নিহত হয়েছেন এক হাজার ৭৫৬ জন।
কারাগারের বাইরে অপেক্ষমাণ এক বন্দীর মা জানান, জান্তাবিরোধী আন্দোলনের জেরে গত জুনে তার ছেলেকে গ্রেপ্তার করা হয়। তার আশা আজ তার ছেলেকে মুক্তি দেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ১ ফেব্রুয়ারি অং সান সুচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এনএলডিকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। সে সময় তারা সুচির দলের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনে এবং সুচিসহ দেশটির প্রেসিডেন্টকে বন্দী করে।
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের নববর্ষ উপলক্ষে ১ হাজার ৬০০ জন বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে জান্তা সরকার। নববর্ষ উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার শত শত বন্দীর আত্মীয়রা কারাগারের সামনে ভিড় করেছেন। তবে যাদের মুক্তি দেওয়া হচ্ছে তাঁদের মধ্যে জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীরা রয়েছেন কিনা সেটি নিশ্চিত নয়। গত বছর বন্দীদের বার্ষিক সাধারণ ক্ষমা ঘোষণায় ২৩ হাজার বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। গত বছরের তুলনায় এবারের সংখ্যা খুবই কম।
স্থানীয় সাংবাদিকের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এখনো পর্যন্ত রাজনৈতিক কোনো বন্দী কারাগার থেকে মুক্তি পাননি।
জান্তা সরকারের রাষ্ট্রীয় সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল অং লিন ডুয়ে স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, মানুষের মাঝে আনন্দ আনতে এবং মানবিক উদ্বেগ নিরসনের অংশ হিসেবে ৪২ জন বিদেশিসহ এক হাজার ৬১৯ জনকে মুক্তি দেওয়া হবে।
দেশটির বেসরকারি সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারসের (এএপিপি) তথ্যমতে, জান্তাবিরোধী আন্দোলনে কমপক্ষে ১৩ হাজার ২৮২ জন গ্রেপ্তার হয়েছেন এবং নিহত হয়েছেন এক হাজার ৭৫৬ জন।
কারাগারের বাইরে অপেক্ষমাণ এক বন্দীর মা জানান, জান্তাবিরোধী আন্দোলনের জেরে গত জুনে তার ছেলেকে গ্রেপ্তার করা হয়। তার আশা আজ তার ছেলেকে মুক্তি দেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ১ ফেব্রুয়ারি অং সান সুচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এনএলডিকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। সে সময় তারা সুচির দলের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনে এবং সুচিসহ দেশটির প্রেসিডেন্টকে বন্দী করে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫