ইসরায়েল যদি ইরানে আক্রমণ চালায়, তবে এবার জবাব দিতে তেহরান আর ১২ দিন দেরি করবে না। এমনকি ঘণ্টাও দেরি করবে না, কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে। এমনটাই জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি। ইরানি সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
আলি বাঘেরি বলেন, সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল কৌশলগত ভুল করেছে। তিনি আরও বলেছেন, ইসরায়েল এই হামলার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার পরীক্ষিত প্রমাণ হাসিলের গুরুত্বপূর্ণ ও বৈধ সুযোগ তৈরি করে দিয়েছিল।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি তাঁরা (ইসরায়েল) আমাদের দূতাবাসের কনস্যুলার বিভাগে হামলা না চালাত, তাহলে এই সুযোগ আসত না।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, ইহুদিবাদী রাষ্ট্রের সরকার যদি যথেষ্ট বুদ্ধিমান হয়, তবে তারা আর এ ধরনের ভুলের পুনরাবৃত্তি করবে না। কারণ, ইরান অতি দ্রুত আঘাতের মাধ্যমে সেই ভুলের আরও কঠোর জবাব দেবে।’
গত ১ এপ্রিল ইসরায়েল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলা চালায়। পরে সেই হামলার জবাবে ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিষয়টিকে ইঙ্গিত করে আলি বাঘেরি আরও বলেন, ‘এ ক্ষেত্রে ইহুদিবাদীরা আর ১২ দিন সময় পাবে না। এমনকি, দিন বা ঘণ্টার হিসাব করেও সেই হামলার জবাব দেওয়া হবে না, জবাব দেওয়া হবে কয়েক সেকেন্ডের মধ্যে।
ইরানের এই কূটনীতিক বলেন, ‘অনেক আগেই ইসলামি প্রজাতন্ত্র (ইরান) যখন তার স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ইহুদিবাদীদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তখন দেশটি তাদের (ইসরায়েলিদের) পরবর্তী অপকর্মের জবাব দেওয়া জন্যও পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছে।’
এদিকে ইসরায়েলি সেনাপ্রধান হেরজি হালেভি বলেছেন, ‘এক দিন আগে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা—যার ফলে একটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে—তার জবাব অবশ্যই দেওয়া হবে।’ হালেভি বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রের কৌশলগত সক্ষমতার ক্ষতি করতে চেয়েছিল ইরান, যা আগে কখনোই ঘটেনি। আমরা আয়রন শিল্ড অপারেশনের জন্য প্রস্তুত ছিলাম।’
হালেভি বলেন, ‘গত সোমবার আমরা দেখেছি কী ঘটেছে। আমরা মনে করি, ইসরায়েল খুবই শক্তিশালী এবং জানে কীভাবে কোন ঘটনা একা মোকাবিলা করতে হয়।’ এ সময় ইরানকে সতর্ক করে তিনি আরও বলেন, ‘আমরা সামনের দিকে তাকিয়ে। আমরা আমাদের পদক্ষেপগুলো বিবেচনা করছি এবং ইসরায়েলি ভূখণ্ডে যে ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও মানুষবিহীন এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে।’
আরও পড়ুন:
ইসরায়েল যদি ইরানে আক্রমণ চালায়, তবে এবার জবাব দিতে তেহরান আর ১২ দিন দেরি করবে না। এমনকি ঘণ্টাও দেরি করবে না, কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে। এমনটাই জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি। ইরানি সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
আলি বাঘেরি বলেন, সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল কৌশলগত ভুল করেছে। তিনি আরও বলেছেন, ইসরায়েল এই হামলার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার পরীক্ষিত প্রমাণ হাসিলের গুরুত্বপূর্ণ ও বৈধ সুযোগ তৈরি করে দিয়েছিল।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি তাঁরা (ইসরায়েল) আমাদের দূতাবাসের কনস্যুলার বিভাগে হামলা না চালাত, তাহলে এই সুযোগ আসত না।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, ইহুদিবাদী রাষ্ট্রের সরকার যদি যথেষ্ট বুদ্ধিমান হয়, তবে তারা আর এ ধরনের ভুলের পুনরাবৃত্তি করবে না। কারণ, ইরান অতি দ্রুত আঘাতের মাধ্যমে সেই ভুলের আরও কঠোর জবাব দেবে।’
গত ১ এপ্রিল ইসরায়েল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলা চালায়। পরে সেই হামলার জবাবে ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিষয়টিকে ইঙ্গিত করে আলি বাঘেরি আরও বলেন, ‘এ ক্ষেত্রে ইহুদিবাদীরা আর ১২ দিন সময় পাবে না। এমনকি, দিন বা ঘণ্টার হিসাব করেও সেই হামলার জবাব দেওয়া হবে না, জবাব দেওয়া হবে কয়েক সেকেন্ডের মধ্যে।
ইরানের এই কূটনীতিক বলেন, ‘অনেক আগেই ইসলামি প্রজাতন্ত্র (ইরান) যখন তার স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ইহুদিবাদীদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তখন দেশটি তাদের (ইসরায়েলিদের) পরবর্তী অপকর্মের জবাব দেওয়া জন্যও পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছে।’
এদিকে ইসরায়েলি সেনাপ্রধান হেরজি হালেভি বলেছেন, ‘এক দিন আগে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা—যার ফলে একটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে—তার জবাব অবশ্যই দেওয়া হবে।’ হালেভি বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রের কৌশলগত সক্ষমতার ক্ষতি করতে চেয়েছিল ইরান, যা আগে কখনোই ঘটেনি। আমরা আয়রন শিল্ড অপারেশনের জন্য প্রস্তুত ছিলাম।’
হালেভি বলেন, ‘গত সোমবার আমরা দেখেছি কী ঘটেছে। আমরা মনে করি, ইসরায়েল খুবই শক্তিশালী এবং জানে কীভাবে কোন ঘটনা একা মোকাবিলা করতে হয়।’ এ সময় ইরানকে সতর্ক করে তিনি আরও বলেন, ‘আমরা সামনের দিকে তাকিয়ে। আমরা আমাদের পদক্ষেপগুলো বিবেচনা করছি এবং ইসরায়েলি ভূখণ্ডে যে ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও মানুষবিহীন এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে।’
আরও পড়ুন:
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২৩ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২৩ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২৩ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২৩ দিন আগে