Ajker Patrika

করোনায় দৈনিক শনাক্তের শীর্ষে যুক্তরাষ্ট্র, মৃত্যুতে ব্রাজিল

করোনায় দৈনিক শনাক্তের শীর্ষে যুক্তরাষ্ট্র, মৃত্যুতে ব্রাজিল

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। আর গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে এক দিনে করোনা শনাক্ত হয়েছেন ৫৬ হাজার ৫২৫ জন এবং মারা গেছেন ৪১৬ জন। আর ব্রাজিলে এক দিনে করোনা শনাক্ত হয়েছেন ৫৪ হাজার ৭৮৪ জন। মারা গেছেন ১ হাজার ৩৮৮ জন।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫৩ হাজার ৭১১ জন। যা গতদিনের তুলনায় ৪২ হাজার ৪৪১ জন বেশি। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮ হাজার ৮২৪ জন। যা আগের দিনের তুলনায় ২৮৫ জন বেশি।

দৈনিক মৃত্যুর তালিকায় ব্রাজিলের পরেই অবস্থান করছে ইন্দোনেশিয়া। দক্ষিণপূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে এক দিনে করোনায় মারা গেছেন ১ হাজার ৩৮৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত