Ajker Patrika

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরির শপথগ্রহণ

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরির শপথগ্রহণ

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ইসমাইল সাবরি ইয়াকুব। গতকাল শুক্রবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ আহমদ শাহ। আজ তিনি শপথ নিলেন।

মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের পর রাজনৈতিক সংকটের মুখে পড়ে মালয়েশিয়া। ইসমাইল সাবরির শপথ গ্রহণের মধ্য দিয়ে এবার সে সংকট থেকে কিছুটা স্বস্তি মিলেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার ২২২ আসনের আইনসভার ১১৪ সমর্থন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পান সাবরি। তিনি প্রধানমন্ত্রী হওয়ায় অন্যতম পুরোনো দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) আবারও মালয়েশিয়ার ক্ষমতায় এল। এর আগে ২০১৮ সালের নির্বাচনে হেরেছিল তারা। তবে এবার মুহিউদ্দিন ইয়াসিনের সমর্থন ছিল। তখন থেকে এ পর্যন্ত তিন বছরে মালয়েশিয়ায় তিনজন প্রধানমন্ত্রী ক্ষমতায় বসলেন। 

করোনা মোকাবিলায় সরকারের কড়া সমালোচনার মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর শপথ নিলেন ৬১ বছর বয়সী সাবরি। তিনি মুহিউদ্দিন ইয়াসিনের সময় ডেপুটি ছিলেন। সাবরি শপথ নেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকও উপস্থিত ছিলেন। 

করোনা মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়ে দেশটিতে ব্যাপক সমালোচনা চলছে। অভিযোগ উঠেছে অব্যবস্থাপনার। এর মধ্যেই প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেন ইসমাইল সাবরি, যখন দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়ায় করোনা সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ। এখন এই জনরোষ ও করোনা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ৬১ বছর বয়সী এই রাজনীতিকের সামনে। এরই মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে তাঁর বিরুদ্ধে ৩ লাখ ৫০ হাজার লোকের স্বাক্ষর সংগ্রহ করেছে একটি গোষ্ঠী। আর দেশটির রাজা আগেই বলে রেখেছেন, প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের পরও ইসমাইল সাবরিকে আইনসভায় আস্থা ভোট পেরিয়ে আসতে হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত