মন্ত্রিসভায় বড় রদবদল আনলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। স্থানীয় সময় সোমবার দেশটির ছয়জন মন্ত্রী পরিবর্তন করা হয়েছে। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো মন্ত্রিসভায় এত বড় রদবদল আনলেন বলসোনারো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের পররাষ্ট্র এবং প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তন করেছেন বলসোনারো।
করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে শুরু থেকেই বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সম্প্রতি দেশটিতে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
করোনা মহামারির শুরুর পর থেকে ব্রাজিলে ৩ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ২০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
বিবিসি জানায়, চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক না থাকায় ব্রাজিল ভ্যাকসিন পায়নি বলে সম্প্রতি অভিযোগ তোলেন দেশটির সংসদ সদস্যরা। এই অভিযোগের পর বলসোনারোর বিশ্বস্ত হিসেবে পরিচিত পররাষ্ট্রমন্ত্রী আর্নেস্তো আরাজো পদত্যাগ করেন। তার পরিবর্তে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান কার্লোস আলবার্তো ফ্রাঙ্কো ফ্রাঁসোয়া।
তবে সবচেয়ে বিস্ময়কর পরিবর্তনটি এসেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফার্নান্দো আজেভেদো ই সিলভাকে সরিয়ে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াল্টার সওজা ব্রাগা নেত্তোকে।
এছাড়া জেনারেল লুইস দুয়ার্দো রামোসকে ব্রাজিলের প্রেসিডেন্টের নতুন চিফ অব স্টাফ পদে নিয়োগ দেওয়া হয়েছে। আর পুলিশ কর্মকর্তা অ্যান্ডারসন তরেসকে দেওয়া হয়েছে বিচারমন্ত্রীর দায়িত্ব।
সূত্র: বিবিসি
মন্ত্রিসভায় বড় রদবদল আনলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। স্থানীয় সময় সোমবার দেশটির ছয়জন মন্ত্রী পরিবর্তন করা হয়েছে। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো মন্ত্রিসভায় এত বড় রদবদল আনলেন বলসোনারো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের পররাষ্ট্র এবং প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তন করেছেন বলসোনারো।
করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে শুরু থেকেই বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সম্প্রতি দেশটিতে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
করোনা মহামারির শুরুর পর থেকে ব্রাজিলে ৩ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ২০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
বিবিসি জানায়, চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক না থাকায় ব্রাজিল ভ্যাকসিন পায়নি বলে সম্প্রতি অভিযোগ তোলেন দেশটির সংসদ সদস্যরা। এই অভিযোগের পর বলসোনারোর বিশ্বস্ত হিসেবে পরিচিত পররাষ্ট্রমন্ত্রী আর্নেস্তো আরাজো পদত্যাগ করেন। তার পরিবর্তে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান কার্লোস আলবার্তো ফ্রাঙ্কো ফ্রাঁসোয়া।
তবে সবচেয়ে বিস্ময়কর পরিবর্তনটি এসেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফার্নান্দো আজেভেদো ই সিলভাকে সরিয়ে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াল্টার সওজা ব্রাগা নেত্তোকে।
এছাড়া জেনারেল লুইস দুয়ার্দো রামোসকে ব্রাজিলের প্রেসিডেন্টের নতুন চিফ অব স্টাফ পদে নিয়োগ দেওয়া হয়েছে। আর পুলিশ কর্মকর্তা অ্যান্ডারসন তরেসকে দেওয়া হয়েছে বিচারমন্ত্রীর দায়িত্ব।
সূত্র: বিবিসি
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে