Ajker Patrika

বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে

আপডেট : ২৫ জুন ২০২১, ১১: ১২
বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে

ঢাকা: করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ হাজার ৯৫৭ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজার ২৩৫। গত দিনের তুলনায় মৃত্যু ও নতুন সংক্রমিত রোগীর সংখ্যা কিছুটা কমেছে। গত দিনে করোনায় মারা গিয়েছিল ৮ হাজারের বেশি মানুষ। একই দিনে নতুন সংক্রমণের সংখ্যা ছিল ৪ লাখ ২৪ হাজার ১৪২ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে আজ শুক্রবার এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৭ লাখ ৪৯ হাজার ৮০৬ জন। এর মধ্যে মারা গেছেন ৩৯ লাখ ১৫ হাজার ৫৪৭ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৫৪ লাখ ২ হাজার ৯৯০ জন।

বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ১ কোটি ১৪ লাখ ৩১ হাজার ২৬৯–এ। তাঁদের মধ্যে এই রোগের মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ১৩ লাখ ৫০ হাজার ১৭৩ জন এবং গুরুতর অবস্থায় আছেন ৮১ হাজার ৯৬ জন, যা মোট শনাক্তের শূন্য দশমিক ৭ শতাংশ।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৯৫৬ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৮ হাজার ৬৮৫ জন মারা গেছেন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪২ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮২ লাখ ৪৩ হাজার ৪৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৯ হাজার ২৮২ জনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত