শ্রীলঙ্কায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে জনস্বাস্থ্য বিষয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির সরকারি মেডিকেল অফিসার্স অ্যাসোসিয়েশন (জিএমওএ) আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কতা জারি করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, জনস্বাস্থ্যে জরুরি অবস্থা জারির অর্থ হচ্ছে, যেসব রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবার ওপর জনগণ নির্ভর করে থাকে, সেগুলোর মধ্যে এখন শুধু জরুরি পরিষেবাগুলো অগ্রাধিকার পাবে।
শ্রীলঙ্কার শীর্ষ স্বাস্থ্য সংস্থা জিএমওএ জানিয়েছে, গতকাল সোমবার একটি বৈঠকের পর তাঁরা জনস্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নিয়েছেন। জিএমওএর কর্মকর্তারা বলেছেন, সারা দেশে ওষুধ ও স্বাস্থ্যসেবাসামগ্রীর গুরুতর সংকট দেখা দিয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা চিকিৎসাসেবা চালিয়ে যেতে তীব্র সংগ্রাম করছেন।
জিএমওএর বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় উভয়েই চিকিৎসাব্যবস্থার সম্পূর্ণ ভাঙন রোধে ব্যর্থ হয়েছে।’
তীব্র আর্থিক সংকটসহ খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বিক্ষুব্ধ শ্রীলঙ্কার মানুষ কয়েক দিন ধরে বিক্ষোভ করছে। বিক্ষোভের মুখে শ্রীলঙ্কা মন্ত্রিপরিষদের সব সদস্য এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ইতিমধ্যে পদত্যাগ করেছেন। এদিকে সব দলকে সর্বদলীয় সরকারের অংশ হতে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।
শ্রীলঙ্কায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে জনস্বাস্থ্য বিষয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির সরকারি মেডিকেল অফিসার্স অ্যাসোসিয়েশন (জিএমওএ) আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কতা জারি করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, জনস্বাস্থ্যে জরুরি অবস্থা জারির অর্থ হচ্ছে, যেসব রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবার ওপর জনগণ নির্ভর করে থাকে, সেগুলোর মধ্যে এখন শুধু জরুরি পরিষেবাগুলো অগ্রাধিকার পাবে।
শ্রীলঙ্কার শীর্ষ স্বাস্থ্য সংস্থা জিএমওএ জানিয়েছে, গতকাল সোমবার একটি বৈঠকের পর তাঁরা জনস্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নিয়েছেন। জিএমওএর কর্মকর্তারা বলেছেন, সারা দেশে ওষুধ ও স্বাস্থ্যসেবাসামগ্রীর গুরুতর সংকট দেখা দিয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা চিকিৎসাসেবা চালিয়ে যেতে তীব্র সংগ্রাম করছেন।
জিএমওএর বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় উভয়েই চিকিৎসাব্যবস্থার সম্পূর্ণ ভাঙন রোধে ব্যর্থ হয়েছে।’
তীব্র আর্থিক সংকটসহ খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বিক্ষুব্ধ শ্রীলঙ্কার মানুষ কয়েক দিন ধরে বিক্ষোভ করছে। বিক্ষোভের মুখে শ্রীলঙ্কা মন্ত্রিপরিষদের সব সদস্য এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ইতিমধ্যে পদত্যাগ করেছেন। এদিকে সব দলকে সর্বদলীয় সরকারের অংশ হতে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫