কিছুদিন ধরে কাবুলের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন হিসেবে গম দিচ্ছে তালেবান। এবার ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচি সারা দেশে চালুর ঘোষণা দিল তালেবানের কৃষি মন্ত্রণালয়। অর্থসংকটের কারণে দেশটি এমনটি করছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির পরিসর বৃদ্ধির ঘোষণা দিয়েছে তালেবান। এরই মধ্যে হাজার হাজার সরকারি কর্মকর্তার বেতন হিসেবে গম দিচ্ছে তারা। জাতিসংঘের পক্ষ থেকে আফগানিস্তানের জন্য ৪৪০ কোটি ডলারের মানবিক সহায়তা তহবিল গঠনের আহ্বান জানানোর পর তালেবান পক্ষ থেকে এ কথা জানা গেল।
দেশটির কৃষি মন্ত্রণালয়ের উপমন্ত্রী ফজেল বারি ফাজলি বলেন, ‘আমরা এরই মধ্যে পাকিস্তান থেকে ১৮ টন গম পেয়েছি। তারা আরও ৩৭ টন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আর ভারত থেকে ৫৫ টন গম পাওয়ার চেষ্টা করছি।’
গত বছরের আগস্টে তালেবানে ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞা দেয়। যুক্তরাষ্ট্রে দেশটির প্রায় সাড় নয় শ কোটি ডলার আটকে আছে। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সংস্থাগুলো দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রম পুনরায় শুরু করে। সংস্থাগুলো এসব সহায়তা কার্যক্রম তালেবানকে এড়িয়ে পরিচালনা করছে।
তালেবান পক্ষ থেকে এই ঘোষণা দেশটির ভঙ্গুর অর্থনীতির পরিচায়ক। বিবিসি জানায়, ভারতের কাছ থেকে পাওয়া গম দিয়েই এখন পর্যন্ত সরকারি কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে। দেশটির ৪০ হাজার সরকারি কর্মীকে দিনে ১০ কেজি করে গম দেওয়া হচ্ছে এখন।
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র খালিদ বালতি গত মঙ্গলবার নানগারহার প্রদেশে নিহত হয়েছেন। অজ্ঞাত ব্যক্তির গুলিতে তিনি হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পাকিস্তান সরকারের সঙ্গে গ্রুপটির সম্প্রতি অস্ত্র বিরতির আলোচনা চলার মধ্যে এ ঘটনা ঘটল। ৪০ বছর বয়সী বালতির হত্যাকাণ্ড ক্ষতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তালেবানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
কিছুদিন ধরে কাবুলের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন হিসেবে গম দিচ্ছে তালেবান। এবার ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচি সারা দেশে চালুর ঘোষণা দিল তালেবানের কৃষি মন্ত্রণালয়। অর্থসংকটের কারণে দেশটি এমনটি করছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির পরিসর বৃদ্ধির ঘোষণা দিয়েছে তালেবান। এরই মধ্যে হাজার হাজার সরকারি কর্মকর্তার বেতন হিসেবে গম দিচ্ছে তারা। জাতিসংঘের পক্ষ থেকে আফগানিস্তানের জন্য ৪৪০ কোটি ডলারের মানবিক সহায়তা তহবিল গঠনের আহ্বান জানানোর পর তালেবান পক্ষ থেকে এ কথা জানা গেল।
দেশটির কৃষি মন্ত্রণালয়ের উপমন্ত্রী ফজেল বারি ফাজলি বলেন, ‘আমরা এরই মধ্যে পাকিস্তান থেকে ১৮ টন গম পেয়েছি। তারা আরও ৩৭ টন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আর ভারত থেকে ৫৫ টন গম পাওয়ার চেষ্টা করছি।’
গত বছরের আগস্টে তালেবানে ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞা দেয়। যুক্তরাষ্ট্রে দেশটির প্রায় সাড় নয় শ কোটি ডলার আটকে আছে। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সংস্থাগুলো দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রম পুনরায় শুরু করে। সংস্থাগুলো এসব সহায়তা কার্যক্রম তালেবানকে এড়িয়ে পরিচালনা করছে।
তালেবান পক্ষ থেকে এই ঘোষণা দেশটির ভঙ্গুর অর্থনীতির পরিচায়ক। বিবিসি জানায়, ভারতের কাছ থেকে পাওয়া গম দিয়েই এখন পর্যন্ত সরকারি কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে। দেশটির ৪০ হাজার সরকারি কর্মীকে দিনে ১০ কেজি করে গম দেওয়া হচ্ছে এখন।
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র খালিদ বালতি গত মঙ্গলবার নানগারহার প্রদেশে নিহত হয়েছেন। অজ্ঞাত ব্যক্তির গুলিতে তিনি হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পাকিস্তান সরকারের সঙ্গে গ্রুপটির সম্প্রতি অস্ত্র বিরতির আলোচনা চলার মধ্যে এ ঘটনা ঘটল। ৪০ বছর বয়সী বালতির হত্যাকাণ্ড ক্ষতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তালেবানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫