মালয়েশিয়ার একটি বন্দিশিবির থেকে ১৩০ জন অবৈধ অভিবাসী পালিয়ে গেছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, বিদোর অস্থায়ী অভিবাসন ডিপো থেকে গতকাল বৃহস্পতিবার রাতে এই অবৈধ অভিবাসীরা পালিয়ে যান। এরই মধ্যে ছয়জনকে আটক করতে পেরেছে কর্তৃপক্ষ।
তাপাহ জেলা পুলিশ প্রধান মোহাম্মদ নাইম আনসারি কয়েকজনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রাসলিন জুশুহ বলেছেন, আটকদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আজ শুক্রবার তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে এ নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছি। বিভিন্ন নিরাপত্তা সংস্থার ৩৮৭ সদস্য বিষয়টি নিয়ে কাজ করছেন।’
গতকাল বৃহস্পতিবার রাতে বিদোর অস্থায়ী অভিবাসন ডিপো থেকে ১৩১ অবৈধ অভিবাসী পালিয়ে যান। তাঁদের একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে।
পালিয়ে যাওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে ১১৫ জনই রোহিঙ্গা, ১৫ জন মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশি। ডিপোটিতে আরও ৪৩৫ জন অবৈধ অভিবাসী বন্দী ছিলেন। তাঁদের অন্য ছয়টি বন্দিশিবিরে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে অভিবাসন দপ্তর।
বিদোর বন্দিশিবিরে মোট ৫৫৬ জন অবৈধ অভিবাসী ছিলেন। তাঁদের মধ্যে ২৯৭ জন রোহিঙ্গা। বাকিরা মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং অন্যান্য দেশের নাগরিক।
অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রাসলিন জুশুহ বলেন, বাকি বন্দীরা পালানোর চেষ্টা করেননি। তাঁদের সবাইকে ছয়টি বন্দিশিবিরে স্থানান্তর করা হয়েছে।
মালয়েশিয়ার একটি বন্দিশিবির থেকে ১৩০ জন অবৈধ অভিবাসী পালিয়ে গেছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, বিদোর অস্থায়ী অভিবাসন ডিপো থেকে গতকাল বৃহস্পতিবার রাতে এই অবৈধ অভিবাসীরা পালিয়ে যান। এরই মধ্যে ছয়জনকে আটক করতে পেরেছে কর্তৃপক্ষ।
তাপাহ জেলা পুলিশ প্রধান মোহাম্মদ নাইম আনসারি কয়েকজনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রাসলিন জুশুহ বলেছেন, আটকদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আজ শুক্রবার তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে এ নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছি। বিভিন্ন নিরাপত্তা সংস্থার ৩৮৭ সদস্য বিষয়টি নিয়ে কাজ করছেন।’
গতকাল বৃহস্পতিবার রাতে বিদোর অস্থায়ী অভিবাসন ডিপো থেকে ১৩১ অবৈধ অভিবাসী পালিয়ে যান। তাঁদের একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে।
পালিয়ে যাওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে ১১৫ জনই রোহিঙ্গা, ১৫ জন মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশি। ডিপোটিতে আরও ৪৩৫ জন অবৈধ অভিবাসী বন্দী ছিলেন। তাঁদের অন্য ছয়টি বন্দিশিবিরে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে অভিবাসন দপ্তর।
বিদোর বন্দিশিবিরে মোট ৫৫৬ জন অবৈধ অভিবাসী ছিলেন। তাঁদের মধ্যে ২৯৭ জন রোহিঙ্গা। বাকিরা মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং অন্যান্য দেশের নাগরিক।
অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রাসলিন জুশুহ বলেন, বাকি বন্দীরা পালানোর চেষ্টা করেননি। তাঁদের সবাইকে ছয়টি বন্দিশিবিরে স্থানান্তর করা হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫